আবহাওয়া অধিদপ্তর
শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দৈনন্দিন জীবনযাত্রা
দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা দ্রুত কমে গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গাসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ঘন কুয়াশাও থাকবে অনেক এলাকায়।
আবহাওয়া অফিস জানায়, উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: রবিবার সকালে ঢাকার বাতাসের মান 'খুব অস্বাস্থ্যকর'
পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় উপমহাদেশের উচ্চচাপ বলয়ের প্রভাবে শৈত্যপ্রবাহ তৈরি হচ্ছে।
এদিকে, উত্তর বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থানীয় আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে।
আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি গড় তাপমাত্রার চেয়ে কম রয়েছে বাংলাদেশে।
আগের আবহাওয়ার ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, দেশে ডিসেম্বরের সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তবে বেশ কয়েকটি জেলায় বর্তমান তাপমাত্রা এক অংকে নেমে এসেছে। এরই মধ্যে তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবারের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আন্তর্জাতিক সংস্থাগুলোও ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ডিসেম্বরে সাধারণত বছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হয়।
বাসিন্দাদের ঠান্ডা থেকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষত রাতে ও ভোরের দিকে।
আরও পড়ুন: সারাদেশে শুষ্ক আবহাওয়া, কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত
১ সপ্তাহ আগে
সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে
সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
২ সপ্তাহ আগে
৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওর্য়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, ‘সক্রিয় মৌসুমী বায়ুর কারণে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিলিমিটার) থেকে অতি ভারী (২৮৯ মিলিমিটার) বৃষ্টি হতে পারে।’
পূর্বভাসে আরও সতর্ক করা হয়েছে যে, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
আরও পড়ুন: ৮ বিভাগে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অধিদপ্তর
২ মাস আগে
সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ (৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন: নড়াইলে মধুমতি নদীভাঙনের কবলে শতাধিক পরিবার
সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় টেকনাফে দেশের সর্বোচ্চ ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে।
তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: বৃহস্পতিবার সকালে ঢাকার বাতাসের মান 'মাঝারি'
৫ মাস আগে
৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা
ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিটে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক।
আরও পড়ুন: বাংলাদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকার আগারগাঁওয়ের বিএমডি সিসমিক সেন্টার থেকে ৪৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ভূমিকম্পে ঢাকা, রাঙামাটি, কুমিল্লা, কক্সবাজার ও খাগড়াছড়ি জেলা কেঁপে ওঠে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: ভূমিকম্প সহনীয় স্থাপনা নির্মাণে সরকার কাজ করে যাচ্ছে: গণপূর্তমন্ত্রী
৬ মাস আগে
ঢাকাসহ সাত বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ সাতটি বিভাগের কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
তাপমাত্রা রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিন ও রাতের কিছুটা কমতে পারে এবং দেশের অন্যান্য জায়গায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ৭ জেলায় বইছে অতি তীব্র তাপপ্রবাহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৭ মাস আগে
চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ সারা দেশে ঘন কুয়াশা হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে দেশের বাকি অংশে প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস থাকলেও অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পুরো দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা ঢেকে যেতে পারে, কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।
এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।
আরও পড়ুন: বৃহস্পতিবার সকালে বিশ্বে সবচেয়ে দূষিত ঢাকার বাতাস
ফলে ভ্রমণকারী এবং যাত্রীদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে আবহাওয়া পূর্বাভাসে।
এতে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে কর্তৃপক্ষ নাগরিকদের সর্বশেষ আবহাওয়ার প্রতিবেদনের সঙ্গে আপডেট থাকতে এবং ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হযেছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
১০ মাস আগে
দেশে মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দৈনন্দিন জীবন
বাংলাদেশ বর্তমানে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি প্রাথমিকভাবে মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর, বরিশাল এবং ভোলাসহ উত্তরাঞ্চলকে প্রভাবিত করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই শীতের প্রভাব বিশেষভাবে দিনমজুর, শিশু ও বয়স্কদের ওপর পড়ছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া বুলেটিনে সারাদেশে তাপমাত্রার তারতম্য তুলে ধরা হয়েছে, বরিশালে তাপমাত্রা সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আর টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার মানদণ্ড অনুযায়ী ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে হালকা শৈত্যপ্রবাহ হিসাবে ধরা হয়। তাপমাত্রা হ্রাসের সঙ্গে সঙ্গে তীব্রতাও বৃদ্ধি পায়।
এই আবহাওয়ার ধরণটি মাঝারি থেকে ঘন কুয়াশাও বয়ে নিয়ে আসে, বিশেষত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এবং কিছু অঞ্চলে দুপুর পর্যন্ত তা অব্যাহত রয়েছে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এতে মানুষের দৈনন্দিন যাতায়াত এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
আরও পড়ুন: সোমবার সকালে ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর'
এই পরিস্থিতি সত্ত্বেও, কোথাও কোথাও আকাশ আংশিক অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকাসহ আবহাওয়া শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে। রাত এবং দিনের তাপমাত্রায় সামান্য বৃদ্ধি প্রত্যাশিত, যদিও অনেক অঞ্চলে দিনে ঠান্ডা আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, বাংলাদেশের উত্তরাঞ্চল এই শৈত্যপ্রবাহে বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে বাসিন্দারা হাড় কাঁপানো ঠাণ্ডার মুখোমুখি হয়েছে। এটি সাধারণ জীবনযাত্রাকেকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করেছে। হাড় কাঁপানো শীত থেকে জনগণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশকে রক্ষা করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি
১১ মাস আগে
২ দিন পর তাপমাত্রা বাড়তে পারে: আবহাওয়া অফিস
কুয়াশার কারণে সারা দেশে শীতল আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, ‘আগামী দুই দিন পর তাপমাত্রা বাড়তে পারে।’
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আজ ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস
কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যান্য স্থানে এটি প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ইউএনবি'র কুড়িগ্রাম সংবাদদাতা জানান, হাড় কাঁপানো ঠাণ্ডায় জেলার দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
ঘন কুয়াশার কারণে সূর্য অদৃশ্য থাকায় রাস্তায় লোকজনকে নিজেদের উষ্ণ রাখতে আগুন জ্বালাতে দেখা গেছে।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ সুবল চন্দ্র সরকার জানান, আজ (বৃহস্পতিবার) জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, আরও দুই দিন শীতের এই পরিস্থিতি বিরাজ করতে পারে।
আরও পড়ুন: রাজধানীতে বৃষ্টির কারণে যোগাযোগব্যবস্থা ব্যাহত, আরও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
১১ মাস আগে
ঘূর্ণিঝড় হামুন বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে: আবহাওয়া অধিদপ্তর
ঘূর্ণিঝড় হামুন মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপকূলীয় এলাকা অতিক্রম করতে শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'হামুন' দুর্বল হয়ে উপকূল অতিক্রম করতে শুরু করেছে।
এতে আরও বলা হয়, ‘ঘূর্ণিঝড়ের মূল অংশ উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং আগামী ৮-১০ ঘণ্টার মধ্যে কুতুবদিয়ার কাছে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।’
আরও পড়ুন: ঘূর্ণিঝড় 'হামুন' আজ রাতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে: আবহাওয়া অধিদপ্তর
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরগুলোকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় কক্সবাজারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, উপকূলের বাসিন্দাদের নিকটবর্তী সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় হামুন: চট্টগ্রামে প্রস্তুত রয়েছে ২৯০টি মেডিকেল টিম
ঘূর্ণিঝড় হামুন: খুলনায় ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত
১ বছর আগে