ব্যক্তিগত সহকারী
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া জাহাঙ্গীর আলমের সঙ্গে কোনো সম্পর্ক নেই: পিএমও
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দেওয়া মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী ও কার্যালয়ের কোনো সম্পর্ক নেই।
বুধবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং থেকে পাঠানো বিশেষ বিজ্ঞতিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞতিতে বলা হয়, নোয়াখালীর চাটখিল উপজেলার মৃত রহমত উল্যাহ’র ছেলে মো. জাহাঙ্গীর আলম নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন।
তার সঙ্গে প্রধানমন্ত্রী ও কার্যালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।
এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতে বলা হয়েছে।
৫১২ দিন আগে
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী করোনায় আক্রান্ত
বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যক্তিগত সহকারী মুজাহিদুল ইসলাম মামুন (৩৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
১৭৮৪ দিন আগে