কার্ড
কার্ডের মাধ্যমে বিদেশে টাকা উত্তোলন বন্ধ করল ব্র্যাক ব্যাংক, ভোগান্তিতে গ্রাহকরা
কোনো প্রকার আগাম ঘোষণা ছাড়াই বিদেশে কার্ডধারীদের বৈদেশিক মুদ্রায় নগদ উত্তোলন স্থগিত করেছে ব্র্যাক ব্যাংক।
ফলে ব্র্যাক ব্যাংকের কার্ডের ওপর নির্ভর করে বিদেশ ভ্রমণকারী অনেক গ্রাহক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ব্র্যাক ব্যাংকের অন্তত পাঁচ জন গ্রাহক গত দুই দিনে ইউএনবির কাছে তাদের ভোগান্তির অভিযোগ করেছেন।
গত ২৪ ডিসেম্বর এক বার্তায় বলা হয়, 'প্রিয় গ্রাহক, আগামী ২৪ ডিসেম্বর থেকে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে দেশের বাইরে সব ধরনের নগদ উত্তোলন স্থগিত করা হয়েছে।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ভ্রমণ কোটার মধ্যে পিওএস ও ই-কমার্সের মাধ্যমে যেকোনো বৈধ কেনাকাটা করা যাবে।আরও পড়ুন: ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন আশরাফ আহমেদ
ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ব্র্যাক ব্যাংক সবসময় ডিজিটাল লেনদেন ও ইলেকট্রনিক পেমেন্টকে উৎসাহিত করছে।
এছাড়া নগদ টাকা উত্তোলনের কোনো রেকর্ড না থাকায় ব্যাংকের নিরাপত্তা ও গ্রাহক সুরক্ষার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ক্লায়েন্ট ইলেকট্রনিক লেনদেন এবং কেনাকাটা করতে পারেন।
আরও পড়ুন: আগামী দশকের কৌশল হবে ব্যাকওয়ার্ড লিংকেজ, প্রযুক্তি ও জটিল দক্ষতা উন্নয়নে বিনিয়োগ: বিজিএমইএ পরিচালক
১০ মাস আগে
শিগগিরই কার্ডের মাধ্যমে ওএমএসের চাল বিতরণ শুরু হবে: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ডের মাধ্যমে ওএমএসের (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়) চাল বিতরণের নির্দেশ দিয়েছেন।
আজ (বৃহস্পতিবার) সকালে নওগাঁর পোরশা উপজেলার কাপালির বাজারে চলমান ওএমএস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই কার্ডের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী বলেন, ‘অনেক সময় একজন ব্যক্তি বারবার ওএমএসের চাল নিয়ে পরে বাইরে বিক্রি করে দেন, অন্যদিকে অনেকেই তা পান না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এই প্রবণতা রোধ করা যেতে পারে এবং তারপরে সবাই ওএমএস পণ্যগুলো নিতে পারবে।একটি কার্ড ব্যবহার করে সপ্তাহে একবার ওএমএস চাল কেনা যাবে।’
আরও পড়ুন: কার্ডের মাধ্যমে ওএমএসের পণ্য বিক্রির নির্দেশ প্রধানমন্ত্রীর
বাজার মূল্য কমাতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে।
আমন ধানের উৎপাদন ভালো হয়েছে। বোরো ফসলের আবাদ শুরু হয়েছে। চাল আমদানি করা হলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন না। তাদের ন্যায্যমূল্য দিতে হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।
নিম্ন আয়ের মানুষের কোনো সমস্যা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ওএমএসের চাল ৩০ টাকা কেজি দরে দেয়া হচ্ছে। এ মাসেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হবে।
৫০ লাখ পরিবার মাসে একবার ৩০ কেজি করে চাল পাবে।
আরও পড়ুন: রমজানের আগে ওএমএসের ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি
১ বছর আগে
কার্ডের মাধ্যমে ওএমএসের পণ্য বিক্রির নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য কর্মসূচির ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে কার্ডের মাধ্যমে খোলা বাজারে বিক্রয় (ওএমএস) পরিচালনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
সোমবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী ওএমএস ব্যবস্থাপনায় শূন্যতা পূরণের নির্দেশ দিয়েছেন…। তিনি কার্ডের মাধ্যমে ওএমএস পণ্যগুলি প্রদান এবং কার্ড সিস্টেমের মাধ্যমে এটি পরিচালনা করার জন্য পদক্ষেপ নিতে বলেছেন যাতে এর ব্যবস্থাপনায় কোনও ফাঁক না থাকে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পণ্যের বাজার মনিটরিং এবং খাদ্য মজুদকারীদের বিরুদ্ধে সতর্কতা জোরদার করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
এদিকে, মন্ত্রিসভা আরও ৪৪টি দেশের নাগরিকত্ব প্রাপ্ত বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব সুবিধা প্রদানের জন্য নিরাপত্তা সেবা বিভাগের একটি এসআরও জারির প্রস্তাব অনুমোদন করেছে।
এখন ৫৭টি দেশের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিরা এই সুবিধা ভোগ করছেন। সুতরাং, এই এসআরও জারির পর মোট ১০১টি দেশের নাগরিকত্ব প্রাপ্ত বাংলাদেশিরা এই সুবিধা ভোগ করবেন।
৪৪টি নতুন দেশের মধ্যে আফ্রিকার ১৯টি, দক্ষিণ আমেরিকার ১২টি, ১২টি ক্যারিবিয়ান দেশ এবং একটি ওশেনিয়া দেশ রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ গড়তে উদ্ভাবনী শক্তি ও মেধা কাজে লাগান: বিসিএস কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী
৪৪টি দেশের মধ্যে রয়েছে মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানা এবং মরিশাস, ব্রাজিল। আর্জেন্টিনা, বলিভিয়া, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, পেরু, চিলি, সুরিনাম, উরুগুয়ে, গুয়ানা, কিউবা, ডোমিনিকা, হাইতি, বার্বাডোস, বাহামা, জ্যামাইকা, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, গ্রেনাডা এবং ফিজি।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও কোষাধ্যক্ষের মেয়াদ তিন থেকে চার বছর বাড়ানোসহ কিছু পরিবর্তন আনার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়াও, ডেল্টা প্ল্যান ২১০০ এবং স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ সহ অন্যান্য বিভিন্ন পরিকল্পনায় জলবায়ু সমস্যা ও সমস্যার প্রতি বিশেষ মনোযোগ দিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রিসভা মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ২০০২২-২০৪১-এর খসড়া অনুমোদন করেছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ২০২২-২০৪১ বাস্তবায়নের জন্য ৮০ বিলিয়ন মার্কিন ডলারের তহবিলের প্রয়োজন হবে। জলবায়ু দৃষ্টিকোণ থেকে দেশের উন্নয়ন যাতে টেকসই হয় সেজন্য এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
আরও পড়ুন: বৈশ্বিক মন্দার মধ্যেও অর্থনীতিকে এগিয়ে নিতে যথাসাধ্য চেষ্টা করছি: প্রধানমন্ত্রী
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী
১ বছর আগে
দুর্নীতি রোধে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ডিজিটালাইজড করা হবে: মন্ত্রী
দুর্নীতির লাগাম টেনে ধরতে প্রয়োজনে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
৪ বছর আগে