জুয়া
জুয়ায় হারের ক্ষতি পোষাতে বিকাশ এজেন্টকে হত্যা: আসামিকে গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী উপজেলার রূপসা বাজারের বিকাশ ব্যবসায়ী শরীফ খানকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে মো. তরিকুল শেখ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।
এর আগে, বুধবার শরীফকে কুপিয়ে হত্যা করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ২
নিহত শরীফ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম ধামবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে।
আসামি মো. তরিকুল শেখ কালুখালী উপজেলার রুপসা বাজারের চাঁদ আলী শেখের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে কালুখালি উপজেলার রূপসা সুইচ গেট বাজার এলাকায় জদুর সেলুনের দোকানের সামনে শরীফ খানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শরীফের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর কালুখালী থানা পুলিশ নিবিড়ভাবে তদন্ত শুরু করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তরিকুল শেখকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে তরিকুল জানান, তিনি ও শরীফ একই বাজারে ব্যবসা করতেন। তরিকুল অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং এভাবে অনেক টাকা হেরেছেন।
আরও পড়ুন: খতনার সময় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক গ্রেপ্তার
তিনি পরিকল্পনা করেন, বিকাশের এজেন্ট শরীফকে হত্যা করে টাকা হাতিয়ে নেবেন। শরীফকে হত্যা করার জন্য তরিকুল তার চাচাতো ভাইয়ের ঘর থেকে দা সংগ্রহ করেন।
শরীফ রাতে বাড়িতে খাবার খেয়ে রূপসা বাজারের পাশে গাঁয়েবি মসজিদে ছেলেকে নিয়ে ওয়াজ মাহফিলে আসেন। বাবা-ছেলে দুইজন বসে ওয়াজ শোনার সময় তরিকুল তাকে ডেকে নিয়ে যান।
পুলিশ জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী রুপসা সুইচ গেট এলাকায় জদুর দোকানের সামনে আসামি তরিকুল তাকে দা দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করেন।
রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তরিকুল শেখ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আরও পড়ুন: ১৬ বছর আত্মগোপনে থেকে অবশেষে গ্রেপ্তার!
৯ মাস আগে
সিলেটে গ্রেপ্তার ১০: জুয়ার সরঞ্জাম জব্দ
সিলেটে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার নগরীর কলবাখানী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুই বান্ডিল তাস ও পাঁচ হাজার ৫১৫ টাকা জব্দ করার দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. জামাল মিয়া (৩২), মো. সজল মিয়া (৩৫), আছদ্দর আলী (৫২), মো. আবদুল হাই (৫৮), মো. আব্দুল গাফ্ফার (৩৫), রাফি আহমদ (১৯), রুবেল মিয়া (২২), খোরশেদ মিয়া (৪৫), দুলাল মিয়া (৩৫) ও মো. আসকর আলী (৩৩)।
আরও পড়ুন: কক্সবাজারে পিকআপের চাপায় ৫ ভাই নিহতের ঘটনায় সেই চালক আটক
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, কলবাখানীর জালালী ২১/১নং বাসার ভিতরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
তাদেরকে শনিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
২ বছর আগে
সিরাজগঞ্জে গ্রেপ্তার ২: জুয়ার সরঞ্জাম জব্দ
সিরাজগঞ্জের কাজীপুরে বুধবার অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার মাথাইলচাপড় গ্রামের মৃত শাহ জামালের ছেলে বিপ্লব (৪০) ও চালিতাডাঙ্গা গ্রামের মৃত মোকছেদ তালুকদারের ছেলে ফজলুল হক ওরফে ফিলিপ্স (৪৫)।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পুলিশ উপজেলার চালিতাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ এক হাজার ৯২০ টাকা উদ্ধারসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়া আইনে মামলার পর বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার
বিশ্বনাথে শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার
২ বছর আগে
মদ, ঘুষ হারাম না হালাল? লাইসেন্স থাকলে চলবে?
মদ, জুয়া, ইয়াবা, আইস, গাঞ্জা সবই হারাম। কিন্তু বিষয় হইলো আমাদের দেশে এগুলা খোরের সংখ্যা এতো বেশি যে গুইনা কূল করা যাইবো না। নেশাখোর কত এই দেশে? সরকার আম কাঁঠালের ফলনের হিসেব ভালো রাখে, কিন্তু নেশার খবর কম রাখে।
তবে এই দেশে বুড়া, পোলাপান অনেকেই এগুলা খায়। আমরা যারা ১৯৭১ এ তরুণ হিসেবে পার করছি তারা দেখছি, যুদ্ধের পর অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধের স্মৃতি ভুলতে নেশা করতো। তাদের মনোরোগ ছিল। চিকিৎসা ছিল না তাই আশ্রয় চাইছে নেশার ঘরে। এখন আমাদের বয়সীরা সব ভুইলা যায়, এমনকি যুদ্ধ হইছিল সেইটাও।
যোদ্ধার নেশা?
আমাদের এক বন্ধু ছিল, অসাধারণ যোদ্ধা। জানুয়ারি মাসে ঢাকা, তারপর ইউনিভার্সিটি, চা, আড্ডা, নেশা এবং প্রেম। সবগুলাই সামলানো যেত, কিন্তু শেষটা বড় দাহ করে। যেই মেয়ে তার সাথে কদিন ঘোরাঘুরি করতো, কয়দিন পর তাকে ছেড়ে যেতো। সে ছিল নেশাখোর, আড্ডাবাজ, বেকার।এমনকি তার গায়ে তখন যোদ্ধার গ্লামারটাও লাগে নাই। আমার বোন এমন করলেও আমি খুশি হতাম।
তারপর আমার বন্ধুর নেশার মাত্রা বাড়তেই লাগলো, জীবনের লাগাম ঢিলে হতে থাকলো। ১০ বছর পর কেবল নেশাখোর পরিচয় ছাড়া তার আর কিছুই রইলো না। বাবার অবস্থা ভালো ছিল তাই ভাড়া তুলে জীবন কাটালো। বিয়ে, বাচ্চা কাচ্চা সবই হলো। কিন্তু নেশা ছাড়লো না। পরে ট্যাবলেটের বদলে মদ খেত।
এই লোক কি হারামখোর ছিল ? সে তো যুদ্ধেও গেছে, জান দিতে গেছে, কারো কোনো ক্ষতি করেনি। সে খারাপ না ভালো লোক? সে কি হারাম খায় ? তার এক বিন্দু রুজিও হারাম নয়। অতএব .. সে কি খারাপ না ভালো ?
যে মানুষটা সারা দিন রিকশা টানে আর রাতে এক পুড়িয়া গাঞ্জা টানে আর যে লোক কোটি টাকার বিজনেস করে লাখ টাকার মদ খায় তারা কি সমান পাপের বাক্স হাতে দাঁড়ানো ?
মদ আর চুরি?
প্রতিদিন মদ উদ্ধারের খবর পাই মিডিয়া থেকে। যাদের বাসা থেকে এইসব পাওয়া যায় তাদের অবশ্যই খারাপ ভাবা হচ্ছে। কিন্তু এই শহরে কত স্থানে খুব হালাল পরিবেশে মদ পাওয়া যায়, তার হিসেব কি আছে? কতগুলো বার আছে ঢাকায়? গত ১০ বছরে খুব কম বড়োলোক পেয়েছি যে মদ খায় না। তবে কিনা তাদের লাইসেন্স আছে -মানে হালাল? মদ কই খেলো সেটা তাহলে আসল কথা, কাগজ থাকলে হালাল ?
কিন্তু যে পরিমাণ দুর্নীতি, ঘুষ কেলেঙ্কারি, চুরি হয় এবং এসব নিয়ে মিডিয়াতে ফলাও করে প্রতিবেদনও ছাপা হয়, তার পিছনে আমরা তো পড়ে নেই? দুর্নীতি নিয়ে কথা বলবো না। কিন্তু কতবার মানুষ ভাবে ঢাকার এতো বিলাসী জীবন হারামের না হালাল টাকায় চলে? এখন কি ঘুষ খাওয়ার লাইসেন্স দেয়া হবে?
আসলে আমরা দুর্নীতিকে হারাম মনে করি না। আমরা বেশির ভাগ হাইল্লা মানুষ, গ্রামের কালচার মানি। মক্তবে মৌলভী সাহেব বলেছেন, মদ খাওয়া হারাম, তা নিয়েই চলছি। ঘুষ খাওয়ার কথা নিয়ে তো উনি তেমন কিছু বলেননি। গ্রামের মানুষকে গ্রামে শান্তিতে থাকতে দিন।
লেখক: এডিটর এট লার্জ, ইউএনবি
৩ বছর আগে
চাঁদপুরে জুয়ায় হেরে ব্যবসায়ীকে হত্যা, প্রধান আসামি আটক
চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকার আলোচিত রেহান উদ্দিন মিজির (৫৫) হত্যাকাণ্ডের প্রধান আসামি খোরশেদ আলম (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রেহান মিজি বালু ও ড্রেজার ব্যবসায়ী। তার বাড়ি পাশ্ববর্তী শরিয়তপুর জেলার সখিপুর থানার তারাবণিয়ায়। অন্যদিকে আসামী খোরশেদের বাড়ি লক্ষীপুর জেলায়। সে পেশায় গরু ব্যবসায়ী।
আরও পড়ুন: চাঁদপুরে ধরা পড়ল বিরল প্রজাতির চিতা বিড়াল
জুয়া খেলায় হেরে গিয়ে প্রচণ্ড ক্ষোভে আসামি খোরশেদ রেহান মিজিকে নৃশংসভাবে গত ২৩ জুন নিজ বাসায় হত্যা করে বলে পুলিশ জানায়।
বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপার মিলন মাহমুদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
আরও পড়ুন: চাঁদপুরে আল-আরাফাহ ব্যাংকের ৫ লক্ষাধিক টাকা চুরি
হত্যার পর পলাতক খোরশেদ আলমকে চাঁদপুর শহরের প্রফেসর পাড়া সাধন গাজীর মেস থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার মিলন মাহমুদ জানানা, আসামির স্বীকারোক্তি ও তার দেওয়া তথ্য মতে খুনে ব্যবহৃত দা, মৃত ব্যক্তির রক্তমাখা লুঙ্গি, ১টি গেঞ্জি, তাস, ১টি লাইটার, সিগারেটের প্যাকেট ও ১টি নীল রঙ্গের মাস্ক আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
৩ বছর আগে
হাটহাজারীতে জুয়ার আসরে পুলিশের হানা, আটক ৫৬
চট্টগ্রামের হাটহাজারী থানার মদুনাঘাট নজুমিয়াহাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে গোপন খবরের ভিক্তিতে হাটহাজারীর মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সোহরাওয়ার্দী নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ফুটবলের বদলে জুয়ার আড্ডা, গ্রেপ্তার ১৯
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে শিকারপুর ইউনিয়নের নজুমিয়াহাট বাজারস্থ নজুমিয়া সওদাগরের বাড়িতে তামিমের ভাড়াঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫৬ জন জুয়ারিকে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ আটক করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় ইয়াবাসহ ৭ জুয়ারি আটক
আটকদের আজ (বৃহস্পতিবার) আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
৩ বছর আগে
চট্টগ্রামে ফুটবলের বদলে জুয়ার আড্ডা, গ্রেপ্তার ১৯
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এম.এ. আজিজ স্টেডিয়ামস্থ রেফারি সমিতির অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলারত ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৮ প্যাকেট তাস (প্লেইং কার্ড) ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ পৌনে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।
বুধবার তাদের আদালতে তোলা হবে। মঙ্গলবার রাতে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস ভবনের দ্বিতীয় তলায় কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান চালায়।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, দীর্ঘ দিন ধরে একটি চক্র স্টেডিয়াম এলাকাকে জুয়াসহ নানা অপরাধের নিরাপদ ঘাটি বানিয়েছিল। মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে স্টেডিয়াম রেফারি সমিতির অফিস সংলগ্ন ‘চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমী’র অফিস কক্ষে টাকার বিনিময়ে জুয়া খেলারত ১৯ জনকে আটক করা হয়। অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত ৮ প্যাকেট তাস ও ৬ লাখ ৭৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
আরও পড়ুন : সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জুয়াড়িরা বিল্ডিংয়ের ছাদে, প্রবেশ মুখে, পিছনে ও বিভিন্ন অলি গলিতে লোক দিয়ে পাহারা বসিয়ে জুয়ার আসর বসায় বলে স্বীকার করে।
আরও পড়ুন:অস্ত্রসহ জয়পুরহাটে চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের ২ সদস্য আটক
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইকবাল (৩৬), আকবর হোসেন (২৭), তৌহিদুল ইসলাম (৩৬), মো. আব্বাস (৪২), মো. করিম (৩০), মো. সোহাগ (২৯), মো. তৌহিদুল আলম (৪১), মো. হেলাল উদ্দিন (৬৩), মো. ফরিদ (৩৫), মো. মাহমুদুল হক (৩০), মো. সুমন (৩০), মো. মনছুর (৩০), মো. কাইয়ুম (৪০), মো. মুসলিম উদ্দীন (৩৮), মো. রানা (৪০), মো. বাবুল (৩৫), মো. জসীম উদ্দীন (৩৮), মো. রুবেল উদ্দীন (৩২) এবং এমরান উদ্দীন (৫০)।
৩ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ১৩ জুয়াড়ি আটক
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ১৩ জুয়াড়িকে আটক করেছে র্যাব।
৩ বছর আগে
চট্টগ্রামে অনলাইনে জুয়া: প্রধান হোতাসহ আটক ১৬
চট্টগ্রাম, ১৩ ফেব্রুয়ারি (ইউএনবি)- চট্টগ্রামে অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার প্রধান হোতাসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।
৪ বছর আগে
তাস দিয়ে জুয়া খেলায় আ’লীগ নেতাসহ আটক ১২
পাবনা, ২৪ অক্টোবর (ইউএনবি)- আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমসহসহ ১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৫ বছর আগে