সুবিধাভোগী
তৈরি পোশাকশিল্পে অসন্তোষ পতিত স্বৈরশাসকের সুবিধাভোগীদের পরিকল্পিত ষড়যন্ত্র: রিজভী
বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরশাসকের কাছ থেকে সুবিধাভোগী মালিকদের 'পরিকল্পিত ষড়যন্ত্রের' অংশ হিসেবেই তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।
আশুলিয়ায় চলমান পোশাক শ্রমিকদের অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের (স্বৈরশাসকের সুবিধাভোগীদের) পোশাকশিল্প থেকে লোকেরা বেরিয়ে এসে একটি পরিকল্পিত অস্থিরতা তৈরি করছে। যাতে ছাত্র ও জনগণের এই বিপ্লব ব্যর্থ হয় এবং এটি (বিপ্লবের সাফল্য) দীর্ঘস্থায়ী না হয়। তারা এ ধরনের ষড়যন্ত্র করছে।’
মঙ্গলবার(১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।
আরও পড়ুন: অপরাধীদের ক্ষমা নয়, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত: রিজভী
পোশাকশিল্পে অসন্তোষ ইস্যুতে তিনি কিছু পোশাক কারখানার মালিকের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলে বলেন, “নজরুল ইসলাম কে? কে এই সালাম মুর্শেদী? তারা কি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সংসদ সদস্যরা সুবিধাভোগী ছিলেন না?”
আশুলিয়ায় সোমবারের(৩০ সেপ্টেম্বর) সহিংসতা প্রসঙ্গে রিজভী বলেন, প্রকৃত সত্য হলো শেখ হাসিনার সুবিধাভোগী পোশাক কারখানার মালিকদের লোকজন বেরিয়ে এসে নিরপেক্ষ ব্যক্তি বা বিএনপির লোকজনের মালিকানাধীন অন্যান্য পোশাক কারখানায় হামলা চালিয়েছে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা ঘটেছে। স্বৈরশাসকের দুষ্টচক্র প্রশাসন থেকে শুরু করে সর্বত্র ষড়যন্ত্র করছে এবং তারা এখানে একের পর এক ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করেন তিনি।
ইউনিয়ন পরিষদ ভাঙা হয় না কেন?
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান জনপ্রতিনিধিরাই আওয়ামী লীগের গুন্ডা-পান্ডা-সন্ত্রাসী। যারা এত জঘন্য ও বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে। এরপরও ইউনিয়ন পরিষদ ভেঙে দিচ্ছে না কেন?
উপদেষ্টা পরিষদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'আপনারা কিসের ভয় পাচ্ছেন? কে আপনাদেরকে বলছেন যে এটি করা যাবে না? এটা (ইউপি) রেখে হাসিনা যারা নির্যাতিত ও শহীদ হয়েছেন তাদের রক্তকে অপমান করা হচ্ছে।
রিজভী বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে শেখ হাসিনার অনুসারী রয়েছে এবং তারা গোপনে অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্ম, এর প্রশাসন এবং গণতান্ত্রিক শক্তির কার্যক্রম বিভিন্নভাবে ব্যাহত করার ষড়যন্ত্র করছে।
বিএনপিপন্থী প্লাটফর্ম 'আমরা বিএনপি পরিবার' ছাত্র-গণঅভ্যুত্থানের শিকার ব্যক্তিদেরকে নতুন ব্যাটারিচালিত অটোরিকশা প্রদানের এ অনুষ্ঠানের আয়োজন করে।
শেখ হাসিনার সরকারের পতনের গণঅভ্যুত্থানে আহত রিকশাচালক সাইদুল ইসলামের কাছে অটোরিকশার চাবি ও কাগজপত্র হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ভারত বন্ধুত্ব চায় শুধু স্বৈরশাসক হাসিনার সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে নয়: রিজভী
হাসিনার সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী
১ মাস আগে
সুবিধাভোগীরা ছাড়া সবাই সরকারের বিপক্ষে কথা বলছে: আমীর খসরু
আওয়ামী লীগের সুবিধাভোগীরা ছাড়া সবাই সরকারের বিপক্ষে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, একটি নির্বাচনের পর বাংলাদেশ আজকে কোথায় দাঁড়িয়ে আছে। দেশে-বিদেশে সবার মধ্যে একটি প্রশ্ন- বাংলাদেশ কোথায় আছে?
সোমবার (১ এপ্রিল) বিকালে চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ কনভেনশন হলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: নাশকতা মামলায় মির্জা ফখরুল ও আমীর খসরুর জামিন নামঞ্জুর
তিনি বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের অবস্থান পরিষ্কার করেছে। ৭ জানুয়ারি তো কোনো নির্বাচন হয়নি, হয়েছে গণভোট। বিএনপির পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষ যাতে নির্বাচনে না যায়। সেদিন বাংলাদেশের ৯৫ ভাগের বেশি মানুষ নির্বাচনে না গিয়ে গণভোটে শেখ হাসিনার নির্বাচন ব্যবস্থাকে প্রত্যাখান করেছে।’
তিনি আরও বলেন, ‘এ গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের অবস্থান আবার পরিষ্কার করেছে। তারা এ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে চায়। তারা তাদের ভোটাধিকার, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ফিরে পেতে চায়। গণমাধ্যমের অধিকার ফিরে পেতে চায়। ৯৫ ভাগের বেশি মানুষ সেদিন জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। পাঁচ শতাংশেরও কম মানুষ শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে।’
তিনি আরও বলেন, সুশীল সমাজ, যারা আগে মুখ খুলত না, তারাও পরিষ্কার ভাষায় এ অবৈধ সরকারকে প্রত্যাখান করেছে, তারা আজ গণতন্ত্রের পক্ষে কথা বলছে।
চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিকের সভাপতিত্বে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. ফয়েজুর রহমানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য দেন- ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।
আরও পড়ুন: রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশেষ সাংবাদিক গোষ্ঠী সৃষ্টি করা হয়েছে : আমীর খসরু
আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর
৭ মাস আগে
কোভিড-১৯: রোহিঙ্গা ক্যাম্পে বার্তা পৌঁছে দিচ্ছে আইওএমের সাইকেল-আরোহী স্বেচ্ছাসেবকরা
কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রয়োজনীয় বার্তা ও জীবন রক্ষাকারী তথ্য রোহিঙ্গা জনবসতি জুড়ে সকলের কাছে পৌঁছে দিতে সাইকেলের মাধ্যমে তথ্য সরবরাহের কাজ শুরু করেছে কক্সবাজারে আইওএমের মেন্টাল হেলথ এবং সাইকোসোশাল সাপোর্ট (এমএইচপিএসএস) ইউনিট।
৪ বছর আগে