চন্দ্রনাথ পাহাড়
চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ ধাম (কাঞ্চননাথ-চন্দ্রনাথ-আদিনাথ) স্রাইন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় রেলভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্রাইন কমিটির নেতারা জানান, পাঁচ বছর ধরে মন্দির ঘিরে বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড দেখা যাচ্ছে। সম্প্রীতির পরিবেশ নষ্টের অপচেষ্টা চলছে বলেও জানান তারা।
তাৎক্ষণিকভাবে বৈঠক থেকেই তিন উপদেষ্টা মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের এ ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দেন।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধানরঞ্জন রায় পোদ্দার বলেন, ‘ধর্ম, বর্ণ, শ্রেণি-নির্বিশেষে অন্তবর্তী সরকার সবার জন্য বৈষম্যহীন সমাজে নির্মাণে কাজ করছে।’
আরও পড়ুন: তুরস্কের স্থাপত্যশৈলিতে পাগলা মসজিদে আধুনিক কমপ্লেক্স হবে: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘অন্য ধর্মের স্থাপনার ওপর যারা আক্রমণ করে তারা কোনোভাবেই ধার্মিক হতে পারে না। এটা অপরাধ। এ কাজে কোনো ধর্ম নেই, অধর্ম রয়েছে। ধর্মীয় সম্প্রীতি নষ্টের কোনো ধরনের চেষ্টা হলে আমরা কঠোর ব্যবস্থা নেব। আমি সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানাই আপনারা নায্য দাবি-দাওয়াগুলো মন্ত্রণালয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বরাবর পাঠান, আমরা উপযুক্ত ব্যবস্থা নেব।’
রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘চন্দ্রনাথ মন্দিরের সঙ্গে ইতিহাস, ঐতিহ্য জড়িত। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো উসকানিমূলক কার্যক্রম বরদাশত করা হবে না। কোনো ধরনের উসকানির চিহ্ন দেখলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এর পাশাপাশি পাহাড় অবস্থিত মন্দিরে যাতায়াতের জন্য সিঁড়ির সংস্কার প্রয়োজন বলে জানান কমিটির সদস্যরা। স্রাইন কমিটির সভাপতি অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, ‘সিঁড়ি এখন খুব একটা ভালো অবস্থায় নেই। দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।’
এ অনুরোধের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে ফোন করে সিঁড়ি সংস্কারের বিষয়ে ব্যবস্থা নিতে বলেন উপদেষ্টা ফাওজুল কবির খান।
৯৯ দিন আগে
সীতাকুণ্ড ডে ট্যুর: একদিনে ঘুরে আসুন চন্দ্রনাথ পাহাড় ও মহামায়া লেক
ঢাকা থেকে চট্টগ্রাম বিভাগে যাওয়ার মাঝের পথটুকুতে সবচেয়ে সুন্দর প্রাকৃতিক নৈসর্গে ভরপুর দুটি উপজেলা হচ্ছে মীরসরাই ও সীতাকুণ্ড। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের মূল আকর্ষণ এক হাজার ১৫২ ফুট উচ্চতার পর্বতশৃঙ্গে অবস্থিত চন্দ্রনাথ মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের এই তীর্থস্থানটি চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান। আর মীরসরাইয়ের পূর্বের ছোট-বড় পাহাড়গুলো সান্ত্রীর মত দাঁড়িয়ে থেকে ঘিরে রেখেছে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ মহামায়া লেক। এই মনোরম স্থান দু’টিতে ঢাকা থেকে পুরো একদিনে ঘুরে আসা যায়। আর সেই ট্যুর প্ল্যান নিয়ে এই ভ্রমণ বিষয়ক ফিচার।
চন্দ্রনাথ পাহাড় ও মহামায়া লেক
চন্দ্রনাথ মন্দিরের আগে আধমাইল দূরত্বে আছে বিরুপাক্ষ মন্দির এবং এই দুই জায়গা থেকে আশপাশের পাহাড়সহ দূরের বঙ্গোপসাগর চোখে পড়ে। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশের সীতাকুণ্ড ইকোপার্ক এবং সুপ্তধারা ও সহস্রধারা পাহাড়প্রেমীদের অপার্থিব উন্মাদনায় যোগ করে জীবনের স্পন্দন।
মহামায়া লেকটি মূলত জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির লক্ষ্যে ১৯৯৯ সাল থেকে চালু হওয়া সরকারের একটি সেচ প্রকল্প। রাবার ড্যাম, ঝর্ণা ও পাহাড়ি গুহার রোমাঞ্চ ছাড়াও মহামায়া লেক কায়াকিং-এর জন্য উপযুক্ত জায়গা।
আরও পড়ুন: বগালেক, দার্জিলিং পাড়া হয়ে কেওক্রাডং মানেই হারিয়ে যাওয়া রূপকথার রাজ্যে
১৪৮১ দিন আগে
সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে গণছিনতাইয়ের শিকার ৪০ পর্যটক
চট্টগ্রাম, ২১ সেপ্টেম্বর (ইউএনবি)- চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে ভ্রমণে গিয়ে ৪০ জন তরুণ গণছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
২২৬৭ দিন আগে