ওয়েব সিরিজ
আমি কী তুমি: মেহজাবিনকে নিয়ে ভিকি জাহেদের নতুন ওয়েব সিরিজ
নিজের একটি আলাদা দর্শক শ্রেণী তৈরির পাশাপাশি বাংলাদেশের নাট্যাঙ্গনে পরিবর্তনের হাওয়া দিয়ে চলেছেন নাট্য নির্মাতা ভিকি জাহেদ। যুগের চলমান সম্প্রচার মাধ্যম ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্মেও ঘটে চলেছে তার সরব বিচরণ। সেই অবিস্মরণীয় কাজগুলোর সারিতে শামিল হওয়া আরও একটি কাজ ‘আমি কী তুমি’। গত ২৭ জুলাই চ্যানেল আইয়ের ওটিটি আই স্ক্রিনের পর্দায় দুপুর ৩টায় স্ট্রিমিং হয়ে গেলো ওয়েব সিরিজটির। নারীপ্রধান সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মেহজাবিন চৌধুরী। চলুন, সদ্য শুরু হওয়া এই ধারাবাহিকটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আমি কী তুমি: বৈজ্ঞানিক পটভূমির রহস্য গল্প
একদিনে মুক্তিপ্রাপ্ত আট এপিসোডের সিজনকে খুব সংক্ষেপে বলা যেতে পারে রহস্য গল্প। প্রতিটি এপিসোডে সঙ্গতিপূর্ণ ভাবে রহস্যের জাল বুনে ধীরে ধীরে খোলা হয়েছে জটগুলোকে।
তবে নিজের প্রথাগত থ্রিলার ও সাসপেন্স আবহের সঙ্গে ভিকি জাহেদ এবার যোগ করেছেন বৈজ্ঞানিক প্রেক্ষাপট।
তিথি নামের একটি মেয়ের জীবনের একটাই লক্ষ্য; আর তা হলো সিনেমার নায়িকা হওয়া। শহরে একের পর এক ঘটতে থাকা নারী হত্যা এবং সিনেমায় কাজ করার ব্যাপারে পরিবারের চাপ কোন কিছুই তার পথের কাঁটা হতে পারে না। কিন্তু একদিন রহস্যময় ক্রিস্টাল বৃষ্টির পর থেকে অদ্ভূত সব ঘটনা ঘটতে শুরু করে তিথির জীবনে। শুধু তাই নয়, পুরো জীবনের মানেটাই বদলে যায় তিথির কাছে।
আরও পড়ুন: ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে এবার বলিউড নায়িকা
এমনি রহস্যে মোড়া জীবনচরিতের চারপাশ জুড়ে চিত্তাকর্ষক এক আবহের সৃষ্টি করা হয়েছে আকাশের গায়ে সবুজ বলয়রেখা দেখিয়ে। ট্রেলারের সময় থেকেই দৃশ্যটি দর্শকদের মনে একটাই সম্ভাবনার উদয় ঘটায়; আর তা হচ্ছে পৃথিবীতে এলিয়েন আগ্রাসন। কিন্তু তার সত্যতা এই প্রথম সিজনেই যাচাই করা হয়নি। এর জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় সিজনের জন্য।
তবে প্যারালাল বা সমান্তরাল জগতের বিষয়টি এই প্রথমবারের মত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হলো বাংলাদেশি কোনও নাটকে। বাংলাদেশের প্যারালাল ভার্সন; বা সিগমা বাংলাদেশ শব্দ দুটো ইতোমধ্যেই ঠাই করে নিয়েছে দর্শকদের হৃদয়ে।
ট্রেলার বা পোস্টার দর্শন পর্যন্ত ‘আমি কি তুমি’ শিরোনামটিকে ভাবা হয়েছিলো মনস্তাত্ত্বিক অথবা প্রতীকী হিসেবে। কিন্তু তা যে আসলে আক্ষরিক, তা নিশ্চিত হওয়া গেছে সিরিজটি মুক্তির পর।
কিন্তু এরপরেও টুইস্টে ভরপুর সিজনটি নতুন কিছু রহস্যের বীজ রেখে গেছে দর্শকদের জন্য। সেই সঙ্গে বাড়িয়ে দিয়ে গেছে দ্বিতীয় সিজন দেখার অদম্য আগ্রহ।
ভিকি জাহেদের নৈপুণ্যে নাট্যশাস্ত্রের অভিজাত ষোলকলা
রেডরাম, দ্যা সাইলেন্স ও পূনর্জন্ম-এর দর্শকরা ভিকি জাহেদের অনন্য গল্প বলার সঙ্গে অভ্যস্ত। সেই সঙ্গে বিদেশি গল্প ও সিনেমা অনুসরণের ব্যাপারটিও জড়িয়ে আছে তার নাটক নির্মাণের সঙ্গে। কিন্তু এই অনুসরণ তাকে নগ্ন অনুকরণের দিকে ঠেলে দেয়নি। বরং তাকে সাহায্য করেছে নাট্যশাস্ত্রের অভিজাত উপাদানগুলোকে আবিষ্কার করতে এবং তা রপ্ত করতে। আর তারই প্রভাব দেখা গেছে তার প্রতিটি কাজে।
২০১৬-এর সেই ‘মোমেন্ট্স’ শর্টফিল্ম থেকে শুরু করে এই ‘আমি কী তুমি’ ওয়েব সিরিজ পর্যন্ত গল্প দেখানোর ব্যাকরণগুলোর উত্তোরোত্তর আগমন ঘটেছে তার নির্মাণশৈলীতে।
অধিকাংশ কাজে তার অনুসৃত পূর্বসূরীদের কিছুটা ঝলক থাকে। তবে এবার তিনি যেন উজাড় করে পরিবেশন করেছেন আলফ্রেড হিচকক, ডেভিড ফিঞ্চার ও মার্টিন স্করসেজের মত বিশ্বখ্যাত থ্রিলার নির্মাতাদের।
তাছাড়া এর সম্পাদনা এবং ভিজুয়াল ইফেক্টের কাজও বাংলাদেশি নাটকে আগে কখনোই দেখা যায় নি। তিনি দারুণ ভাবে দেখিয়েছেন, কিভাবে কারিগরি বিভাগের অল্প পরিবেশনা দিয়েও বিশ্ব মানের কন্টেন্ট তৈরি করা যায়।
নিজের কন্টেন্ট নির্মাণে যে তিনি কোনও রকম তাড়াহুড়ো করেন না, সে ব্যাপারে ভিকি ভক্তরা অবহিত আছেন।
আরও পড়ুন: সাড়ে ষোলো: হইচই ওটিটিতে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ
কিন্তু এবার আরও মজবুত ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তিনি বেশ পড়াশোনা করে তবেই মাঠে নামেন। সুতরাং দর্শক শুধু নির্মল বিনোদনই পাবেন না, তার নাটক দেখে অনেক চমকপ্রদ বিষয় সম্পর্কে জানবেনও। সেই অবাক করা তথ্যচিত্রের সাক্ষী হওয়ার জন্য হলেও দর্শকরা চোখ রাখতে চাইবেন এই নব্য নির্মাতার কাজে। এরকম বিস্ময়কর তথ্য সমৃদ্ধ কন্টেন্ট নির্মাণ করতে বাংলাদেশে এর আগে কেবল একজনকেই দেখা গেছে। তিনি হলেন প্রয়াত ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ।
১ বছর আগে
সাড়ে ষোলো: হইচই ওটিটিতে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ
ভক্ত থেকে শুরু করে নাট্যপাড়া; সর্বত্র আফরান নিশো মানেই এক বৈচিত্র্যপূর্ণ অভিনেতার নাম। আর বর্তমান সময়ের ওটিটি (ওভার-দ্য-টপ)ঘরানার কন্টেন্টগুলো সেই বিচিত্রতায় যেন জোয়ার এনেছে। সেই দক্ষতারই আরও এক ঝলক ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ওয়েব সিরিজ ‘সাড়ে ষোলো’। দর্শক ইতোমধ্যে নিশোর অভিনয়ের ষোলকলায় মশগুল হয়ে আছে। তাদের সম্বিত ফেরার আগেই আগামী ১৭ আগস্ট বৃহস্পতিবার মুক্তি পেতে যাচ্ছে ‘সাড়ে ষোলো’। নতুন এই হইচই অরিজিনাল সিরিজটি নিয়েই আজকের বিনোদন কড়চা।
ওয়েব সিরিজ সাড়ে ষোলোর গল্প
ধূর্ত শব্দটি একজন ব্যক্তি রেজার জন্য নেতিবাচক বৈশিষ্ট্য হিসেবে জাহির করা যাবে না। কেননা ভালো-খারাপ নিয়ে একটি পূর্ণাঙ্গ মানুষ। তবে এতটুকু নিশ্চিত করে বলা যায়, পরিবারের প্রতি নিবেদিত রেজা বেশ বুদ্ধিমান।
অন্যদিকে পেশাগত জীবনে তিনি বেশ প্রতিভাবান ও সফল একজন আইনজীবী। তাই মামলার জটিলতা, শুনানির চাপ, বাদি-বিবাদি নিয়ে চিন্তা তার কাছে কোন নতুন ব্যাপার নয়। কিন্তু হঠাৎ এক মামলার শুনানির দিনের আগের রাতে রহস্যময় কিছু ঘটনা আমূল বদলে দেয় তার জীবনকে।
এমনি গল্প নিয়ে এগিয়েছে ৬ পর্বের মিনি থ্রিলার সিরিজ ‘সাড়ে ষোলো’। পুরো সিরিজের কাহিনী একটি হোটেল আর রেজার শুনানিতে যাবার আগের সেই রাতের মধ্যেই আবদ্ধ থাকবে। আর সাড়ে ষোলো হচ্ছে ফ্লোরের সংখ্যা। এখানে ১৬ ও ১৭-তম ফ্লোরের মাঝামাঝি কোনো জায়গা বা ফ্লোরের রহস্য লুকিয়ে আছে কিনা তা এখনো প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান: নতুন চরিত্র সম্পর্কে আফরান নিশো
সাড়ে ষোলোর নেপথ্যের মানুষ
মিনি থ্রিলার সিরিজটির পরিচালকের নাম ইয়াসির আল হক। আর এই সিরিজটির মাধ্যমেই ওটিটি জগতে তার অভিষেক ঘটতে যাচ্ছে। এছাড়া এটি তার নির্মিত প্রথম ওয়েব সিরিজও। মূল পরিচালনায় নব্য হলেও এই তরুণ নির্মাতা বেশ প্রতিশ্রুতিশীল এবং কাজের ব্যাপারে নিবেদিতপ্রাণ। তিনি ৭৪-তম কান চলচ্চিত্র উৎসবে ‘আন সার্তেন রিগার্দ’ পুরষ্কার প্রাপ্ত ‘রেহানা মরিয়ম নূর’-এর কাস্টিং ডিরেক্টর ও সহকারি পরিচালক ছিলেন।
সাড়ে ষোলোর আফরান নিশো
জীবনের প্রথম ওয়েব সিরিজ ‘কাইজার’ দিয়েই বাজিমাত করে দিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। তারপর সবেমাত্র এক বছর পেরিয়েছে। কাইজার জ্বর এখনো কাটেনি নিশো ভক্তদের। এর মধ্যে আবার গত ঈদুল আযহায় মুক্তি পেলো তার অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’।
জীবনের প্রথম সিনেমাতেই বুঝিয়ে দিলেন, তিনি শুধু ছোট পর্দায় আরামপ্রিয় নন। এছাড়া ভিকি জাহেদের পূনর্জন্ম ফ্র্যাঞ্চাইজিতে তার অভিনয়ের রেশ এখনো কাটেনি দর্শকদের মন থেকে।
চরিত্রের কর্মকান্ডকে আলাদা করে শুধুমাত্র তার আচরণ বা দৃষ্টিভঙ্গিকে বিবেচনা করলে, পুনর্জন্মের রাফসান ও সুড়ঙ্গের মাসুদ বেশ থ্রিলিং ও সাসপেন্সে ভরপুর ছিলো।
এবার সাড়ে ষোলোতেও কি ভক্তরা সেই রাফসান বা মাসুদকে দেখতে যাচ্ছেন কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে হৈচৈ অরিজিনাল সিরিজটির স্ট্রিমিং পর্যন্ত।
আরও পড়ুন: নিউইয়র্ক মাতাচ্ছে 'সুড়ঙ্গ'
সাড়ে ষোলোর নির্মাণ ও হইচই যাত্রা
সিরিজটি মহা সমারোহে এর নির্মাণ যাত্রার সূচনা ঘটায় চলতি বছরের ১২ জুন ঢাকাতে শুটিং-এর মাধ্যমে। ১৪ দিন পর চিত্রগ্রহণের শেষ দিনটি ছিলো ২৬ জুন। এরপর গত ১৬ জুলাই রবিবার হইচই সিরিজটির ফার্স্ট লুক প্রকাশ করে। সেই সাথে ঘোষণা করা হয় আগামী ১৭ আগষ্টে এর মুক্তির দিনক্ষণও।
নির্মাতাগণ এখনো সিরিজটির বাকি কলাকুশলী ও অভিনয় শিল্পীদের কথা গোপন রেখেছেন। শিগগিরই প্রচারণার সময় তা প্রকাশ করা হবে, আর সেই সঙ্গে থাকবে সাড়ে ষোলো সংখ্যাটিকে ঘিরে আরও কিছু রহস্যের খোরাক।
শেষাংশ
ওটিটির কাজগুলো আফরান নিশোর অভিনয় ক্যারিয়ারের জন্য এক বিশাল মাইলফলক। সেই যাত্রায় হইচই ওটিটি প্লাটফর্মে আসন্ন ওয়েব সিরিজ ‘সাড়ে ষোলো’ এক অভাবনীয় পদক্ষেপ হতে যাচ্ছে। এ কথা বলা বাহুল্য, বাংলাদেশের নাটক এমনকি সিনেমা ইন্ডাস্ট্রির জন্যও এ ধরনের কন্টেন্ট বিপুল প্রভাব বিস্তার করছে। ইতিবাচক এই পরিবর্তনে আশা করা যায়, বাংলাদেশ শিগগিরই বিশ্বের শীর্ষস্থানীয় সিরিজ নির্মাণের তালিকায় শামিল হতে পারবে।
আরও পড়ুন: এমআর-৯ ডু অর ডাই: মাসুদ রানা আসছেন রূপালি পর্দায়
১ বছর আগে
ভিকি জাহেদের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’ বিঞ্জের পর্দায় দেখা যাবে ফেব্রুয়ারিতে
ভিডিও স্ট্রিমিং ম্যানিয়াতে পিছিয়ে নেই বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো। মাত্র দুই বছরের ব্যবধানে নতুন এই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান বেশ পাকাপোক্ত করে নিয়েছে বিঞ্জ। ইন্টারনেটের মাধ্যমে স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোকে বেশ সহজলভ্য করে তুলেছে দেশীয় এই ওটিটি পরিষেবা। এই সুবিধাকে আরও গতিশীল করেছে আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজগুলোর আঙ্গিকে বাংলা ধারাবাহিকগুলোর নতুন রূপে আবির্ভাব। এই বিবর্তনেরই জ্বলন্ত দৃষ্টান্ত হতে চলেছে উদীয়মান পরিচালক ও নাট্যকার ভিকি জাহেদের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। আগামী ফেব্রুয়ারিতে বাংলা ওটিটি প্লাটফর্ম বিঞ্জের পর্দায় মুক্তির অপেক্ষায় থাকা এই থ্রিলার সিরিজ নিয়েই আজকের নিবন্ধ।
ভিকি জাহেদ: একজন ভিন্নধর্মী গল্পকথক
মিস্টার টুইস্ট খ্যাত ভিকি জাহেদের জন্ম ১৯৯০ সালের ২৯ আগস্ট রাজধানীতে। জীবনের তিন দশকেই তিনি প্রমাণ করেছেন যে চলচ্চিত্র নির্মাণকে তিনি কতটা গুরুত্বের সঙ্গে দেখেন। তার পড়াশোনা ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে দক্ষ এক প্রকৌশলী হয়ে উঠবেন এমনটাই ছিল কাম্য।
তবে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল থেকে পড়াশোনা শেষ করে সোজা চলে আসেন ভিজুয়াল মিডিয়াতে। ক্যারিয়ারের এই নতুন মোড় নেয়াটা খুব একটা সুখকর ছিল না। নিদেনপক্ষে স্রোতের প্রতিকূলে ক্যারিয়ারের হাল ধরার পাশাপাশি নিজের ও পরিবারের সঙ্গেও অনেক যুদ্ধ করতে হয়েছে তাকে।
আরও পড়ুন: চরিত্রটি আমি আড়াই বছর বহন করেছি: ‘গুটি’-তে অভিনয় প্রসঙ্গে বাঁধন
সিনেমা নির্মাণের শুরুটা করেন শর্ট ফিল্মে। বেশ কয়েকটি কাজের পর অবশেষে ২০১৬ সালে শর্ট ফিল্ম 'মোমেন্টস' চলচ্চিত্র জগতের লাইমলাইট পড়ে ২৬ বছর বয়সী ভিকি জাহেদের ওপর। এর জনপ্রিয়তার রেশ ধরে একে একে আরও নির্মিত হয় ‘মায়া’, ‘দেয়েল’, ‘ডার্বিন’, এবং ‘আজ আমার পালা’। এগুলো যে শুধুই তার বিনোদনধর্মী কাজ ছিল তা নয়, এগুলোর মাধ্যমে তিনি নিজেকে যেমন শিখিয়েছেন তেমনি বোঝার চেষ্টা করেছেন তার দর্শকদের।
‘দ্বিতীয় সূচনা’, ‘প্রিয় আদনান’ এবং ‘কায়কোবাদ’-এর মাধ্যমে বাংলাদেশের থ্রিলার জনরাকে নতুন করে সংজ্ঞায়িত করতে থাকেন। অবশেষে ‘চিরকাল আজ’ নাটক এবং ‘পূণর্জন্ম’ ওয়েব ফিল্ম সিরিজ তার কেরিয়ারে এক দীর্ঘ মাইলফলক রচনা করে। বিনোদন জগতের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গে পৃষ্ঠপোষকতার কেন্দ্রবিন্দুতে পরিণত হন ভিকি। পুণর্জন্ম-৩ প্রকাশের মাত্র ১২ ঘন্টার মধ্যে ইউটিউবের সর্বাধিক দেখা ভিডিওর মধ্যে একটি হয়ে ওঠে। এমনকি যারা এতদিন ভিকিকে চিনতেন না, তারাও ফিল্মটি দেখে এর প্রথম অংশগুলো দেখতে গিয়েছে।
এখন বাংলাদেশের অপরাধ, থ্রিলার, অতিপ্রাকৃত এবং সাসপেন্স ঘরানার নাটক-সিনেমা মানেই ভিকি জাহেদ। হলিউডে মডার্ন থ্রিলার জনরার জনক আলফ্রেড হিচককের এই একনিষ্ঠ ভক্ত নিজেই স্বীকার করেছেন যে, তিনি দর্শকদের মনস্তত্ত্ব নিয়ে খেলতে পছন্দ করেন। সমালোচকদের কাছেও তিনি গল্প বলার ব্যাপারে একদম নির্মম, সোজা-সাপ্টা এবং স্বতঃস্ফূর্ত।
আরও পড়ুন: ওয়েব সিরিজ-২০২২: কনটেন্টের ‘নায়ক’ নির্মাতা
প্রতিবার স্ক্রিপ্ট নিয়ে বসার সময় প্রথমেই তিনি একটি মাত্র শব্দ নিয়ে চিন্তা শুরু করেন। অতঃপর সেই শব্দকে ঘিরে শুরু হয় থিম কল্পনা, যাকে আরও প্রশস্ত করতে চলতে থাকে গবেষণা। গবেষণালব্ধ তথ্যের ওপর ভিত্তি করে এবার শুরু হয় গল্পের বিকাশ, যেটি গিয়ে শেষ হয় একটি পূর্ণাঙ্গ স্ক্রিপ্টে। তিনি তার টিম সদস্যদের ঘন ঘন বদলাতে রাজি নন। বরঞ্চ তার দাবি- একটি নির্দিষ্ট দলের সাথে কাজ করা তার কন্টেন্ট নির্মাণের প্রক্রিয়াকে আরও বেশি সহজ করে তোলে।
বিঞ্জ: অনলাইন দুনিয়ায় একুশ শতকের দূর-দর্শন
এই ওটিটি প্ল্যাটফর্মটি রবি অ্যাজিয়াটার চাইল্ড কোম্পানি রেডডট ডিজিটালের একটি সার্ভিস, যেটি যাত্রা শুরু ২০২০ সালে। দেশের বৃহত্তম এই ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্মটির নির্মাতা তথ্য ও প্রযুক্তি পরিষেবা পরিচালনা প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড। বিঞ্জের বিশেষত্ব হচ্ছে এটি আইপিটিভি (ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন) এবং ডিজিটাল বিনোদনের পরিষেবাগুলোকে একটিমাত্র অনলাইন স্ট্রিমিং সাইটে একত্রিত করেছে।
১ বছর আগে
ওয়েব সিরিজে ‘কুরুচিপূর্ণ’ দৃশ্য: গ্রামীণফোন ও রবি’র কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়
গ্রামীণফোন ও রবি’র প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রতি ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন কুরুচিপূর্ণ ভিডিও কন্টেন্ট ওয়েবে আপলোড ও প্রচারের বিষয়ে মোবাইল কোম্পানি দু’টির কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়।
৪ বছর আগে
ওয়েব সিরিজের অবৈধ, অনৈতিক কনটেন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী
অবৈধ ও অনৈতিক ওয়েব কনটেন্টের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
৪ বছর আগে