ভার্চুয়ালি শুনানি
হাইকোর্টে বসুন্ধরা গ্রুপের এমডির আগাম জামিন আবেদন
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
আরও পড়ুন: মুনিয়ার মৃত্যু: দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস মন্ত্রীর
'আনভীর বিদেশ চলে গেছেন'- এমন গুঞ্জনের মধ্যেই বুধবার তার পক্ষে হাইকোর্টে এ আবেদন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। এই আদালতের দৈনন্দিন কার্যতালিকার ১৪ নম্বর ক্রমিকে এটি শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে। তবে তার পক্ষে আইনজীবী হিসেবে কে আছেন তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: ন্যায়বিচার চায় মুনিয়ার পরিবার
নিয়ম অনুযায়ী আগাম জামিন আবেদনের শুনানির জন্য আসামীদের স্বশরীরে হাজির হওয়ার বিধান রয়েছে। তবে ভার্চুয়ালি শুনানি হওয়ায় আসামি ভার্চুয়ালি আদালতে সংযুক্ত হতে পারেন।
৩ বছর আগে
আপিল বিভাগে ভার্চুয়ালি শুনানি ৩০ জুন পর্যন্ত
ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে শুনানি চলবে ৩০ জুন পর্যন্ত। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
৪ বছর আগে