পায়রা
ঘূর্ণিঝড় মোখা: কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার, বেড়েছে ঘূর্ণন
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় কেন্দ্রীভূত হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় মোখা। এর কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ বাড়ছে এবং রবিবার বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকবে।
প্রবল ঘূর্ণিঝড়টি আগামী কয়েক ঘণ্টায় আরও তীব্র হতে পারে এবং এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে।
১২ মে সকাল ৬টায় এটি চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে এক হাজার ২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মোংলা বন্দর থেকে এক হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং পায়রাবন্দর থেকে এক হাজার ২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে কেন্দ্রীভূত হয়।
কক্সবাজার, চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: বাংলাদেশ ও মিয়ানমারের কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হবে
এদিকে, উপকূলীয় জেলা কক্সবাজারের স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই ভূমিধসের আগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে, কারণ জেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলার জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শাহীন ইমরান বলেছেন, ঘূর্ণিঝড়টি এই অঞ্চলে আঘাত হানার আগে সম্ভাব্য প্রাণহানির কথা বিবেচনা করে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
তিনি বলেন, পাঁচ লাখ ৫০ হাজার ৯৯০জনকে আশ্রয় দেওয়ার জন্য মোট ৫৭৬টি ঘূর্ণিঝড় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং একটি জরুরি নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্যোগের সময় মানবিক সহায়তার জন্য ১০ লাখ ৩০ হাজার টাকা, ৪৯০ টন চাল ও ১৯৪ বান্ডিল ঢেউটিন প্রস্তুত রাখা হয়েছে।
তাছাড়া দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এক লাখ টাকা, ৫০ টন চাল, ৭ টন শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে বলে জানান ডিসি।
খুলনায় স্থানীয় প্রশাসন দুই লাখ ৭৩ হাজার ৮৫০ জনকে আশ্রয় দেওয়ার জন্য ৪০৯টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রেখেছে এবং বাগেরহাট জেলায় কমপক্ষে ৪৪৬টি সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে, যাতে জনগণের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং জেলায় ৯৮ শতাংশ বোরো ধান কাটা হয়ে গেছে।
এদিকে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় তিন ধাপে প্রস্তুতি নিয়েছে ভোলা জেলা প্রশাসন।
জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, ভোলায় আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
তিনি জানান, ৭৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রায় পাঁচ লাখ ৬৩ হাজার মানুষ আশ্রয় নিতে পারে। এছাড়াও, ১৩ হাজার ৬০০ সিপিপি এবং পাঁচ হাজার রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক স্ট্যান্ডবাইতে রয়েছেন।
সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের প্রায় ৯০ শতাংশ ইতোমধ্যেই তীরে ফিরে এসেছে এবং বাকি জেলেদের ফিরিয়ে আনতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড কাজ করছে।
এদিকে ঘূর্ণিঝড় মোখা’র সময় ও পরবর্তী প্রভাব মোকাবিলায় জনগণকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করতে এবং তাদের প্রস্তুত করতে নদী উপকূলীয় এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে চাঁদপুর স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে: আবহাওয়া অধিদপ্তর
ঘূর্ণিঝড় মোখা: শিক্ষা বোর্ডগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান
১ বছর আগে
মোংলা ও পায়রা বন্দর ব্যবহার করতে পারবে নেপাল: প্রধানমন্ত্রী
নেপালকে বাংলাদেশের মোংলা ও পায়রা সমুদ্রবন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার নেপালের রাষ্ট্রদূত ড. বংশিধর মিশ্র প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রস্তাব দেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদেরে এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে উন্নীত করছে এবং নেপাল সেটি ব্যবহার করতে পারবে।
আরও পড়ুন: রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা: প্রধানমন্ত্রী
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নেপালের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
এ সময় নেপালের রাষ্ট্রদূত দেশটির কৃষি খাতের উন্নয়নের জন্য বাংলাদেশের সহযোগিতা চান। তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন দ্বারা চালিত হচ্ছে উল্লেখ করে বাংলাদেশের সব উন্নয়নের প্রশংসা করেন তিনি।
নেপাল যে কোনো প্রয়োজনে সব সময় বাংলাদেশকে পাশে পায় এবং সে জন্য দেশটির রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়া দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের সময় বাংলাদেশের পাঠানো চিকিৎসা সহযোগিতার কথাও স্মরণ করেন রাষ্ট্রদূত।
আরও পড়ুন: খাদ্য অপচয় বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
উপহার হিসেবে হাড়িভাঙ্গা আম পাঠানোর জন্য দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
এ সময় অ্যাম্বাসেডর এট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: উঁচু ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী
৩ বছর আগে
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
৪ বছর আগে
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৪ বছর আগে