গোখরা সাপ
কুষ্টিয়ায় বৃদ্ধার শোবার ঘরে ১৫টি গোখরা সাপের বাচ্চা
কুষ্টিয়ার খোকসায় একটি বাড়ির শোবার ঘরের মাটি খুঁড়ে ১৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে।
শুক্রবার (১৪ জুলাই) উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া কুঠিপাড়ার আছিয়া খাতুন নামের এক নারীর বাড়ি থেকে গোখরা সাপের বাচ্চাগুলো ধরেন স্থানীয় এক সাপুড়ে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় গরু চুরির সালিশে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০, ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ
ওই নারীর স্বামী আকমল শেখের মৃত্যুর পর থেকে তিনি তার ভাই রেজন মোল্লার বাড়ির একটি কাঁচাঘরে আশ্রিত রয়েছেন।
রেজন মোল্লা জানান, সকালে তার বোনের মাটির ঘর খুঁড়ে বেশ কয়েকটি জীবিত গোখরা সাপের বাচ্চা ধরা হয়। এসময় মাটির নিচে সাপের ডিমের ৩০টি খোসা পাওয়া যায়। তবে মা সাপটিকে পাওয়া যায়নি। জীবিত সাপের বাচ্চা সাপুড়েকে দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় পিটিয়ে মারা বিষধর সাপের বচ্চাগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ৪-৫ দিন ধরে তার বাড়িতে গোখরা সাপের একাধিক বাচ্চা দেখা যাচ্ছিল। প্রতিটি বাচ্চাই দুই থেকে আড়াই ফুট লম্বা। প্রতিদিনই দুই-একটি বাচ্চা সাপ পিটিয়ে মারা হয়।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় তার বোনের ঘর থেকে একে একে বের হয়ে আসে সাতটি সাপের বাচ্চা। প্রতিবেশীদের সহযোগিতায় সেগুলোকে পিটিয়ে মারা হয়। তার গোটা পরিবার এখন সাপ আতঙ্কে রয়েছে।
আছিয়া খাতুন বলেন, তিনি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নিজে যে এতদিন সাপের সঙ্গে বসবাস করছিলেন তা বুঝতে পারেননি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় গড়াই নদীর পার থেকে রাসেল ভাইপার সাপ উদ্ধার
কুড়িগ্রামে চলন্ত মোটরসাইকেলে বিষাক্ত সাপ, প্রাণে বাঁচল চালক
১ বছর আগে
ফরিদপুরে গোখরা সাপের ৫০টি বাচ্চা উদ্ধার
ফরিদপুরের শহরের টেপাখোলা এলাকা থেকে মঙ্গলবার দুপুরে ৫০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, জেলা সদরের চাঁদপুর থেকে আসা একটি যুবক সাপের বাচ্চা গুলো নিয়ে লোকজনের কাছ থেকে টাকা তুলছিল। বিষয়টি ভাল মনে হয়নি। এ কারণে বন বিভাগকে ফোন দিয়ে অভিযোগ করা হয়। পরে বনবিভাগের লোক এসে সাপ গুলো নিয়ে যায়।
ফরিদপুর বন বিভাগ ফরেস্টার জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা ৫০টি সাপের বাচ্চা উদ্ধার করি।
আরও পড়ুন: সীতাকুণ্ড ইকোপার্কে অজগর সাপের বাচ্চা অবমুক্ত
২ বছর আগে
যশোরে ৫৯টি বিষধর গোখরা সাপের ডিম উদ্ধার
যশোরে বিষধর গোখরা (কিং কোবরা) সাপের ৫৯টি ডিম উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে যশোর সদর উপজেলার গাওঘরা গ্রাম থেকে বন্যপ্রাণী অপরাধ দমন কর্মকর্তা মো. হাফিজুর রহমান ঢাকা থেকে এসে ডিমগুলো সংগ্রহ করেন।
স্থানীয়রা জানান, গাওঘরা গ্রামের আসাদুল ইসলাম রবিবার তার মাঠের জমিতে শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিলেন। এসময় কোদালের আঘাতে মারা যায় একটি বিষধর সাপ। পরে সাপটি যেখানে মারা যায় তার পাশে থাকা একটি গাছের শিকড়ের নিচ থেকে ৪৪টি বড় ও ১৫টি ছোট মোট ৫৯টি ডিম উদ্ধার করে।
আরও পড়ুন : ভালো নেই খুলনার সাপুড়ে সম্প্রদায়
স্থানীয়রা আরও জানান, ওই গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছেঘুরি ফাইন্ডেশনের কলেজ পড়ুয়া ছাত্ররা ডিমগুলো সংরক্ষণ করে খবর দেন ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহিরউদ্দিন আকন্দকে। তিনি সোমবার ঢাকা থেকে হাফিজুর রহমানকে পাঠান। হাফিজুর রহমান সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে ওই গ্রামে গিয়ে ডিমগুলোকে সংগ্রহ করে ঢাকায় নিয়ে যান।
আরও পড়ুন: পঞ্চগড়ে পাওয়া গেল বিরল প্রজাতির রেড কোরাল কুকরি সাপ
বন্যপ্রাণী অপরাধ দমন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, উদ্ধারকৃত ডিমগুলো গোখরা (কিং কোবরা) সাপের ডিম। ডিমগুলো ইনকিউবেটরে রেখে এর থেকে বাচ্চা ফুটানো হবে।
ডিমগুলো থেকে বাচ্চা বের হলে সেগুলোকে সুন্দরবনে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৬
ডিমগুলো উদ্ধারের সময় সামাজিক বন বিভাগ যশোর সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, যশোর অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, গ্রীন ওয়ার্ল্ড এনভাইরনমেন্টের নির্বাহী পরিচালক আশিক মাহমুদ সবুজ ও সদস্য নাজমুল হোসেন মিলন উপস্থিত ছিলেন।
৩ বছর আগে
রাজশাহীতে পাওয়া গেল ২৪ গোখরা সাপ
বাঘা উপজেলার একটি বাড়িতে ২৪টি বিষধর গোখরা সাপ পাওয়া গেছে।
৪ বছর আগে
কুষ্টিয়ায় ২৬টি ডিমসহ জোড়া গোখরা সাপ উদ্ধার
জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতপাড়ায় শনিবার ২৬টি ডিমসহ দুটি গোখরা সাপ উদ্ধার করেছে সাপুড়েরা।
৪ বছর আগে