আসামি গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধ: ঢাকায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামিকে ঢাকার দক্ষিণখান ও সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নকিব হোসেন আদিল সরকার ও মোখলেছুর রহমান মুকুল।
র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের এএসপি ইমরান খান জানান, সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তবে বিস্তারিত কিছু না জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, আজ দুপুরে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধে ৬ জনের মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধ: সাভারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নেত্রকোণার খলিলুরের মৃত্যুদণ্ড
সাংবাদিক আফতাব হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া আসামি গ্রেপ্তার
ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা।
বুধবার দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শালগ্রাম সীমান্ত এলাকা থেকে আসামি রাজু মুন্সীকে গ্রেপ্তার করা হয়।
রাজু মুন্সী (২৫) পটুয়াখালী জেলার নুরুল ইসলাম মুন্সীর ছেলে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেপ্তার: র্যাব
খবর পেয়ে এটিইউ-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায় এবং সীমান্ত এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে।
২০১৩ সালের ২৫ ডিসেম্বর একুশে পদকপ্রাপ্ত দৈনিক ইত্তেফাকের আফতাব আহমেদকে (৭৮) তার পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়।
পরে চালক হুমায়ুন, হাবিব ও বিল্লাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন যে, বাড়িতে ডাকাতি করার সময় তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
পুলিশ জানায়, বিল্লাল তার বাসা থেকে ৭২ হাজার টাকা লুট করে এবং হত্যার সঙ্গে জড়িতদের সঙ্গে টাকা ভাগ করে নেয়।
এছাড়া আফতাব ২০০৬ সালে একুশে পদক পান।
এ ঘটনায় আফতাবের ছেলে মনোয়ার আহমেদ সাগর রামপুরা থানায় অভিযোগ দায়ের করেছেন।
পরে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে।
২০১৭ সালের ২৮ মার্চ মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল রাজুসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে সাত বছরের কারাদণ্ড দেয়।
এদিকে, হাইকোর্টও নিম্ন আদালতের পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ বহাল রেখেছেন।
এছাড়া ২০১৩ সালে পুলিশ রাজুকে গ্রেপ্তার করে এবং আদালত থেকে জামিন পেয়ে আত্মগোপনে চলে যান।
আরও পড়ুন: না.গঞ্জে পাওয়ার প্লান্টের চীনা কর্মীদের আবাসস্থলে হামলা ও ডাকাতি, গ্রেপ্তার ৫
বাসাইলের সাবেক ইউএনও মঞ্জুরের বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা
সিরাজগঞ্জে গৃহবধু ধর্ষণ মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে অভিযান চালিয়ে গৃহবধু ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শাহজাদপুর উপজেলার নুকালি গ্রামের মৃত রমজান আলীর ছেলে শের আলী (৪৮) ও একই গ্রামের লতিফ সরকারের ছেলে ইয়াসিন আলী (৩৫)।
র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার লেফট্যানেন্ট মো.আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার পলাতক ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় শিশু ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ২
মাদারীপুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর সদরে ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার উপজেলার আংগুলকাটা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মনির ফকির (৪৫)উপজেলার চর গোবিন্দপুর গ্রামের ছত্তার ফকিরের ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, গত ২ অক্টোবর সকাল ১০টার দিকে স্হানীয় আট বছরের এক শিশুকে নির্জন স্হানে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা করে মনির ফকির।এ সময় শিশুটির চিৎকার করে তিনি পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মনির ফকিরকে আসামি করে মাদারীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে।
আরও পড়ুন: উত্তরা থেকে সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তার করেছে র্যাব
ওসি জানান,মনির ফকিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিককে খুন, ৭ বছর পর আসামি গ্রেপ্তার
সাত বছর আগে কিশোরগঞ্জে হত্যা মামলার এক নারী আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার লাইলী (২৫) ময়মনসিংহের নান্দাইল থানার বীর কামাটখালী এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
শুক্রবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, হত্যা মামলার ওয়ারেন্ট ও চার্জশিটভুক্ত পলাতক আসামি লাইলী চট্টগ্রামের হাটহাজারী এলাকায় লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারীর পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: আদিতমারীতে স্ত্রীর মাথা ন্যাড়া করার অভিযোগে স্বামী গ্রেপ্তার
তিনি জানান, ২০১৫ সালে কিশোরগঞ্জের সদর থানা এলাকায় ১২ সদস্যের ডাকাত দল একটি বাড়িতে ডাকাতি করতে যায়। বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করার পর তারা জানতে পারে বাড়ির মালিক বাসায় একা থাকে। এ সুযোগে তারা বাড়ির মালিককে হত্যা করে লাশ লুকানোর চেষ্টা করে। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মামলা হলে কয়েকজন ডাকাত সদস্যকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হলেও মামলার অন্যতম আসামি লাইলী অধরাই থেকে যায়। ৭ বছর দরে লায়লী চট্টগ্রামেই আত্মগোপনে ছিল।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার
র্যাবের মতে, গ্রেপ্তারের পর লাইলী স্বীকার করেছেন তিনি ওই ডাকাত দলের একজন সক্রিয় সদস্য ও সেদিনের ডাকাতি, হত্যা করে লাশ গুমের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
আসামি লাইলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব।
বাগেরহাটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: আরেক আসামি গ্রেপ্তার
বাগেরহাটে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার এনামুল হাওলাদার (৩৫) মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া গ্রামের মুনছুর আলী হাওলাদারের ছেলে। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: বাসা থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ৪
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, শুক্রবার জিলবুনিয়া গ্রাম থেকে এনামুলকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে বৃহস্পতিবার মামলার প্রধান আসামি রিয়াজ শিকদারকে (৩৮) কচুয়া উপজেলার বাগমারা এলাকা থেকে র্যাব-৬ গ্রেপ্তার করে বলেও জানান ওসি।
আরও পড়ুন: বাগেরহাটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার আল-আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, বুধবার মোরেলগঞ্জ থানায় রিয়াজসহ ১০ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হওয়ার পর আমরা ছায়া তদন্ত শুরু করি।
গত মঙ্গলবার দিবাগত রাতে ১০ জনের এক ডাকাত দল ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
নারায়ণগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামি মো. কাউসার আহম্মেদ হিমেল ওরফে কালুকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১১।
মঙ্গলবার র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: খুলনায় শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ১৬ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় এক স্কুল ছাত্রী (১৪) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় জেলার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়।
মামলায় আসামি হৃদয় গ্রেপ্তার হলেও কালু সহ অন্যান্য আসামিরা পলাতক ছিলেন। সোমবার র্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লার দাউদকান্দি থেকে মামলার অন্যতম প্রধান আসামি মো. কাউসার আহম্মেদ হিমেল ওরফে কালুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামলার অন্যান্য পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রাকচাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
র্যাব জানায়, আসামি মো.কাউসার আহম্মেদ হিমেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা ও দুইটি হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এছাড়া তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নারায়ণগঞ্জে পলাতক আসামিসহ আটক ৫
পৃথক অভিযানে সোমবার নারায়ণগঞ্জের বন্দর ও রূপগঞ্জ হতে এক পলাতক আসামিসহ পাঁচ জনকে আটক করেছে র্যা ব-১১। আটকদের মধ্যে চার জন চাঁদাবাজ রয়েছে বলে দাবি করেছে র্যাব।
আটকরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উত্তর রূপসীর গ্রামের মৃত নোয়াব ভূঁইয়া ছেলে ওয়ারেন্টভুক্ত পলাতাক আসামি ইয়াকুব ভূঁইয়া (৩৫), একই উপজেলার তারাব হাটিপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে মো. রাসেল (৩৭), একই এলাকার মৃত রজন আলীর ছেলে মো. নুর আলম (৩২), নারায়ণগঞ্জ বন্দরের বেপারীপাড়া এলাকার লাল বাদশাহের ছেলে মো. ফয়সাল (৩০) ও একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে মো. আরিফ (৪০)।
আরও পড়ুন: যশোরে গাঁজাসহ আটক ২ : র্যাব
মঙ্গলবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যায় বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ফরাজীকান্দা এলাকায় পরিবহনে চাঁদাবাজি করার সময় দুই জনকে হাতে-নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
পৃথক অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন হাটিপাড়া এলাকায় চাঁদাবাজি করার সময় হাতে-নাতে আরও দুই জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১: র্যাব
এদিকে, একই রাতে র্যা ব-১১ এর অপর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন উত্তর রূপসী এলাকা হতে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতাক আসামি ইয়াকুব ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি ব্যবসায়িক উদ্দেশ্যে চেক ইস্যু করে বিভিন্ন সময় ঋণ নিয়ে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর পাওনাদার তার কাছে পাওনা টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করে তিনি সময়ক্ষেপণ করতে থাকে এবং পাওনাদারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে ভুক্তভোগী পাওনাদার বাদী হয়ে ইয়াকুব ভূঁইয়ার বিরুদ্ধে আদালতে সিআর মামলা দায়ের করেন।
এছাড়া আটকদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর ও রূপগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি দল।
শনিবার রাতে মোহনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসির (২০) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ধোবাকলএলাকার মানিক মিয়ার ছেলে।
আরও পড়ুন: ঝিনাইদহে কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০০ সালে দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহার নামীয় মূল আসামি নাসির রাজশাহীর মোহনপুর এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জে র্যাব ক্যাম্পের একটি দল শনিবার রাত সোয়া ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে নাসিরকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ফরিদপুরে রাজু হত্যার আসামি গ্রেপ্তার, মুসলিম রীতিতে দাফনের আবেদন স্ত্রীর
নাসিমকে পার্বতীপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তি উল্লেখে করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ২২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফরিদপুরে রাজু হত্যার আসামি গ্রেপ্তার, মুসলিম রীতিতে দাফনের আবেদন স্ত্রীর
মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মাঝকান্দির দাসপাড়া গ্রামের রাজু সাহা (২২) হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।