কঠোর অবস্থান
মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে: কৃষিমন্ত্রী
মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
তিনি বলেন, মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন: উৎপাদন বৃদ্ধির জন্য বীজ-সার ও কৃষি উপকরণ সহায়তা বাড়ানো হবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর।’
সোমবার (১১ মার্চ) সচিবালয়ে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, রোজায় পণ্যের সরবরাহের ঘাটতি নেই। তাই দাম বেড়ে যাওয়ারও সুযোগ নেই।
সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা সিন্ডিকেট করছে তাদের ধরিয়ে দিন এবং তাদের বিরুদ্ধে নিউজ করুন। কোথাও সিন্ডিকেটের খবর পেলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের অফিসাররা সেখানে গিয়ে হাজির হবে। সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
আরও পড়ুন: ফসলি জমি রক্ষা এবং মজুতদারি রোধে জেলা প্রশাসকদের সহযোগিতা চান কৃষিমন্ত্রী
টেকসই খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন: কৃষিমন্ত্রী
৯ মাস আগে
নগরীর বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে কুমিল্লা জেলা প্রশাসন
ঈদপরবর্তী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ নগরীর বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। ৪০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলেছে।
শুক্রবার সকাল থেকে পদুয়ার বাজার বিশ্বরোডে চেকপোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ
আরও পড়ুন: বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
তিনি জানান, কঠোর বিধিনিষেধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকাল ৬টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়সহ নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। এ ছাড়া শহরে প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে। কোনো গণপরিবহন চলতে দেয়া হচ্ছে না। জরুরি প্রয়োজনে যারা বের হয়েছে, তাদের মাস্ক বিতরণ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-চাঁদপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ও নগরীর কান্দির পাড়, টমছমবব্রিজ, জাঙ্গালিয়া, শাসনগাজাসহ কয়েকটি স্থানে চেক পোস্ট বসিয়ে অভিযান চলছে। শুরুতে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। যারা বিনা কারণে বের হয়েছে, তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো জরিমানা আদায় হয়নি বলে জানা গেছে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন জব্দ
এদিকে, কুমিল্লা জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনী মাঠে আছে। কুমিল্লা নগরীতে ছয় জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চলছে। এ ছাড়া ১৭টি উপজেলার প্রতিটিতে ইউএনও, এসি ল্যান্ডের নেতৃত্বে ৩৪টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।
৩ বছর আগে
রাজস্ব ফাঁকি রোধে বেনাপোল বন্দরে কঠোর অবস্থান কাস্টমস কর্তৃপক্ষের
বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা, দ্রুত পণ্য খালাস ও রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থান নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
৪ বছর আগে