বিষাক্ত মদ
ভারতের হরিয়ানায় বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু
উত্তর ভারতের হরিয়ানা রাজ্যে সন্দেহভাজন বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
স্থানীয় টিভি নিউজ চ্যানেল এনডিটিভি জানিয়েছে, ‘হরিয়ানায় সন্দেহভাজন বিষাক্ত মদ খেয়ে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে।’
মৃতদের মধ্যে উত্তরপ্রদেশের দুই অভিবাসী শ্রমিকও রয়েছে। তারাও মদ পান করেছিল।
বুধবার হরিয়ানার রাজধানী চণ্ডিগড় থেকে প্রায় ১০৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে যমুনানগর জেলার মান্দেবাড়ি ও পাঞ্জেতা কা মাজরা নামের গ্রাম দুটি থেকে এই মৃত্যুর খবর পাওয়া গেছে।
এনডিটিভি চ্যানেলের তথ্যমতে, যমুনানগরের সারান গ্রাম এবং পার্শ্ববর্তী আম্বালা জেলার ফুসগড় গ্রাম থেকে আরও মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: ভারতের সিকিমে বন্যায় নিহত বেড়ে ৪৭
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ আম্বালার একটি পরিত্যক্ত কারখানায় তৈরি ২০০ ক্রেট জাল মদ বাজেয়াপ্ত করেছে। এগুলো যমুনানগরে সরবরাহ করার জন্য রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, ‘পুলিশ ১৪টি খালি ড্রাম এবং অবৈধ মদ তৈরিতে ব্যবহৃত উপকরণ জব্দ করেছে। পুলিশ বিষাক্ত মদ উৎপাদনকারীদের গ্রেপ্তারে এবং উৎপাদনের সময় খুঁজে বের করতে অনুসন্ধান চালাচ্ছে।’
ভারতে প্রায়ই নকল মদ পানে মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। দেশটির বহু মানুষ এখনও সস্তায় দেশীয় মদ পান করে।
আরও পড়ুন: ভারতের হিমালয়ের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ৩১ জনের মৃত্যু
ভারতের সিকিমে আকস্মিক বন্যায় নিহত ১৪, নিখোঁজ শতাধিক
৫৪০ দিন আগে
কুষ্টিয়ায় ‘বিষাক্ত মদ’ পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৫
কুষ্টিয়া সদর উপজেলায় সোমবার ভোরে ‘বিষাক্ত মদ’ পান করে তিনজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।
নিহতরা হলেন-সদর উপজেলার মো. শাহীন (৪৭) ও মো. রতন (২১) এবং ভেড়ামারা উপজেলার সিফাত উল্লাহ (২৭)।
আরও পড়ুন: বগুড়ায় ‘বিষাক্ত মদ পানে’ ৬ জনের মৃত্যু
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, রবিবার রাতে বিষাক্ত মদ পান করে আটজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে আজ ভোরে তিনজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, তবে এখনো কোনো অভিযোগ হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ভারতে বিষাক্ত মদ পানে ২৮ জনের মৃত্যু, ৬০ জন অসুস্থ
বগুড়ায় মদ পানে ব্যবসায়ীর মৃত্যু
৭৪১ দিন আগে
ভারতে বিষাক্ত মদ পানে ২৮ জনের মৃত্যু, ৬০ জন অসুস্থ
ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও বোটাদ জেলায় বিষাক্ত মদ পান করে অন্তত ২৮ জন মারা গেছেন এবং ৬০ জন অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মুকেশ পারমার বলেছেন, গুজরাটের আহমেদাবাদ ও বোটাদ জেলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। ওই স্থানে মদের উৎপাদন, বিক্রয় এবং সেবন নিষিদ্ধ। মদে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গুজরাট রাজ্যের পুলিশ প্রধান আশিস গুপ্তা বলেছেন, বিষাক্ত অ্যালকোহল বিক্রির সঙ্গে জড়িত সন্দেহভাজনদের আটক করা হয়েছে।
ভারতে প্রায়ই অবৈধভাবে তৈরি বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনা ঘটে। সস্তা মদের কার্যকারিতা বাড়ানোর জন্য অবৈধভাবে এগুলোতে কীটনাশকের মতো রাসায়নিক দ্রব্য মেশানো হয়।
অবৈধ মদও ভারতজুড়ে একটি বিশাল লাভজনক শিল্পে পরিণত হয়েছে। মাদকবিক্রেতারা এসব মদের জন্য কোনো কর দেয়না এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তারা সস্তায় এসব মদ বিক্রি করে থাকে।
২০২০ সালে ভারতের উত্তরাঞ্চলের পাঞ্জাব রাজ্যে বিষাক্ত মদ পান করে কমপক্ষে ১২০ জন মারা যায়।
আরও পড়ুন: ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১৩
ভারতে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
১০১৩ দিন আগে
বগুড়ায় মদ পানে ব্যবসায়ীর মৃত্যু
বগুড়া সদরে বিষাক্ত মদ পানে আদম আলী ওরফে পেস্তা (৩০) নামের এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রবিবার রাতে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
মৃত পেস্তা বগুড়া শহরের ধরমপুর মসজিদ পাড়ার মৃত ইউনুছ মেম্বারের ছেলে।
আরও পড়ুন: থার্টি ফার্স্ট নাইট: অতিরিক্ত মদ পানে রাজশাহীতে ৩ জনের মৃত্যু
জানা গেছে, শনিবার রাতে তিনি মদপান করে বাড়ি ফেরেন। রাতেই তিনি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি গোপন করে বাড়িতেই চিকিৎসা দেয়া হয়। রবিবার সন্ধ্যার দিকে পেস্তা অচেতন হয়ে পড়লে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন:খুলনায় ‘অতিরিক্ত মদ পানে’ ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই হাসপাতালে
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান জানান, অচেতন অবস্থায় আদম আলী নামের একজন হাসপাতালে ভর্তি হয়। তার পরিবারের সদস্যরা ভর্তির সময় জানিয়েছেন অ্যালকোহল জাতীয় মদ পানে তিনি অসুস্থ হন।
আরও পড়ুন:বিরামপুরে চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
বগুড়া সদর থানার এসআই মঞ্জুরুল হক ভূঞা বলেন, অ্যালকোহল পানে মৃত্যুর অভিযোগ ওঠায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, এখনও আমরা নিশ্চিত নই আদম আলী ঠিক কি কারণে মারা গেছেন। তবে তার হার্ট ও কিডনি জনিত সমস্যা ছিল। তবে সে আগে থেকেই মাদক সেবন করতেন বলে তার পরিবার জানিয়েছে।
১৪৪১ দিন আগে
কুষ্টিয়ায় ‘বিষাক্ত মদপানে’ ৩ যুবকের মৃত্যু
কুষ্টিয়ায় বিষাক্ত মদপান করে মঙ্গলবার দিবাগত রাতে তিন যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
১৬৪৯ দিন আগে
পাবনায় ‘বিষাক্ত মদ’ পানে ২ কলেজছাত্রের মৃত্যু
পাবনায় জন্মদিনের উৎসবে ‘বিষাক্ত মদ’ পানে শুক্রবার ভোর রাতে দুই কলেজছাত্র মারা গেছেন।
১৭১০ দিন আগে
ঝিকরগাছায় ৬ জনের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে বিষাক্ত মদ!
ঝিকরগাছায় সর্বশেষ ২৪ ঘণ্টায় অন্তত ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
১৭৮২ দিন আগে