আন্তর্জাতিক সম্মেলন
শাবিপ্রবিতে প্রকৌশল গবেষণা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) ফলিত বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘৭ম আন্তর্জাতিক প্রকৌশল গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা’ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বার্তা প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. আজিজুল হক।
আরও পড়ুন: আন্তর্জাতিক ম্যাথ চ্যালেঞ্জে শাবিপ্রবির ৯ শিক্ষার্থীর সিলভার ও ব্রোঞ্জ পদক অর্জন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বৈশ্বিক মহামারি পরিস্থিতির পরে অন্যান্য দেশের মতো বাংলাদেশ সমানভাবে জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে। আমি বিশ্বাস করি, গবেষক ও বিশেষজ্ঞরা কিছু বিকল্প সমাধান নিয়ে আসবে যা শিল্প উৎপাদনশীলতা বৃদ্ধি করবে।
তিনি আরও বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম সফল দেশ এবং এখন আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত জাতিতে পরিণত করতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য সক্রিয়ভাবে কাজ করছি।
এসময় প্রকৌশলী, বিজ্ঞানী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি স্মার্ট জাতিতে পরিণত করতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আব্দুল মোমেন বলেন, ডমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন ইন্ডাস্ট্রিয়াল-একাডেমিয়া সম্পর্ক বাড়াতে হবে, যা প্রকৌশল গবেষণা এবং উদ্ভাবনে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব বজায় রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। এই ধরনের কনফারেন্স স্মার্ট বাংলাদেশ তৈরির জন্য আমাদের বিষয়গুলোতে যথেষ্ট মূল্য যোগ করবে, কারণ এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা নিয়ে কাজ করে।
ফলিত বিজ্ঞান অনুষদের আয়োজনে সপ্তমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। এ সম্মেলনে দেশ-বিদেশের প্রকৌশলী, শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্ভাবন ও শিক্ষার উন্নয়নের ওপর তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। নিবন্ধনকারীদের মধ্য থেকে ১৯০টির বেশি গবেষণাপত্র বাছাই করা হয়। তিনদিনে চারটি প্লেনারিসহ ৩৪টি টেকনিক্যাল সেশনে এসব গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
আরও পড়ুন: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে শাবিপ্রবিতে সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
শাবিপ্রবিতে ১০দিনব্যাপী 'কিনে'র বইমেলা
১ বছর আগে
বাকুতে ন্যাম সম্মেলন শুরু
বাকু, ২৫ অক্টোবর (ইউএনবি)- সংস্থার চেতনা সমুন্নত রাখা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে শুক্রবার আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলন।
৫ বছর আগে
আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে গেছেন স্পিকার
ঢাকা, ২২ সেপ্টেম্বর (ইউএনবি)- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘বৃহত্তর ইউরেশিয়া থিমের ওপর ইউরেশিয়ান দেশগুলো সংসদের স্পিকারদের চতুর্থ বৈঠকে’ অংশ নিতে রবিবার কাজাখস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
৫ বছর আগে