বিপিএল
উন্মোচিত হলো বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিপিএলের আসন্ন আসর নিয়ে মহাপরিকল্পনা সাজিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের অংশ হিসেবে রবিবার (০১ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী এই আয়োজনের মিডিয়া লঞ্চিং প্রোগ্রামে তারুণ্যের উৎসব ২০২৫-এর লোগো এবং আসন্ন বিপিএলের অফিশিয়াল মাসকট ‘ডানা ৩৬’ উন্মোচন করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এসময় উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্রসংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসবের মূল লক্ষ্য। এই আয়োজন সফল করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।
তিনি বলেন, শোককে শক্তিতে রূপান্তর করার জন্য ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক স্লোগান নিয়ে আয়োজিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫, যা অনুষ্ঠিত হবে এ বছরের ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন: বিপিএলের সূচি প্রকাশ
আসিফ মাহমুদ বলেন, আমরা সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় সবসময় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করতে চাই। তাদের ত্যাগের স্পৃহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই। খেলাধুলা আমাদের ঐক্যবদ্ধ করে, বিশেষ করে ক্রিকেট আমাদের ঐক্যবদ্ধ করে। ভিন্ন ক্ষেত্রে যতই মতভেদ থাকুক না কেন, খেলাধুলার ক্ষেত্রে আমরা সবাই একত্রিত হয়ে যাই।
‘ডানা ৩৬’ মাসকটটি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা ও ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে।
পায়রার আকৃতির ৩৬টি রঙিন পালকবিশিষ্ট এই মাসকটটি শান্তি, স্থিতিস্থাপকতা এবং জাতির শক্তি ও ঐক্যের প্রতীক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মিজ্ লামিয়া মোরশেদ, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তাদের পাশাপাশি নারী ক্রিকেট দলের সদস্য এবং ফুটবলসহ অন্যান্য ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা ও খেলোয়াড়রা অনুষ্ঠানটিকে রঙিন করে তোলেন।
আরও পড়ুন: বিপিএলে সাকিবকে পাওয়া নিয়ে সংশয়ে রংপুর
২ সপ্তাহ আগে
বিপিএল: সিলেটে গেলেন মাশরাফি, মাহমুদউল্লাহ থাকছেন বরিশালে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে সিলেটে খেলছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন বরিশালে।
সোমবার বিপিএল প্লেয়ার্স ড্রাফট শেষে নিজেদের দলগুলোকে গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আগামী ২৭ ডিসেম্বর বিপিএলের ১১তম আসর শুরু হতে যাচ্ছে। এ আসরে নবাগত দল দুর্বার রাজশাহীসহ মাঠে নামবে সাতটি দল।
গত মৌসুমে সিলেট স্ট্রাইকার্সে খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। এবার তাকে ধরে না রাখায় প্রাথমিকভাবে সিলেট স্ট্রাইকার্সে তিনি থাকবেন কি না এ নিয়ে সংশয় ছিল। পরে তাকে দলে নিয়ে নিল স্ট্রাইকাররা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে যোগ দিয়েছেন সদ্য টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আরও পড়ুন: বিপিএলে সাকিবকে পাওয়া নিয়ে সংশয়ে রংপুর
সব দলই সরাসরি চুক্তি ও ধরে রাখা খেলোয়াড়দের নিয়ে দল গুছিয়ে নিয়েছে।
এবার স্থানীয় তারকাদের পাশাপাশি বেশ সংখ্যক আন্তর্জাতিক খেলোয়াড় বিপিএলে আসছেন।
এবারের আসরে অংশ নেবেন মঈন আলী, থিসারা পেরেরা, কাইল মেয়ার্স, ডেভিড মালান, জনসন চার্লস ও অ্যালেক্স হেলসের মতো তারকারা।
বিপিএল প্লেয়ার্স ড্রাফট অনুযায়ী কোন দলে খেলবেন কারা-
ঢাকা ক্যাপিটালস
মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন, থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব ও আমির হামজা।
চিটাগং কিংস
সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।
দুর্বার রাজশাহী
এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, সাদ নাসিম ও লাহিরু সামারাকুন।
ফরচুন বরিশাল
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা ও নান্দ্রে বার্গার।
খুলনা টাইগার্স
মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান, ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি ও মোহাম্মদ নেওয়াজ।
রংপুর রাইডার্স
মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সৌম্য সরকার, নুরুল হাসান, মেহেদী হাসান, সাইফ হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান, অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার।
সিলেট স্ট্রাইকার্স
মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি ও রিস টপলি।
আরও পড়ুন: বিপিএল ২০২৪ ফাইনাল: প্রথমবারের মতো কুমিল্লার বিপক্ষে মাঠে বরিশাল
২ মাস আগে
বিপিএল ২০২৪ ফাইনাল: প্রথমবারের মতো কুমিল্লার বিপক্ষে মাঠে বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) - ২০২৪ এর ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
শুক্রবার ঢাকায় শিরোপা জয়ের লড়াইয়ে এ সিদ্ধান্ত নেন তিনি।
এর আগের চারটি ফাইনালের দারুণ রেকর্ড নিয়ে কুমিল্লা এবার আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নেমেছে। অন্যদিকে বরিশালের এটি চতুর্থ ফাইনাল হলেও এখনো তারা প্রথম বিপিএল শিরোপা জেতার অপেক্ষায়। (বিপিএলের ইতিহাসে বরিশালের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মাঠে নেমেছে; এটি ফরচুন ফ্র্যাঞ্চাইজির জন্য দ্বিতীয় ফাইনাল।)
আরও পড়ুন : বিপিএল ফাইনালের টিকিট নিয়ে হুড়োহুড়ি
ভিক্টোরিয়ান্সরা তাদের লাইনআপে মুশফিক হাসানের জায়গায় মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে এনেছে। তিনি মাত্রই মাথার চোট থেকে সেরে উঠেছেন। অন্যদিকে ফাইনালে কোনো পরিবর্তন না এনেই মাঠে নেমেছে বরিশাল।
এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে ওঠা বরিশালের।
শুরুর দুই ঘণ্টা আগে থেকেই হাজার হাজার দর্শকের ভিড়ে মুখর ছিল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। কুমিল্লা ও বরিশাল উভয়েরই বিপুল সংখ্যক ফ্যান রয়েছে, যা ফাইনালের উত্তেজনা বাড়িয়ে তোলে।
আরও পড়ুন : বিপিএলকে 'সার্কাস' বললেন বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে
৯ মাস আগে
বিপিএলকে 'সার্কাস' বললেন বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বছরের পর বছর ধরে সমালোচিত হলেও বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ এটিকে 'সার্কাস' আখ্যা দিয়ে আরও একধাপ এগিয়ে গেছেন।
সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিপিএল নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, 'কিছু নিয়মনীতি থাকা দরকার।’
তিনি বলেন, ‘একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে এবং এরপর আরেকটা টুর্নামেন্ট খেলছে। এটা একটা সার্কাসের মতো।’
আরও পড়ুন: বিপিএল: অনুশীলনে মাথায় চোট পেয়েছেন মুস্তাফিজ
বাংলাদেশে ‘যথাযথ টি-টোয়েন্টি টুর্নামেন্ট না হওয়ায়’ হতাশা প্রকাশ করেছেন হাথুরুসিংহে। তিনি বলেন, 'এটা শুনতে খুব অদ্ভুত লাগছে, কিন্তু যখন আমি বিপিএল দেখি, তখন মাঝে মাঝে টিভি বন্ধ করে রাখি। কিছু খেলোয়াড় এই শ্রেণিরই নয়। বর্তমান সিস্টেম নিয়ে আমার একটা বড় সমস্যা আছে।’
বাংলাদেশের এই কোচ এমন একটি টি-টোয়েন্টি ইভেন্টের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন, যেখানে বাংলাদেশি বোলাররা ডেথ ওভারে বোলিং অনুশীলন করতে পারে এবং যেখানে বাংলাদেশি ব্যাটসম্যানরা টপ অর্ডারে ব্যাটিংয়ের অভিজ্ঞতা অর্জন করতে পারে।
হাথুরুসিংহে আরও বলেন, 'একটি ফ্র্যাঞ্চাইজি যা চায় তাই করে। তিনি বলেন, 'আমার সেরা কিছু খেলোয়াড় বিপিএল খেলছে না। তাহলে আপনি কীভাবে আশা করেন যে বাংলাদেশ দল অন্য দলগুলোর সঙ্গে থাকবে? আমি একটা কঠিন যুদ্ধ করছি।’
আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকায় এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের মধ্য দিয়ে প্লে-অফে প্রবেশ করেছে বিপিএল ২০২৪। বিপিএলের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।
হাথুরুসিংহে মনে করেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আসল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে মাঠে, তবে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আন্ডারডগ হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা টি-টোয়েন্টি দল হিসেবে উন্নতি করছি। সত্যি বলতে, আমরা আন্ডারডগ। এটা আমাদের জন্য ভালো চ্যালেঞ্জ। আমি এখনও আত্মবিশ্বাসী যে আমরা তাদের সঙ্গে ভালো লড়াই হবে। বিশ্বকাপের আগে, এই সিরিজের পর আমরা বুঝতে পারব আমরা কোথায় আছি।’
আরও পড়ুন: দ্বিতীয় টি-টোয়েন্টি: নিউজিল্যান্ডকে ৭২ রানে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
বিসিবির নারী বিভাগের নতুন প্রধান হাবিবুল বাশার
৯ মাস আগে
বিপিএলের উদ্বোধনী ম্যাচে শরিফুলের হ্যাটট্রিক
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে স্পটলাইটে এসেছেন দুর্দান্ত ঢাকার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলামের হাত ধরে প্রথম ম্যাচেই এল হ্যাটট্রিক। এদিকে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা।
আরও পড়ুন: বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকার সিদ্ধান্ত তামিম নিজেই নিয়েছেন: মাশরাফি
কুমিল্লার ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে কুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান শরিফুল ইসলাম।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) দশম আসরের সপ্তম হ্যাটট্টিকের রেকর্ড এটি। এর আগেরটিই করেছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরীর।
আরও পড়ুন: ক্রিকেটার নাসির ২ বছরের জন্য নিষিদ্ধ: আইসিসি
বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে হ্যাটট্রিক করেছেন আন্দ্রে রাসেল, ওয়াহাব রিয়াজ, আলিস ইসলাম, আল আমিন হোসেন ও মোহাম্মদ সামি।
বিপিএল ২০২৪- এর উদ্বোধনী ম্যাচে ঢাকা ৬ উইকেটে ১৪৩ রানে ভিক্টোরিয়ান্সকে আটকে দেয়। এছাড়া ইমরুল কায়েস ৬৬ ও তৌহিদ হৃদয় ৪৭ রান করেন।
আরও পড়ুন: ঢাকার জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম
ঢাকার হয়ে শরিফুল ৩টি ও তাসকিন আহমেদ ২টি উইকেট নেন।
ভিক্টোরিয়ান্স চারটি বিপিএল শিরোপা নিয়ে গর্ব করলেও দুর্দান্ত ঢাকা অভিষেক করছে এবারের আসরে।
আরও পড়ুন: বিপিএলের দিকে নজর রেখে প্রস্তুতি নিচ্ছেন তামিম
১১ মাস আগে
ঢাকার জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) যাত্রা শুরু করেছে অভিষিক্ত দুর্দান্ত ঢাকা।
ঢাকার জয়ের মধ্য দিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম।
আরও পড়ুন: আইপিএলে সুযোগ না পেলেও বিপিএল নিয়ে আশাবাদী তাসকিন
টস জিতে ঢাকা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ভিক্টোরিয়ান্সকে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রানে আটকে দেয়।
ভিক্টোরিয়ান্সের পক্ষে ইমরুল কায়েস ৬৬ ও তৌহিদ হৃদয় ৪৭ রান যোগ করেন। ইনিংসের শেষ ৩ বলে নিজের প্রথম হ্যাটট্রিক করে লাইমলাইটে আসেন শরিফুল ইসলাম।
ঢাকার হয়ে শরিফুল ৩টি ও তাসকিন আহমেদ ২টি উইকেট নেন।
জবাবে ৫ উইকেট ও ৪ বল হাতে রেখে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে সফল হয় ঢাকা।
আরও পড়ুন: ক্রিকেটার নাসির ২ বছরের জন্য নিষিদ্ধ: আইসিসি
প্রথম উইকেটে মোহাম্মদ নাঈম ও দানুশকা গুনাথিলাকার ১০০ রানের জুটি ঢাকার জয়ের মঞ্চ তৈরি করে দেয়। নাঈম ৪০ বলে ৫২ ও দানুশকা ৪১ রান করেন। ২৪ রান যোগ করেন ইরফান শুক্কুর।
কুমিল্লার হয়ে তানভীর আহমেদ ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নিলেও পরাজয় এড়াতে ব্যর্থ হয় তারা।
বিপিএলের প্রথম ম্যাচে স্টেডিয়ামে প্রায় পূর্ণ দর্শক উপস্থিতি দেখা গেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।
আরও পড়ুন: বিপিএলের দিকে নজর রেখে প্রস্তুতি নিচ্ছেন তামিম
১১ মাস আগে
বিপিএলের দিকে নজর রেখে প্রস্তুতি নিচ্ছেন তামিম
বাংলাদেশের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন।
তাই সোমবার (৮ জানুয়ারি) তামিম ইকবালকে মিরপুরের ইনডোর ফ্যাসিলিটিতে অনুশীলন করতে দেখা গেছে।
তামিম ইকবাল শেষ ব্যাটিং করেছেন প্রায় তিন মাস হয়ে গেছে।
আরও পড়ুন: বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকার সিদ্ধান্ত তামিম নিজেই নিয়েছেন: মাশরাফি
তার ফিটনেস নিয়ে উদ্বেগের কারণে এশিয়া কাপ, বিশ্বকাপ ও টাইগারদের হয়ে আরও বেশ কয়েকটি ম্যাচে অনুপস্থিতি ছিলেন। যা তার জন্য ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার চ্যালেঞ্জ তৈরি করেছে।
এরই মধ্যে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এটি জাতীয় দল থেকে তার দূরে সরে যাওয়ার ইঙ্গিত দেয়।
গত বছর (২০২৩ সালে) ফিটনেস সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়া তামিম প্রথমে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
আরও পড়ুন: হঠাৎ দলের দায়িত্ব থেকে নাফিস ইকবালকে অব্যাহতি
তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। এরপর ফিরে এলেও টাইগারদের হয়ে মাত্র দুইটি ম্যাচ খেলেছেন তামিম।
ফিটনেস জনিত কারণ দেখিয়ে বিশ্বকাপের সময় নির্বাচকরা তাকে বাদ দিয়েছিলেন।
বিশ্বকাপের প্রাক্কালে এক সাক্ষাৎকারে তামিম বলেন, তিনি ইনজুরির সঙ্গে লড়াই করছেন, কিন্তু নির্বাচকরা যতটা গুরুতর বলে মনে করছেন, ততটা গুরুতর নয়।
তিনি বিশ্বকাপে খেলার জন্য তার প্রস্তুতির কথা প্রকাশ করেছিলেন, কিন্তু সেই সুযোগটি বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুন: ‘আমি অবশ্যই বিসিবি থেকে পদত্যাগ করিনি এবং আমার কাজের সঙ্গে ছোটভাই তামিমের চলমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই’
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের আসন্ন আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে ফরচুন বরিশালের প্রতিনিধিত্ব করবেন তামিম।
দুইটি সেঞ্চুরি ও ২৫টি হাফসেঞ্চুরিসহ প্রায় তিন হাজার রান নিয়ে বিপিএলের ইতিহাসের সেরা ব্যাটসম্যান তামিম।
আরও পড়ুন: আইসিসির আচরণবিধি ভাঙায় তামিমকে জরিমানা
১১ মাস আগে
বাংলাদেশের হোম সিরিজের পাশাপাশি টি-স্পোর্টসে দেখা যাবে বিপিএল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী দুই আসরের সম্প্রচার সত্ত্ব কিনেছে টি স্পোর্টস নেতৃত্বাধীন টি স্পোর্টস-কনসোর্টিয়াম।
টিভি পর্দায় টি স্পোর্টসের পাশাপাশি টি স্পোর্টস অ্যাপেও দেখা যাবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ আসর বিপিএল।
এদিকে, ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশের সব হোম সিরিজের সত্ত্ব কিনেছে টি স্পোর্টস নেতৃত্বাধীন টি স্পোর্টস কনসোর্টিয়াম। যথারীতি টি স্পোর্টস ও জিটিভি সম্প্রচার করবে টাইগারদের ম্যাচগুলো, দেখা যাবে টি স্পোর্টস অ্যাপেও।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের
সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের শুরুতে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের অংশগ্রহণে টুর্নামেন্ট চলবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত।
টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক বলেন, ‘দর্শক চাহিদার কথা চিন্তা করে আমরা বিপিএল দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অসংখ্য ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য। বিপিএল দেখানোর পাশাপাশি টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য বিসিবির সঙ্গে এক হয়ে আমরা কাজ করতে চাই। আশাকরি, বিপিএল প্রডাকশনেও নতুন মাত্রা যোগ হবে এবার।’
নতুন মেয়াদে দশম ও ১১তম আসরের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহবান করে বিসিবি। টি স্পোর্টসের পাশাপাশি এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড, টপ অব মাইন্ড, ব্যানটেক লিমিটেড ও জিটিভি মিলে গঠিত কনসোর্টিয়াম বিপিএলের সত্ত্ব কিনে নিয়েছে। টেলিভিশনে টি স্পোর্টসের পাশাপাশি জিটিভিতে দেখা যাবে বিপিএলের পরবর্তী ২ আসরের সব ম্যাচও।
বাংলাদেশের হোম সিরিজের পরবর্তী পর্বে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চারটি সিরিজ খেলবে টাইগাররা। বিশ্বকাপের পর যা শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে ভারত
বিপিএলের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। টাইগারদের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
এপ্রিলে ২টি টেস্ট ও ৫টি টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে জিম্বাবুয়ে আর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা আসবে ২টি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। সবগুলো ম্যাচই দেখা যাবে দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে।
এদিকে, ২০২৮ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের সব হোম সিরিজের সত্ত্ব কিনেছে টি স্পোর্টস। ভিরাট কোহলি-রোহিত শর্মাদের সব হোম ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস টিভি ও টি স্পোর্টস অ্যাপে।
এ সময় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা-সহ প্রায় সব দেশের সঙ্গেই দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
আগামী বছরের সেপ্টেম্বরে ২টি টেস্ট ও ৩টি টোয়েন্টি ম্যাচ খেলতে ইন্ডিয়া যাবে বাংলাদেশ দল। এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস নেটওয়ার্ক।
টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আরও সাদেক বলেন, বাংলাদেশের সব হোম ও অ্যাওয়ে ম্যাচের সম্প্রচার সত্ত্ব পাওয়া নিয়ে আমরা কাজ করছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইন্ডিয়ার রাইটস পাওয়া। টি স্পোর্টসের মাধ্যমে দেখা যাবে ইন্ডিয়ার সব হোম ম্যাচ। বাংলাদেশের দর্শকদের জন্য এটি অবশ্যই দারুণ খবর।
২০২৮ সাল পর্যন্ত ঘরের মাঠে ২৫ টেস্ট ২৪ ওয়ানডে ও ৩৯ টি টোয়েন্টি ম্যাচ খেলবে ইন্ডিয়া। এই ৮৮ ম্যাচই দেখা যাবে টি স্পোর্টসে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে পরাজয় বাংলাদেশের
১ বছর আগে
এএফসি কাপ: অবশেষে কলকাতার উদ্দেশে রওনা দিলো বসুন্ধরা কিংস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস সোমবার সকালে এএফসি কাপে অংশ নিতে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছে।
কলকাতাভিত্তিক মোহনবাগান ক্লাবের বিপক্ষে খেলতে সোমবার দুপুরে ভুবনেশ্বরের ম্যাচ ভেন্যুর উদ্দেশে কলকাতা ছাড়বে কিংস।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ: মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশকে এগিয়ে নিলেন সাদ
এএফসি কাপের ‘ডি’ গ্রুপে ঢাকা ও কলকাতার মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।
এর আগে রবিবার বসুন্ধরা কিংস এক বিবৃতিতে জানায়, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কাছ থেকে সময়মতো ভারতীয় ভিসা পাওয়ার জন্য যথাযথ সহযোগিতা ও সহায়তার অভাবে তারা কলকাতার মোহনবাগান ক্লাবের বিপক্ষে এএফসি কাপের ম্যাচটি খেলতে পারবে না।
বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শেখ গণমাধ্যমকে জানান, রবিবার (২২ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত তাদের দল (কিংস) ভারতীয় ভিসা পায়নি।
এর আগে শনিবার (২১ অক্টোবর) এএফসি প্রতিযোগিতা কমিটিকে লেখা এক চিঠিতে ভারতীয় ভিসা নিয়ে নিজেদের ভোগান্তির বিস্তারিত জানায় কিংস।
বিশাল অনিশ্চয়তা ও নাটকীয়তার পর অবশেষে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচের জন্য প্রয়োজনীয় ভারতীয় ভিসা পাওয়ায় কিংসের জটিলতার সমাধান হয়েছে।
এর আগে এএফসি কাপের ‘ডি’ গ্রুপে ভারতের ওড়িশা এফসি, মোহনবাগান ক্লাব এবং মালদ্বীপের মাজিয়া এসআরসি'র সঙ্গে ছিল বসুন্ধরা কিংস।
চলমান এএফসি কাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে কিংস। ঢাকায় ঘরের মাঠে ওড়িশা এফসিকে ৩-২ গোলে এবং মালেতে মাজিয়ার কাছে হেরেছিল তারা।
আরও পড়ুন: ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এখন ঢাকায়
মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
১ বছর আগে
এক নজরে বিপিএল ২০২৪-এর ৭টি দল: কে কোন দলে খেলছেন
২০২৪-এর ৬ জানুয়ারি; বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)-এর ১০ম আসর শুরুর সম্ভাব্য তারিখ। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)-এর বেধে দেওয়া এই সময়কে সামনে রেখেই মহা সমারোহে শুরু হয়ে গেছে পূর্বপ্রস্তুতি। সেই সূত্রে, গত ২৪ সেপ্টেম্বর রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়ে গেল প্লেয়ার বাছাইয়ের পর্বটি। দেশি ও বিদেশি ক্রিকেটারের মধ্য থেকে বিপিএল ২০২৪-এর ৭টি দল গঠন করে নিলো নিজেদের সেরা স্কোয়াডটি। নিজেদের প্রিয় তারকা ক্রিকেটাররা কে কোন দল পেলেন তা নিয়ে ইতোমধ্যেই উদ্দীপনার সৃষ্টি করছে ক্রিকেটপ্রেমিদের মাঝে। চলুন, এক নজরে প্রতিটি দলের প্লেয়ারদের তালিকা দেখে নেয়া যাক।
বিপিএল ২০২৪-এর ৭টি দলের প্লেয়ারদের তালিকা
দুর্দান্ত ঢাকা
দেশি ক্রিকেটার
তাসকিন আহমেদ, এস এম মেহরব হাসান, আরাফাত সানি, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ হাসান, মো. সাব্বির হোসেন, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, নাঈম শেখ ও জসিম উদ্দিন।
বিদেশি ক্রিকেটার
সাইম আইয়ুব (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), উসমান কাদির (পাকিস্তান), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা) ও সাদিরা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা)।
আরও পড়ুন: এশিয়া গেমস ক্রিকেট: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
দেশি ক্রিকেটার
লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহীদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী, রিশাদ হোসেন, মুশফিক হাসান, মহিদুল ইসলাম অঙ্কন ও মোহাম্মদ আনামুল হক।
বিদেশি ক্রিকেটার
মঈন আলী (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), ইফতিখার আহমেদ (পাকিস্তান), জামান খান (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), জনসন চালর্স (ওয়েস্ট ইন্ডিজ), নূর আহমেদ (আফগানিস্তান), রশিদ খান (আফগানিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), রহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ) ও ম্যাথু ফর্ড (ওয়েস্ট ইন্ডিজ)।
আরও পড়ুন: বিপিএল প্লেয়ার্স ড্রাফট ২০২৪: তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে মুশফিকও যোগ দিলেন ফরচুন বরিশালে
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দেশি ক্রিকেটার
শুভাগত হোম, জিয়াউর রহমান, তানজিদ হাসান তামিম, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন হোসেন, শাহাদাত হোসেন দীপু, সৈকত আলী, ইমরানুজ্জাম ও সালাহউদ্দিন শাকিল।
বিদেশি ক্রিকেটার
মোহাম্মদ হারিস (পাকিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), স্টিফ্যান এসকিনাজি (অস্ট্রেলিয়া), মোহাম্মদ ওয়াসিম (সংযুক্ত আরব আমিরাত), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) ও বিলাল খান (পাকিস্তান)।
আরও পড়ুন: এএফসি মহিলা এশিয়া কাপ: অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ
ফরচুন বরিশাল
দেশি ক্রিকেটার
মাহমুদউল্লাহ রিয়াদ, রাকিবুল হাসান, মেহেদি হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, প্রীতম কুমার, তামিম ইকবাল খান, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি ও প্রান্তিক নওরাজ নাবিল।
বিদেশি ক্রিকেটার
ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), পল স্টার্লিং (আয়ারল্যান্ড), ফখর জামান (পাকিস্তান), মোহাম্মদ আমির (পাকিস্তান), আব্বাস আফ্রিদি (পাকিস্তান), ইয়ানিক ক্যারিয়াহ (ওয়েস্ট ইন্ডিজ) ও দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা)।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে কমান্ডিং জয় পেল নিউ জিল্যান্ড
রংপুর রাইডার্স
দেশি ক্রিকেটার
নুরুল হাসান সোহান, শেখ মাহাদী, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, রিপন মন্ডল, হাসান মুরাদ, আশিকুজ্জামান, আবু হায়দার রনি ও ফজলে মাহমুদ রাব্বি।
বিদেশি ক্রিকেটার
বাবর আজম (পাকিস্তান), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), মহেশ পাথিরানা (শ্রীলঙ্কা), ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), ইহসানুল্লাহ খান (পাকিস্তান), মাইকেল রিপন (নিউজিল্যান্ড) ও ইয়াসীর মোহাম্মদ (পাকিস্তান)।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ: ফাইনাল ম্যাচে তামিম ও লিটন বিশ্রামে থাকতে পারেন
সিলেট স্ট্রাইকার্স
দেশি ক্রিকেটার
মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, আরিফুল হক, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, জাওয়াদ রয়েন ও নাঈম হাসান।
বিদেশি ক্রিকেটার
রায়ান বার্ল (জিম্বাবুয়ে), হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড), বেন কাটিং (অস্ট্রেলিয়া), জর্জ স্ক্রিমশ (ইংল্যান্ড), রিচার্ড এনগারাভা (জিম্বাবুয়ে) ও দুশান হেমন্ত (শ্রীলঙ্কা)।
আরও পড়ুন: বিপিএল প্লেয়ার্স ড্রাফট ২০২৪: উপেক্ষিত আশরাফুল ও সাব্বির
খুলনা টাইগার্স
দেশি ক্রিকেটার
মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মকিদুল ইসলাম মুগ্ধ, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, আকবর আলী ও সুমন খান।
বিদেশি ক্রিকেটার
এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), শেই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), কাসুন রাজিথা (শ্রীলঙ্কা) ও দাসুন শানাকা (শ্রীলঙ্কা)।
আরও পড়ুন: লিটন বিশ্রামে, নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শান্ত
বিপিএল ২০২৪-এর ক্রিকেটারদের কার সম্মানি কত
ফ্রাঞ্চাইজিগুলোর নির্বাচনের সময় দেশি ক্রিকেটারদেরকে বিভক্ত করা হয়েছিলো ৭টি ক্যাটাগরিতে। আর বিদেশি ক্রিকেটারদের নিলাম হয়েছে ৫টি ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছিলো প্লেয়ারদের সম্মানি। এ ক্যাটাগরিতে থাকা তারকা প্লেয়ারদের সম্মানি ছিল সবচেয়ে বেশি। উপরন্তু, দেশি প্লেয়ারদের ক্ষেত্রে জি ক্যাটাগরি এবং বিদেশি প্লেয়ারদের বেলায় ক্যাটাগরি-ই ছিলো সর্বনিম্ন সম্মানির। চলুন, এক নজরে ক্রিকেটার সম্মানিগুলো দেখে নেওয়া যাক-
টেবিল: ১। দেশি ক্রিকেটারদের সম্মানির তালিকা
প্লেয়ার ক্যাটাগরি
সম্মানি (বাংলাদেশি টাকা)
এ
৮০ লাখ
বি
৫০ লাখ
সি
৩০ লাখ
ডি
২০ লাখ
ই
১৫ লাখ
এফ
১০ লাখ
জি
৫ লাখ
আরও পড়ুন: এশিয়ান গেমস ফুটবল: চীনের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ
টেবিল: ২। দেশি ক্রিকেটারদের সম্মানির তালিকা
(১ মার্কিন ডলার = ১০৯.৫৫ বাংলাদেশি টাকা)
প্লেয়ার ক্যাটাগরি
সম্মানি (মার্কিন ডলার)
সম্মানি (বাংলাদেশি টাকা)
এ
৮০ হাজার
৮৭ লাখ ৬৩ হাজার ৭৫২
বি
৬০ হাজার
৬৫ লাখ ৭২ হাজার ৮১৪
সি
৪০ হাজার
৪৩ লাখ ৮১ হাজার ৮৭৬
ডি
৩০ হাজার
৩২ লাখ ৮৬ হাজার ৪০৭
ই
২০ হাজার
২১ লাখ ৯০ হাজার ৯৩৮
শেষাংশ
বিপিএল ২০২৪-এর ৭টি দল ড্রাফ্টের আগেই নিজেদের অনেকটা গুছিয়ে নিয়েছিলো। কিন্তু ড্রাফ্টের পর তারা আরও পরিণত ও শক্তিশালী হয়ে উঠেছে। যেমন মুশফিকুর রহিম আর সৌম্য সরকারের মত ব্যাটারদের নেওয়া হয়েছে ড্রাফ্ট থেকে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়-এর মত প্রথম সারির প্লেয়াররা বরাবররে মতই চুক্তিতে যোগ দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলোতে। অন্যদিকে, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা এবং তাসকিন আহমেদ আগে থেকেই ছিলেন নিজ নিজ দলের সঙ্গে। আসন্ন বিপিএল টি২০-এর ঝড়ো মাঠে এদের দিকেই দৃষ্টি থাকবে ভক্তদের।
আরও পড়ুন: আগামী নির্বাচনের পর বিপিএলের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে
১ বছর আগে