যুবদল
লালমনিরহাটে যুবদলের দুই নেতা বহিষ্কার
শৃঙ্খলা ভঙ্গের জন্য লালমনিরহাটে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) আদিতমারী উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়। এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন আদিতমারী উপজেলা যুবদলের আহ্বায়ক এ এইচ এম ইদ্রিস আলী ও সদস্য সচিব হাসানুল।
বহিষ্কৃতরা হলেন—উপজেলার ভাদাই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন ও ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এরশাদ মিয়া।
আদিতমারী উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার বলেন, ‘গোলজার হোসেন ও এরশাদ মিয়াকে বহিষ্কার করা হয়েছে। তাদের সঙ্গে কোনো যোগাযোগ না করতে যুবদলের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’
৪৪ দিন আগে
রাজধানীতে যুবদলের পদবঞ্ছিতের বিক্ষোভ
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নবগঠিত কমিটির পদবঞ্ছিত নেতাকর্মীরা রাজধানীতে বিক্ষোভ করেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করে ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন তারা। এসময়ে তারা অবিলম্বে যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান। এ দাবিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর স্মারকলিপি দেন পদবঞ্ছিতরা।
তাদের অভিযোগ, অনেক জ্যেষ্ঠ নেতাদের কমিটিতে রাখা হয়নি। অযোগ্য ও ব্যক্তিগত পছন্দের নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।
মিছিলে অংশ নিয়েছেন, দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরটি মামুন, আসিফুর রহমান বিপ্লব, মো. জিন্নাহ, জাকির হোসেন বাবু, আতাউর রহমান, সাবেক সদস্য ইমরান খান ইমন, আলমগীর হোসেন প্রমুখ।
আরও পড়ুন: জাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কমিটি গঠন করা হয়। এতে অনেক ত্যাগী ও যোগ্য নেতাকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
পদবঞ্চিতরা বলেন, দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তার অনুগতদের দিয়ে কমিটি করেছে। নয়নের বিরুদ্ধে ৫ আগস্টের পর দিলকুশায় ইসলামী ব্যাংক দখলের অভিযোগ আছে। তার উপস্থিতিতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে ভাংচুরও করা হয়।
৭২ দিন আগে
ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা রক্ষা করবে যুবদল: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র-জনতা যে স্বাধীনতা অর্জন করেছে, তা কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা রক্ষা করবে যুবদল।
সোমবার (২৮ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: বর্তমান সরকারের সংস্কার অনুসরণ করে হবে ভবিষ্যৎ সংস্কার: ডা. মঈন খান
মঈন খান বলেন, লুটপাট-চুরি নয়, শৃঙ্খলা-সততা আর দেশপ্রেমিক রাজনীতি করে বাংলাদেশকে সম্মানের দেশ হিসেবে পরিচিত করতে হবে।
তিনি আরও বলেন, এজন্য যুবদলের সদস্যদের প্রশিক্ষিত হবার পাশাপাশি ন্যায়-নীতি আর নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হবে।
পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমদে খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহেন শাহ শানু, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান,উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন ভুইয়া, যুগ্ম আহ্বায়ক মাসুদ খান প্রমুখ।
আরও পড়ুন: আওয়ামী লীগ সরকারের একমাত্র সাফল্য অর্থ পাচার: মঈন খান
১৮৫ দিন আগে
যুবদলের ২ কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুবদলের ২ কর্মী হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে দিবাগত রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শিয়ালকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শেখ সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন ও শিয়ালকোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শিবনাথপুর গ্রামের বাসিন্দা আলম শেখ।
আরও পড়ুন: নাগেশ্বরীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন: গ্রেপ্তার ২
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, শনিবার রাত ৯টার দিকে সমাজকল্যাণ মোড় থেকে ছাত্রলীগ নেতা লিমনকে ও গভীর রাতে শাহজাদপুর থেকে ইউপি চেয়ারম্যান শেখ সেলিমকে এবং আলম শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শেখ সেলিম ও যুবদলকর্মী সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন। এছাড়া আলম শেখকে যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে আলম শেখকে শনিবার বিকালে এবং অপর দুজনকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তার
১৮৬ দিন আগে
মুন্নাকে সভাপতি ও নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কমিটি ঘোষণা
দল ও এর সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিএনপি তাদের যুব শাখা জাতীয়তাবাদী যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি গঠন করেছে।
আগের কমিটি বিলুপ্তির ২৫ দিনের মাথায় মঙ্গলবার (৯ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।
যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয়েছে আবদুল মোনায়েম মুন্নাকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম নয়ন।
আগের কমিটিতে মুন্না সাধারণ সম্পাদক এবং নয়ন সহসভাপতির দায়িত্ব পালন করেন।
নতুন আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।
পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি পরে ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১৪ জুন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয় বিএনপি।
এর আগে ২০২২ সালের ২২ মে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের আট সদস্যের আংশিক কমিটি গঠন করেছিল দলটি।
এর ৯ মাস পর ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি দলের পক্ষ থেকে ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় যুব কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ৪ মহানগর ও কেন্দ্রীয় যুবদল কমিটি ভেঙে দিয়েছে বিএনপি
২৯৬ দিন আগে
কুমিল্লায় যুবদলের ২ গ্রুপের সংঘর্ষ, ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
কুমিল্লায় যুবদলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধসহ আহত হয়েছেন তিনজন।
গুলিবিদ্ধ ফখরুল ইসলাম তুহিন নগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক বলে জানা গেছে।
তুহিন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ উদ্দিন রিয়াদের সমর্থক বলে জানা গেছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রূপগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ও গুলিবিদ্ধ ৮
এ ঘটনায় সোমবার (৩ জুন) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় রিয়াদের আরেক সমর্থক কবির হোসেন একটি মামলা দায়ের করেছেন।
কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, গত রমজানে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুর মাথা ফাটিয়ে দেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ উদ্দিন রিয়াদ।
এ ঘটনায় রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়। রবিবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর সে কান্দিরপাড়ে আনন্দ মিছিল করছিল। এটি নিয়ে শিবলুর সঙ্গে তার ঝামেলা বাধে। আমরা দেরিতে বিষয়টি জানতে পারি। আগে জানলে ঘটনাটি মিটমাট করে দিতাম।
আরও পড়ুন: গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
৩৩২ দিন আগে
গাজীপুরে ট্রেন লাইনচ্যুত: যুবদল নেতা ও সহযোগী গ্রেপ্তার
১৩ ডিসেম্বর গাজীপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় এক যুবদল নেতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তারেরা হলেন- জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বর্তমান যুবদল নেতা মো. ইখতিয়ার রহমান কবির এবং ঢাকার লালবাগ থানা এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ও যুবদল নেতা মো. ইমন হোসেন।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে রেললাইন কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (সিটিটিসি) অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
দুজনকেই আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কা: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
রবিবার সন্ধ্যায় রাজধানীর শনিরআখড়া কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ।
এই ঘটনার জেরে ২৬ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।
অতিরিক্ত কমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির ঢাকার ডেমরা, যাত্রাবাড়ী, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও বংশাল এলাকায় গাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দেন বলে স্বীকার করেছেন।
ডিএমপি কর্মকর্তা বলেছেন, তিনি ৮টি ঘটনার দায় স্বীকার করেছেন। যেগুলোয় এই এলাকায় অগ্নিসংযোগের পরিকল্পনা, নির্দেশ ও অর্থায়ন করা হয়েছিল।
এছাড়া বংশাল থানা এলাকায় বাসে অগ্নিসংযোগের সময় গ্রেপ্তার মো. জামাল হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইখতিয়ার রহমান কবিরের নামও উঠে এসেছে।
আরও পড়ুন: হবিগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
যশোরে ট্রেনের ধাক্কায় নিহত ২
৪৯৩ দিন আগে
রাজধানীতে চার সহযোগীসহ যুবদল নেতা গ্রেপ্তার
ঢাকার কেরাণীগঞ্জ ও মোহাম্মদপুর এলাকা থেকে রবিবার (১৯ নভেম্বর) আদাবর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব শেখসহ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার বাকিরা হলেন- মো. মাসুম (৩২), মো. আলমগীর (৩৮), মো. রাসেল (৩৮) ও মো. জাহাঙ্গীর আলম (৫৫)।
এদের মধ্যে রাকিব ও জাহাঙ্গীরকে কেরাণীগঞ্জ এবং বাকিদের মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া উইং) শিহাব করিমের সই করা র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ডের সব ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন রাকিব। ধানমন্ডি ও নিউমার্কেট এলাকাসহ ঢাকার কয়েকটি থানায় আটটি মামলার আসামি তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে অস্ত্রসহ স্থানীয় যুবদল নেতা গ্রেপ্তার
এ ছাড়া, গত কয়েকদিন ধরে অবরোধ ও হরতাল চলাকালে যুবদল নেতা রাকিবের নেতৃত্বে মাসুম, আলমগীর, রাসেল, জাহাঙ্গীর রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে এলিট ফোর্সের সদস্যরা রবিবার মোহাম্মদপুর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, ৫ যুবদল-ছাত্রদল নেতাকর্মী আটক
চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবদলের মধ্যে সংঘর্ষ, আহত ৫
৫২৮ দিন আগে
সিলেটে ‘পুলিশের ধাওয়ায়’ যুবদল নেতার মৃত্যুর অভিযোগ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অবরোধ চলাকালে পুলিশের ধাওয়ায় এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিএনপির দাবি, পুলিশের গাড়িচাপায় আহত হয়ে পুলিশ হেফাজতেই তার মৃত্যু হয়েছে।
তবে পুলিশ বলছে, দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সিলেটে কনস্টেবলের মিস ফায়ারে ওসি আহত
নিহত জিল্লুর রহমান দিলু গোলাপগঞ্জ উপজেলার ইলাইগঞ্জ গ্রামের মৃত ইলিয়াস মিয়ার ছেলে এবং গোলাপগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
এদিকে, পুলিশের ধাওয়া খেয়ে এক কর্মী নিহতের জেরে বুধবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। মঙ্গলবার সন্ধ্যায় এ হরতালের ডাক দেওয়া হয়।
হরতালের তথ্য নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পুলিশ হেফাজতে যুবদল কর্মী জিল্লুর রহমান নিহতের জেরে যুবদল বুধবার সিলেটে হরতাল ডেকেছে। আমরা এতে নৈতিক সমর্থন জানিয়েছি। এছাড়া হরতালের পাশপাশি বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানান, অবরোধ কর্মসূচি পালন করতে সকালে মোটরসাইকেল নিয়ে দক্ষিণ সুরমার লালাবাজার যান গোলাপগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান। এ সময় পুলিশের একটি গাড়ি ধাওয়া দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন দুজন। পরে জিলুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আনা হয়। বেলা দুইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর আসে।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ জানান, জিল্লুরকে গুরুতর আহত অবস্থায় পুলিশ আটক করে নিয়ে যায়। এরপর তার মৃত্যুর খবর এসেছে।
জিল্লুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে তাকে আটকের অভিযোগ অস্বীকার করে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, সকালে জিল্লুরসহ কয়েকজন লালাবাজার এলাকায় পিকেটিং করছিলেন। এসময় পুলিশ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে দ্রুত পালানোর সময় জিল্লুরের মোটরসাইকেল একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিল্লুর মারা যান।
আরও পড়ুন: সিলেটে বিএনপি-জামায়াতের ৭ কর্মী আটক, আহত ৫ পুলিশ সদস্য
সিলেটে ৩ শিবিরকর্মী গ্রেপ্তার
৫৪৮ দিন আগে
নয়াপল্টনে সহিংসতায় যুবদল নেতা নিহত, বিএনপির এক হাজারের বেশি নেতা-কর্মী আহত: ফখরুল
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে 'পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলায়' যুবদলের এক নেতা নিহত ও এক হাজারের বেশি বিরোধী দলীয় নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
মুগদা থানা যুবদল নেতা শামীম মোল্লা ‘পুলিশের গুলিতে’ নিহত হয়েছেন বলে শনিবার এক বিবৃতিতে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বিএনপির মহাসমাবেশে পরিকল্পিতভাবে হামলা ও গুলি করে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা শামীম নিহত হয়েছেন।’
যুবদল নেতা হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এই নেতা।
আরও পড়ুন: রবিবার সারাদেশে হরতালের ডাক দিল বিএনপি
এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি।
ফখরুল আরও বলেন, সহিংসতায় অনেক গণমাধ্যমকর্মীও আহত হয়েছেন।
তিনি বলেন, আহত বিরোধী দলীয় নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির এই নেতা আরও দাবি করেন, শনিবার থেকে তাদের দলের তিন শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
তিনি বলেন, গত কয়েকদিনে মহাসমাবেশকে কেন্দ্র করে দুই হাজারের বেশি বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: রাজধানীর কাকরাইলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতা-কর্মীরা: ডিবি
এদিকে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন জানান, নয়াপল্টনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শামীম আহত হন এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
তবে পুলিশ জানায়, পেশায় গাড়িচালক শামীম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাজারবাগ পুলিশ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও হাসপাতালের পরিচালক রেজাউল হায়দার বলেন, শামীম সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছে
৫৫০ দিন আগে