স্কুল শিক্ষার্থী
নারায়ণগঞ্জে অটোরিকশা চাপায় স্কুল শিক্ষার্থী নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার শহীদনগর এলাকায় অটোরিকশা চাপায় হোসেন মিয়া (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিহত স্কুল শিক্ষার্থী ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেন মিয়া বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে দুই দিনে সড়ক দুর্ঘটনায় ৩ তরুণ নিহত
গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
৮ মাস আগে
গোপনে টাকা নিয়ে কক্সবাজার দেখতে যাওয়া ৩ স্কুল শিক্ষার্থী উদ্ধার
বাড়ি থেকে গোপনে ২৮ হাজার টাকা নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে যায় পঞ্চম শ্রেণির তিন স্কুল শিক্ষার্থী।
চার দিন নিখোঁজ থাকার পর গত ১৬ নভেম্বর তিন স্কুল শিক্ষার্থীকে কক্সবাজারের ডলফিন মোড় এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
ওই তিন শিক্ষার্থী হলো- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি পড়ুয়া ফরহাদ হোসেন, তার অপর দুই সহপাঠী মিম খাতুন ও তানিয়া খাতুন।
জানা যায়, পরিবারের কাউকে কিছু না জানিয়ে গত ১৬ নভেম্বর বাড়ি থেকে তারা বের হয়। এরপর নিখোঁজ ছাত্র-ছাত্রীদের পরিবারের লোকজন ভূরুঙ্গামারী থানায় তিনটি পৃথক পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আরও পড়ুন: লুডু খেলার ঝগড়ায় স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা!
পুলিশ জানায়, নিখোঁজ স্কুল ছাত্র-ছাত্রীদের হারানোর বিষয়ে জিডির পরিপ্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অনুসন্ধান কার্যক্রম শুরু করে। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে ব্যর্থ হয় পুলিশ। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার সদরের ডলফিন মোড় এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।
তিনি জানান, জিজ্ঞেসাবাদে তারা জানায়- তানিয়ার দীর্ঘদীনের শখ সে কক্সবাজার সমুদ্রসৈকতে যাবে। কিন্তু তার বয়স কম হওয়ায় তার সহপাঠী ফরহাদ হোসেন ও মিম খাতুনের শরণাপন্ন হয়।
তিনি আরও বলেন, পরে তারা তিন সহপাঠী মিলে পরিকল্পনা করে পরিবারের কাউকে না জানিয়ে প্রায় ২৮ হাজার টাকা নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।
ওসি রুহুল আমিন বলেন, তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতে নারী ও শিশু কর্মকর্তার সহায়তায় তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
ট্রাকচাপায় ফরিদপুরে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু
১ বছর আগে
বুড়িগঙ্গা নদী থেকে স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর খোলামুড়া এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুন) সকালে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশের বসিলা ফাঁড়ির পুলিশ।
নিহত স্কুল শিক্ষার্থী ইয়াসমিন মাহমুদ মাহিম (১৫)। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। মাহিম তার মায়ের একমাত্র সন্তান।
বাবা মাসুদুর রহমানের সঙ্গে ১০ বছর আগে মায়ের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে মায়ের সঙ্গে কামরাঙ্গীরচর বাগানবাড়ি নয়াগাঁও এলাকায় থাকতেন।
আরও পড়ুন: গোসলে নেমে করতোয়া নদীতে ডুবে কৃষকের মৃত্যু
মা সাবিনা ইয়াসমিন স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষক।
স্থানীয়রা জানান, শনিবার (১০ জুন) সকালে স্বজনরা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে নৌপুলিশের বসিলা ফাঁড়ির পুলিশ এসে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মামা রেজাউল করিম সোহাগ বলেন, শুক্রবার সকালে বাসা থেকে চুল কাটার কথা বলে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি করি।
সোহাগ আরও জানান, চুল কাটা শেষে আজিমপুরে মাহিমের এক বন্ধুর দাদির মিলাদে যাওয়ার জন্য তার মাকে রাজি করায়। কিন্তু সেখানে যে যায়নি। পরে তার মোবাইল ফোন চেক করে আমার ভাগ্নের সহপাঠী সামিরের সঙ্গে দেখা করার তথ্য পাই। কিন্তু সে মাহিমের সঙ্গে দেখা করার কথা অস্বীকার করে।
তিনি আরও বলেন, গতকাল থেকে সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজ করেছি। আজ ভোরে খোলামুড়া ঘাট এলাকায় গেলে এক পথচারীর মাধ্যমে নদীতে লাশ ভেসে থাকার খবর পাই৷ পরে গিয়ে আমার ভাগ্নে মাহিমের লাশ ভাসতে দেখি। তার শরীর ও মুখে অনেক কাদা লাগানো।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশের বসিলা ফাঁড়ির পরিদর্শক অনিমেষ হালদার বলেন, শনিবার সকালে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তেরর জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে শরীর কাদা লাগানো ছিলো। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: রানীশংকৈলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
যমুনার চোরাবালিতে ডুবে দিনাজপুর মেডিকেল ছাত্রের মৃত্যু
১ বছর আগে
বগুড়ায় টাকার জন্য স্কুল শিক্ষার্থীর হাতে শিক্ষার্থী খুন
বগুড়ার শিবগঞ্জে টাকার জন্য পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রকে খুন করেছে অপর শিক্ষার্থীরা। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বগুড়ার শিবগঞ্জে আবু হুরায়রা নামের ওই ছাত্রকে টাকার জন্য খুন করা হয় বলে জানিয়েছে মোকামতলা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (ইন্সপেক্টর) আশিক ইকবাল।
আরও পড়ুন: আরবি পড়তে যাওয়ার পথে খুন হলো ৯ বছরের শিশু
নিহত হুরায়রা শিবগঞ্জ উপজেলার কড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং কড়িবাড়ি দক্ষিণপাড়ার মনজুরুল ইসলামের ছেলে। সোমবার রাতে সৈয়দপুর ইউনিয়নের বজলুর মোড় এলাকার একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে গ্রেপ্তার পাঁচ শিশুর মধ্যে তিনজন সপ্তম শ্রেণিতে, একজন হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করেন ও একজন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘুরতে যাওয়ার জন্য গ্রেপ্তার পাঁচ শিশু আগে থেকেই পরিকল্পনা করেছিল। কিন্তু তারা টাকা সংগ্রহ করতে পারছিল না। পরে তারা প্রতিবেশি আবু হুরায়রাকে অপহরণ করে টাকা সংগ্রহের পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী স্কুল ছুটির পর তারা আবু হুরায়রাকে ডেকে নিয়ে হনুমান দেখানোর কথা বলে পাশের এক জঙ্গলে নিয়ে যায়। সেখানে নেয়ার পর তারা জোর করে হুরায়রার সাইকেল কেড়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তারা সবাই মিলে হুরায়রাকে শ্বাসরোধ করে হত্যা করে সাইকেল নিয়ে পালিয়ে যায়।
পরে তারা স্থানীয় ডাকুমারা হাটে ওই সাইকেল দুই হাজার ৭০০ টাকায় বিক্রি করে।
এদিকে রাত হয়ে যাওয়ার পরেও হুরায়রা বাড়িতে না ফেরায় পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয় এবং খোঁজাখুঁজি শুরু হয়।
এক পর্যায়ে ডাকুমারা হাটে হুরায়রার সাইকেল দেখতে পেয়ে দোকানীর বরাতে জানা যায় এক কিশোর সাইকেলটি বিক্রি করেছে।
পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচ শিশুকে গ্রেপ্তার করে।
মোকামতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশিক ইকবাল জানান, হুরায়রার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় জোড়া খুন মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কুমিল্লায় জোড়া খুন মামলার ২ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
১ বছর আগে
গোয়াইনঘাটে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের গোয়াইনঘাটে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পূর্ব জাফলংয়ের সোনাটিলা এলাকার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাদিয়া আক্তার (১০) উপজেলার সোনাটিলা গ্রামের শাহনআলম মিয়ার মেয়ে ও স্থানীয় গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহের জেরে শিশুটির মা তাদের সন্তানদের রেখে বাবার বাড়িতে চলে যায়। এরপর শিশুটিকে একা ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পড়ুন: চট্টগ্রামে দুই যুবকের আত্মহত্যা
ধামরাইয়ে আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সড়কের পাশ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার
২ বছর আগে
১ নভেম্বর থেকে স্কুল শিক্ষার্থীদের দেয়া হবে করোনার টিকা
আগামী পহেলা নভেম্বর থেকে ঢাকায় ১২ থেকে ১৭ বছরের স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুধবার রাতে আমাদের কাছে সিনোফার্মের ৫৫ লাখ টিকা এসেছে। এ নিয়ে প্রায় দুই কোটির ওপরে টিকা আমাদের হাতে রয়েছে। আজ, আগামীকাল ও পরশুর মধ্যে আমরা প্রায় ৮০ লাখ টিকা দিয়ে দেব। এই কর্মসূচি শুরু হয়ে গেছে।
আরও পড়ুন: দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম শুরু, একদিনে পাবে ৮০ লাখ লোক
স্কুলের ছাত্র-ছাত্রীদের টিকা দেয়ার বিষয়ে মন্ত্রী পরিষদ সভায় আলোচনা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেয়ার জন্য তালিকা প্রায় সমাপ্তির দিকে। শিক্ষা মন্ত্রণালয় আমাদের তালিকা দিয়েছে, সেই তালিকা আমরা আবার আইসিটি মন্ত্রণালয়কে দিয়েছি। উনারা আজকে এখানে আমাদের জানিয়েছেন উনারাও মোটামুটি সবকিছু সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে দিয়েছেন।
তিনি বলেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন এক তারিখ (১ নভেম্বর) থেকে আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারব। সেটা ঢাকায় ১২টি কেন্দ্র আমরা ঠিক করেছি। অন্যান্য যে টিকা কার্যক্রম তাও চলমান থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে। প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্র থেকে টিকা দেয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন কেন্দ্র যেন আরও বাড়ানো হয়। আমরা সেদিকে নজর দেব। সারাদেশেই আমরা স্কুলের ছেলে-মেয়েদের টিকা দেয়ার ব্যবস্থা করেছি।
আরও পড়ুন: বাংলাদেশকে এক কোটি ৫০ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র
ঢাকার বাইরে স্কুলের শিক্ষার্থীদের কবে থেকে টিকা কার্যক্রম শুরু করা হবে এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ঢাকার বাইরে টিকা কার্যক্রম শুরু করতে একটু সময় লাগবে। কারণ আমরা তো সবকিছু করতে পারি না। শিক্ষা মন্ত্রণালয় তালিকা তৈরি করেন। সেই তালিকা আমরা আবার আইসিটি মন্ত্রণালয়কে দেয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলায় টিকা দেয়ার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা নেই, সেখানে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে।
প্রতিদিন কতো শিক্ষার্থীদের টিকা দেয়া হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখন যেটা হাতে নিয়েছি তাতে প্রতিদিন প্রায় ৪০ হাজার টিকা দেয়া যাবে। টিকা যতদিন মজুদ থাকবে এই কার্যক্রম চালু থাকবে।
আরও পড়ুন: করোনার টিকা উৎপাদনে এএফসি-ঢাবির চুক্তি
৩ বছর আগে
করোনা: দেশে মৃত্যু ও শনাক্ত আরও কমেছে
গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৭৯ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২ জনের। নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৪ জন। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার অধিদপ্ত জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ৮৬ জন মারা গেছে এবং ৩ হাজার ৩৫৭ জন আক্রান্ত হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ১০.১১ শতাংশ। করোনায় দেশে মৃত্যুর হার ১.৭৫ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। দেশে সুস্থতার হার ৯৫.২৩ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত প্রায় পৌনে ২২ কোটি মানুষ
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৮ জন, খুলনা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ২৩ জন, রংপুরে ২ জন, বরিশালে ৩ জন, সিলেটে ৮ জন, রাজশাহীতে ৮ জন এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।
স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই
সারাদেশের স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।
বুধবার (০১ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া হবে কি না।’
খুরশীদ আলম বলেন, প্রধানমন্ত্রী চান স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে। তবে এ বিষয়ে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো নির্দেশনা পাইনি। আমেরিকায় শিশুদের যে টিকা দেয়া হয়েছে তা প্রটোকল অনুযায়ী দিয়েছে, সেরকম আমাদের দেশেও হতে পারে। শিক্ষকদের টিকা দেয়া প্রায় শেষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেটে করোনায় ৮ মৃত্যু, শনাক্ত ৮০
স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই
ডিজি বলেন, আমেরিকাতে স্কুল-কলেজে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। সেটা তাদের নিজের ব্যবস্থাপনায় দিয়েছে। নিজস্ব দেশের প্রটোকলের মাধ্যমে তারা দিয়েছে। এখন আমাদের দেশেও হতে পারে। আমাদের দেশের কর্তৃপক্ষ যদি মনে করেন তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন টিকা নিশ্চিত করে স্কুল-কলেজ খুলে দিতে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়োশোনা অনেকটায় স্থগিত অবস্থায় রয়েছে। টিকা দিয়ে তাদের স্কুল-কলেজে নিয়ে আসতে পারলে সেটা খুবই ভালো হবে। শিক্ষকদের ইতোমধ্যে মোটামুটি টিকা দেয়া শেষ।
৩ বছর আগে
স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই
সারাদেশের স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।
বুধবার (০১ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া হবে কি না।’
খুরশীদ আলম বলেন, প্রধানমন্ত্রী চান স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে। তবে এ বিষয়ে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো নির্দেশনা পাইনি। আমেরিকায় শিশুদের যে টিকা দেয়া হয়েছে তা প্রটোকল অনুযায়ী দিয়েছে, সেরকম আমাদের দেশেও হতে পারে। শিক্ষকদের টিকা দেয়া প্রায় শেষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেয়া হয়েছে।
ডিজি বলেন, আমেরিকাতে স্কুল-কলেজে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। সেটা তাদের নিজের ব্যবস্থাপনায় দিয়েছে। নিজস্ব দেশের প্রটোকলের মাধ্যমে তারা দিয়েছে। এখন আমাদের দেশেও হতে পারে। আমাদের দেশের কর্তৃপক্ষ যদি মনে করেন তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন টিকা নিশ্চিত করে স্কুল-কলেজ খুলে দিতে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়োশোনা অনেকটায় স্থগিত অবস্থায় রয়েছে। টিকা দিয়ে তাদের স্কুল-কলেজে নিয়ে আসতে পারলে সেটা খুবই ভালো হবে। শিক্ষকদের ইতোমধ্যে মোটামুটি টিকা দেয়া শেষ।
স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ‘করোনার উচ্চ সংক্রমণের মধ্যেই দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাই তাদের চিকিৎসা সেবা দেয়ার জন্য সাধারণ হাসপাতালের পাশাপাশি কোভিড হাসপাতালগুলোকেও প্রস্তুত করা হচ্ছে।’
তিনি বলেন, ডেঙ্গু রোধে আমাদের প্রত্যেককেই সতর্ক হতে হবে। বাড়িতে ফুলের টবসহ বাসার ভেতরে-বাইরে জমে থাকা যেসব পানি আছে, সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে। ময়লা-আবর্জনা পরিষ্কার রাখতে হবে। তিন দিনের বেশি সময় বাসার বাইরে যদি কেউ অবস্থান করলে বাথরুমের কমোড, প্যান ইত্যাদি ঢেকে রাখতে হবে। দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
আরও পড়ুন: চাঁদপুরে হঠাৎ টিকাদান বন্ধ
আগামী মাসে ২ কোটি মানুষকে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
৩ বছর আগে
ঈদে কেনাকাটার টাকা চেয়ে না পাওয়ায় স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
কুষ্টিয়ার কুমারখালীতে বাবার ওপর অভিমান করে দশম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বুধবার দুপুরে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাওথী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রত্না খাতুন (১৪) ওই গ্রামের আব্দুর রশিদ বিশ্বাসের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, রত্না তার বাবার কাছে ঈদ উপলক্ষে কেনাকাটা করার জন্য পাঁচ হাজার টাকা চায়। হতদরিদ্র বাবা আব্দুর রশিদ মেয়ের এই বায়না মেটাতে অপরাগতা প্রকাশ করলে অভিমান করে বুধবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে বাড়ির লোকজন এসে দরজা ভেঙে রত্না র' দেহ নামিয়ে অচেতন অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে যুবকের ‘আত্মহত্যা’
নিহতের ভাই সেলিম হোসেন বলেন, 'আমার বোন ঈদের কেনাকাটা বাবদ বাবার কাছে ৫ হাজার টাকা চেয়েছিল। বাবা সেই টাকা না দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, রত্নার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
৩ বছর আগে
লক্ষ্মীপুরে স্কুল শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে নবম শ্রেণির শিক্ষার্থী হিরামনিকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
৪ বছর আগে