স্কুলছাত্রী অপহরণ
ফরিদপুরের ভাঙ্গা থেকে স্কুলছাত্রী অপহরণের ৪ মাস পর ঢাকা থেকে উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
ফরিদপু্রের ভাঙ্গায় স্কুলছাত্রী অপহরণের ৪ মাস পর ঢাকা থেকে তাকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে ঢাকার রুপনগর এলাকা থেকে উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ।
অপহৃত স্কুলছাত্রী ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং হামিরদী ইউনিয়নের বাসিন্দা।
অভিযুক্ত যুবকের নাম সজিব শেখ (২০)। একই এলাকার সরোয়ার শেখের ছেলে।
মামলা তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (এসআই) কবির জানান, ৬ জুন বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সজিবসহ তার সহযোগীরা স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে সজিব শেখকে প্রধান আসামি করে ভাঙ্গা থানায় ৬ জনের নামে একটি মামলা করেন।
এসআই কবির বলেন, ‘দীর্ঘ প্রায় সাড়ে ৪ মাস যাবত বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকার রূপনগর থানা এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী সজিব শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, অপহৃত স্কুলছাত্রী ও সজীব থানা হেফাজতে রয়েছে। শনিবার স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও বলেন, সজীব শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
১ বছর আগে
বগুড়ায় অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
বাল্যবিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় বগুড়ার ধুনট উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের এক মাস পর গাজিপুরের আশুলিয়া উপজেলার জিরাবো এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে
১২ দিনেও মেয়ের সন্ধান না পাওয়ায় পরিবারের সংবাদ সম্মেলন
রাঙ্গামাটি, ২২ সেপ্টেম্বর (ইউএনবি)- অপহরণের ১২ দিনেও মেয়ের সন্ধান না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছে আজরা আতিকা আনানের পরিবার।
৫ বছর আগে