অক্সিজেন সিলিন্ডার
রাঙামাটিতে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, ৫০ বেডের বিশেষ আইসোলেশন সেন্টার চালু
রাঙামাটিতে বর্তমানে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। প্রতিদিন জেলা শহর ছাড়াও অন্য উপজেলাগুলোতেও করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে।
এদিকে করোনা রোগীদের জন্য ৫০ বেডের বিশেষ আইসোলেশন সেন্টার খোলা হয়েছে।
করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত রাঙামাটিতে মোট ১৯ জন মারা গেছেন। সর্বশেষ মৃত্যু ঘটেছে গত ১৬ জুন। কাউখালী উপজেলার একজন ৬৮ বছরের নারী এদিন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
আরও পড়ুন: দেশে করোনা আক্রান্ত ৯ লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ১১২
রাঙামাটিতে সর্বশেষ (২৮ জুন পর্যন্ত) নতুন ৯৭টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ১৬ জন। নতুন শনাক্তের মধ্যে রাঙামাটি সদরে ১০, বাঘাইছড়িতে ৪ ও নানিয়ারচর উপজেলায় দুজন। বর্তমানে ১১৫ জন চিকিৎসাধীন আছেন।
রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, করোনা রোগীদের জন্য রাঙামাটি সরকারি কলেজের একটি ভবনকে করোনা রোগীদের জন্য ৫০ বেডের বিশেষ আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। বর্তমানে ১১ জন রোগী আছে সেখানে।
সেখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা না থাকলেও অক্সিজেন সিলিন্ডার পর্যাপ্ত আছে বলে তিনি জানান।
আরও পড়ুন: জুলাই মাসে ব্যাপকভাবে টিকাদান শুরু হবে: প্রধানমন্ত্রী
এদিকে, মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে রাঙামাটিতে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে সার্বক্ষণিক মাঠে রয়েছে রাঙামাটি জেলা পুলিশ।
করোনা পরিস্থিতি মোকাবিলায় রাঙামাটির সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
৩ বছর আগে
তুরস্কে হাসপাতালের আগুনে ৯ কোভিড রোগীর মৃত্যু
তুরস্কে কোভিড-১৯ রোগী চিকিত্সাধীন একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শনিবার নয়জন মারা গেছেন বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।
৪ বছর আগে
কোভিড-১৯: অনুমানের ভিত্তিতে ওষুধ মজুদ না করার আহ্বান কাদেরের
মহামারি ও উদ্বেগের এ সময়ে কোভিড-১৯ চিকিৎসার জন্য অনুমান করে ওষুধ মজুদ না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
৪ বছর আগে