রংপুর রাইডার্স
বিপিএল ২০২৪: রংপুর রাইডার্স ছাড়ছেন বাবর, ওমরজাই ও নবী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিদায় নিচ্ছেন রংপুর রাইডার্সের তিন বিদেশি ক্রিকেটার।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সের মিডিয়া বিভাগ ইউএনবিকে এ বিষয়টি নিশ্চিত করেছে।
তিন ক্রিকেটার হলো- পাকিস্তানের বাবর আজম, আফগানিস্তানের মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাই।
আারও পড়ুন: বিপিএল ২০২৪: চট্টগ্রামের জয়ের ধারা অব্যাহত
বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে স্বীকৃত বাবর আজম বিপিএলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। রংপুরের হয়ে চলতি মৌসুমে তিনি একাধিকবার জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ২০০- এর বেশি রান সংগ্রহ করেন। এছাড়া পাঁচ ইনিংসে মোট ২০৪ রান সংগ্রহ করেছিলেন এবং ৫০ এর বেশি গড় অর্জন করেছিলেন।
সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাবর বলেন, ‘আমি আবারও রংপুরের হয়ে খেলতে মুখিয়ে আছি। যেহেতু আমাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকতে হবে, তাই আমরা নিয়মিত বিপিএলে যোগ দিতে পারছি না।’
আারও পড়ুন: বিপিএল ২০২৪: খুলনার বিপক্ষে অসাধারণ জয় বরিশালের
এছাড়া ছয় ম্যাচে ৮১ রান ও ৭ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ নবী। আজমতউল্লাহ ওমরজাই ছয় ম্যাচে দুটি উইকেটসহ মোট ১৪৭ রান সংগ্রহ করেন।
বিপিএলে ছয় ম্যাচ শেষে ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর।
সিলেট পর্ব শেষে দুই দিন বিরতির পর মঙ্গলবার ঢাকায় পুনরায় শুরু হচ্ছে বিপিএল।
আারও পড়ুন: বিপিএল ২০২৪: মিঠুনের দুর্দান্ত খেলায় প্রথম জয় পেল সিলেট
১০ মাস আগে
এক নজরে বিপিএল ২০২৪-এর ৭টি দল: কে কোন দলে খেলছেন
২০২৪-এর ৬ জানুয়ারি; বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)-এর ১০ম আসর শুরুর সম্ভাব্য তারিখ। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)-এর বেধে দেওয়া এই সময়কে সামনে রেখেই মহা সমারোহে শুরু হয়ে গেছে পূর্বপ্রস্তুতি। সেই সূত্রে, গত ২৪ সেপ্টেম্বর রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়ে গেল প্লেয়ার বাছাইয়ের পর্বটি। দেশি ও বিদেশি ক্রিকেটারের মধ্য থেকে বিপিএল ২০২৪-এর ৭টি দল গঠন করে নিলো নিজেদের সেরা স্কোয়াডটি। নিজেদের প্রিয় তারকা ক্রিকেটাররা কে কোন দল পেলেন তা নিয়ে ইতোমধ্যেই উদ্দীপনার সৃষ্টি করছে ক্রিকেটপ্রেমিদের মাঝে। চলুন, এক নজরে প্রতিটি দলের প্লেয়ারদের তালিকা দেখে নেয়া যাক।
বিপিএল ২০২৪-এর ৭টি দলের প্লেয়ারদের তালিকা
দুর্দান্ত ঢাকা
দেশি ক্রিকেটার
তাসকিন আহমেদ, এস এম মেহরব হাসান, আরাফাত সানি, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ হাসান, মো. সাব্বির হোসেন, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, নাঈম শেখ ও জসিম উদ্দিন।
বিদেশি ক্রিকেটার
সাইম আইয়ুব (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), উসমান কাদির (পাকিস্তান), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা) ও সাদিরা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা)।
আরও পড়ুন: এশিয়া গেমস ক্রিকেট: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
দেশি ক্রিকেটার
লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহীদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী, রিশাদ হোসেন, মুশফিক হাসান, মহিদুল ইসলাম অঙ্কন ও মোহাম্মদ আনামুল হক।
বিদেশি ক্রিকেটার
মঈন আলী (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), ইফতিখার আহমেদ (পাকিস্তান), জামান খান (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), জনসন চালর্স (ওয়েস্ট ইন্ডিজ), নূর আহমেদ (আফগানিস্তান), রশিদ খান (আফগানিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), রহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ) ও ম্যাথু ফর্ড (ওয়েস্ট ইন্ডিজ)।
আরও পড়ুন: বিপিএল প্লেয়ার্স ড্রাফট ২০২৪: তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে মুশফিকও যোগ দিলেন ফরচুন বরিশালে
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দেশি ক্রিকেটার
শুভাগত হোম, জিয়াউর রহমান, তানজিদ হাসান তামিম, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন হোসেন, শাহাদাত হোসেন দীপু, সৈকত আলী, ইমরানুজ্জাম ও সালাহউদ্দিন শাকিল।
বিদেশি ক্রিকেটার
মোহাম্মদ হারিস (পাকিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), স্টিফ্যান এসকিনাজি (অস্ট্রেলিয়া), মোহাম্মদ ওয়াসিম (সংযুক্ত আরব আমিরাত), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) ও বিলাল খান (পাকিস্তান)।
আরও পড়ুন: এএফসি মহিলা এশিয়া কাপ: অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ
ফরচুন বরিশাল
দেশি ক্রিকেটার
মাহমুদউল্লাহ রিয়াদ, রাকিবুল হাসান, মেহেদি হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, প্রীতম কুমার, তামিম ইকবাল খান, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি ও প্রান্তিক নওরাজ নাবিল।
বিদেশি ক্রিকেটার
ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), পল স্টার্লিং (আয়ারল্যান্ড), ফখর জামান (পাকিস্তান), মোহাম্মদ আমির (পাকিস্তান), আব্বাস আফ্রিদি (পাকিস্তান), ইয়ানিক ক্যারিয়াহ (ওয়েস্ট ইন্ডিজ) ও দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা)।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে কমান্ডিং জয় পেল নিউ জিল্যান্ড
রংপুর রাইডার্স
দেশি ক্রিকেটার
নুরুল হাসান সোহান, শেখ মাহাদী, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, রিপন মন্ডল, হাসান মুরাদ, আশিকুজ্জামান, আবু হায়দার রনি ও ফজলে মাহমুদ রাব্বি।
বিদেশি ক্রিকেটার
বাবর আজম (পাকিস্তান), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), মহেশ পাথিরানা (শ্রীলঙ্কা), ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), ইহসানুল্লাহ খান (পাকিস্তান), মাইকেল রিপন (নিউজিল্যান্ড) ও ইয়াসীর মোহাম্মদ (পাকিস্তান)।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ: ফাইনাল ম্যাচে তামিম ও লিটন বিশ্রামে থাকতে পারেন
সিলেট স্ট্রাইকার্স
দেশি ক্রিকেটার
মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, আরিফুল হক, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, জাওয়াদ রয়েন ও নাঈম হাসান।
বিদেশি ক্রিকেটার
রায়ান বার্ল (জিম্বাবুয়ে), হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড), বেন কাটিং (অস্ট্রেলিয়া), জর্জ স্ক্রিমশ (ইংল্যান্ড), রিচার্ড এনগারাভা (জিম্বাবুয়ে) ও দুশান হেমন্ত (শ্রীলঙ্কা)।
আরও পড়ুন: বিপিএল প্লেয়ার্স ড্রাফট ২০২৪: উপেক্ষিত আশরাফুল ও সাব্বির
খুলনা টাইগার্স
দেশি ক্রিকেটার
মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মকিদুল ইসলাম মুগ্ধ, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, আকবর আলী ও সুমন খান।
বিদেশি ক্রিকেটার
এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), শেই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), কাসুন রাজিথা (শ্রীলঙ্কা) ও দাসুন শানাকা (শ্রীলঙ্কা)।
আরও পড়ুন: লিটন বিশ্রামে, নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শান্ত
বিপিএল ২০২৪-এর ক্রিকেটারদের কার সম্মানি কত
ফ্রাঞ্চাইজিগুলোর নির্বাচনের সময় দেশি ক্রিকেটারদেরকে বিভক্ত করা হয়েছিলো ৭টি ক্যাটাগরিতে। আর বিদেশি ক্রিকেটারদের নিলাম হয়েছে ৫টি ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছিলো প্লেয়ারদের সম্মানি। এ ক্যাটাগরিতে থাকা তারকা প্লেয়ারদের সম্মানি ছিল সবচেয়ে বেশি। উপরন্তু, দেশি প্লেয়ারদের ক্ষেত্রে জি ক্যাটাগরি এবং বিদেশি প্লেয়ারদের বেলায় ক্যাটাগরি-ই ছিলো সর্বনিম্ন সম্মানির। চলুন, এক নজরে ক্রিকেটার সম্মানিগুলো দেখে নেওয়া যাক-
টেবিল: ১। দেশি ক্রিকেটারদের সম্মানির তালিকা
প্লেয়ার ক্যাটাগরি
সম্মানি (বাংলাদেশি টাকা)
এ
৮০ লাখ
বি
৫০ লাখ
সি
৩০ লাখ
ডি
২০ লাখ
ই
১৫ লাখ
এফ
১০ লাখ
জি
৫ লাখ
আরও পড়ুন: এশিয়ান গেমস ফুটবল: চীনের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ
টেবিল: ২। দেশি ক্রিকেটারদের সম্মানির তালিকা
(১ মার্কিন ডলার = ১০৯.৫৫ বাংলাদেশি টাকা)
প্লেয়ার ক্যাটাগরি
সম্মানি (মার্কিন ডলার)
সম্মানি (বাংলাদেশি টাকা)
এ
৮০ হাজার
৮৭ লাখ ৬৩ হাজার ৭৫২
বি
৬০ হাজার
৬৫ লাখ ৭২ হাজার ৮১৪
সি
৪০ হাজার
৪৩ লাখ ৮১ হাজার ৮৭৬
ডি
৩০ হাজার
৩২ লাখ ৮৬ হাজার ৪০৭
ই
২০ হাজার
২১ লাখ ৯০ হাজার ৯৩৮
শেষাংশ
বিপিএল ২০২৪-এর ৭টি দল ড্রাফ্টের আগেই নিজেদের অনেকটা গুছিয়ে নিয়েছিলো। কিন্তু ড্রাফ্টের পর তারা আরও পরিণত ও শক্তিশালী হয়ে উঠেছে। যেমন মুশফিকুর রহিম আর সৌম্য সরকারের মত ব্যাটারদের নেওয়া হয়েছে ড্রাফ্ট থেকে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়-এর মত প্রথম সারির প্লেয়াররা বরাবররে মতই চুক্তিতে যোগ দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলোতে। অন্যদিকে, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা এবং তাসকিন আহমেদ আগে থেকেই ছিলেন নিজ নিজ দলের সঙ্গে। আসন্ন বিপিএল টি২০-এর ঝড়ো মাঠে এদের দিকেই দৃষ্টি থাকবে ভক্তদের।
আরও পড়ুন: আগামী নির্বাচনের পর বিপিএলের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে
১ বছর আগে
বিপিএল: লিগ পর্বে রংপুরকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করল কুমিল্লা
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের শেষ ম্যাচে ৭০ রানে রংপুর রাইডার্সকে হারিয়ে দলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুক্রবার রাজধানীর মিরপুরে এই জয় পায় দলটি।
তাদের লিগ পর্বের শেষ ম্যাচে ভিক্টোরিয়ান্সের জয় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নিশ্চিত করেছে। ফলে ১২ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।
একই দিনে এলিমিনেটরে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল ফরচুন বরিশালের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে কোন দল প্রতিযোগিতা থেকে বাদ পড়বে।
আরও পড়ুন: বিপিএল ২০২৩: ঢাকাকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে-অফে রংপুর
প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী ১৬ ফেব্রুয়ারি ফাইনালে যাবে। আর পরাজিতকে এলিমিনেটরের বিজয়ীর বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বিজয়ী হওয়া দলটি তারপর প্রথম কোয়ালিফায়ারের বিজয়ীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে ফাইনালে উঠবে।
শুক্রবারের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ রিজওয়ান এবং লিটন দাসের উদ্বোধনী জুটি একটি শক্তিশালী সূচনা করেছিলেন।
রিজওয়ান ২৪ রানে আউট হওয়ার আগে প্রথম উইকেটে ৪৩ রান সংগ্রহে অবদান রেখেছিলেন। এই চাপ সত্ত্বেও লিটন মাঝ পর্যন্ত দৃঢ় ছিলেন।
উচ্চাশা নিয়ে ক্রিজে এসেছিলেন সুনীল নারিন। কিন্তু তিনি তার শুরুটা ভালো করতে পারেনটি এবং মাত্র 8 রানে আউট হন। এটি দলকে একটি বড় ঝুঁকিতে ফেলে এবং রানের একটি নতুন উৎস খুঁজে বের করতে চাপে ফেলে।
তবে, লিটন দ্রুত এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ৩৩ বলে তিনটি বাউন্ডারি ও ছক্কায় ৪৭ রান করেন। প্রবল প্রচেষ্টা সত্ত্বেও তিনি চালিয়ে যেতে পারেননি। এরপর অধিনায়ক ইমরুল কায়েস ও জাকের আলী যথাক্রমে ১৯ ও ৩৪ রান করে স্কোরকার্ড টিকিয়ে রাখার দায়িত্ব নেন। নিঃসন্দেহে ভিক্টোরিয়ান্সের হয়ে তারকা খেলোয়ার ছিলেন খুশদিল শাহ, যিনি মাত্র ২০ বলে অসাধারণ ৪০ রানে অপরাজিত ছিলেন। দুটি চার এবং তিন ছক্কা মেরেছিলেন। সর্বোপরি এই ইনিংসটি ভিক্টোরিয়ানদের জন্য একটি চ্যালেঞ্জিং পোস্ট করতে সহায়ক ছিল।
কুমিল্লা ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭৭ রানের একটি শক্তিশালী স্কোরের মধ্য দিয়ে তাদের ইনিংস শেষ করে।
রাইডার্সের পক্ষে আজমতুল্লাহ ওমরজাই ৩৪ রান দিয়ে দু’টি উইকেট নেন।
আরও পড়ুন: বিপিএল-২০২৩: চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে টানা জয় ধরে রাখল ভিক্টোরিয়ান্স
১৭৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে রংপুর রাইডার্সের শুরুটা মোটেও ভালো হয়নি। কারণ, ওপেনার মোহাম্মদ নাইম মাত্র ৬ রানে আউট হন। রনি তালুকদার এবং রহমানুল্লাহ গুরবাজ ইনিংস স্থির করার চেষ্টা করেও উভয়ই যথাক্রমে মাত্র ১৩ এবং ২৯ রানের স্কোর নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
রংপুর রাইডার্স টম কোহলার-ক্যাডমোর, নুরুল হাসান এবং শামীম হোসেনের ওপর ভর করে ঘুড়ে দাঁড়ানোর প্রচেষ্টা চালায়। ব্যাট হাতে নিয়ে লড়াইও করে তারা।কিন্তু শেষ পর্যন্ত ১৭ ওভারে ১০৭ রানে অলআউট হয়ে তাদের মিশন ব্যর্থ হয়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলাররা অবশ্য দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। তানভীর ইসলাম দুইটি উইকেট, নারিন ও মুস্তাফিজুর রহমান যথাক্রমে দুইটি ও তিনটি উইকেট নেন। আন্দ্রে রাসেলও একটি উইকেট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৭০ রানের জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন: শেষ পর্যন্ত বিপিএলে ডিআরএস!
১ বছর আগে
বিপিএল ২০২৩: ঢাকাকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে-অফে রংপুর
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটরসকে দুই উইকেটে হারিয়ে মিরপুরে শুক্রবারের খেলায় প্লে-অফে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স।
ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাইডার্স।
শুরুতে মোহাম্মদ মিঠুন দুই বলে পাঁচ রান করে রান আউট হন এবং নাসির হোসেন ও সৌম্য সরকার দুজনেই দুই রান করেন।
আরিফুল হক ২৬ বলে ২৯ রান করে ইনিংসের নেতৃত্ব দেন এবং আবদুল্লাহ আল মামুন ২৭ বলে ২৩ রান করেন।
নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩০ রানে ইনিংস শেষ করে ঢাকা।
আরও পড়ুন: বিপিএল-২০২৩: বৃহস্পতিবার থেকে শেষ পর্বের টিকিট বিক্রি শুরু
রংপুরের আজমতউল্লাহ ওমরজাই চার ওভারে দুই উইকেট ও ২২ রান দিয়ে ম্যাচের সেরা বোলার ছিলেন।
জবাবে ব্যাট করতে নেমে রংপুরের শুরুটা ধীর ছিল, ওপেনার মোহাম্মদ নাঈম স্কোর করতে ব্যর্থ হন। তবে রনি তালুকদার ৩৪ ও অধিনায়ক নুরুল হাসান সোহানের ৬১ রানের জুটিতে জয় নিশ্চিত হয়।
ম্যাচের শেষ দিকে দ্রুত কিছু উইকেট হারানোর পরও জয় ধরে রেখে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করে রংপুর।
আরও পড়ুন: বিপিএল-২০২৩: খুলনা টাইগার্সকে চার রানে হারাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১ বছর আগে
মাশরাফিকে বাদ দিয়ে সাকিবকে দলে ভেড়ালো রংপুর রাইডার্স
ঢাকা, ৩১ জুলাই (ইউএনবি)- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে যার নাম সবার আগে আসবে তিনি হলেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা।
৫ বছর আগে
খুলনা টাইটান্সকে ৬ উইকেটে হারাল মাশরাফির রংপুর রাইডার্স
ঢাকা, ২২ জানুয়ারি (ইউএনবি)- বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইটান্সকে ৬ উইকেটে হারিয়েছে শক্তিশালী রংপুর রাইডার্স।
৫ বছর আগে
সাব্বিবের বিধ্বংসী ব্যাটিংয়েও জিতল না সিলেট
ঢাকা, ১৯ জানুয়ারি (ইউএনবি)- জাতীয় দল থেকে দূরে থাকা সাব্বির রহমান বিপিএলের এবারের আসরেও ছিলেন অনেকটা নিষ্প্রভ। কিন্তু শনিবার ওয়ার্নার-লিটনদের ব্যর্থতার দিনে দ্যুতি ছড়িয়েছেন তিনি।
৫ বছর আগে
রংপুর রাইডার্সে যোগ দিলেন ডি ভিলিয়ার্স
ঢাকা, ১৭ জানুয়ারি (ইউএনবি)- প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
৫ বছর আগে
মুস্তাফিজ চমকে শেষ ওভারে রংপুরকে হারাল রাজশাহী
ঢাকা, ১৩ জানুয়ারি (ইউএনবি)- বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) পেসার মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে শেষ ওভারে রংপুর রাইডার্সকে ৫ রানে হারিয়েছে রাজশাহী কিংস।
৫ বছর আগে
পোলার্ড ঝড়ের পর অ্যালিসের হ্যাটট্রিক, তারপরও ঢাকার কষ্টার্জিত জয়
ঢাকা, ১১ জানুয়ারি (ইউএনবি)- মিরপুরে রোমাঞ্চকর ও নাটকীয়তায় ভরপুর ম্যাচে রংপুর রাইডার্সকে দুই রানে হারিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।
৫ বছর আগে