সেরা উপহার
বাবাকে দেয়া বাবা দিবসের সেরা উপহার
প্রখ্যাত ইংরেজী কবি জর্জ হার্বার্ট বলেছিলেন, ‘একজন বাবা শতাধিক স্কুল মাস্টারের চেয়েও বেশি কিছু।’ সন্তানের জন্য প্রত্যেক ভালো বাবাই তার আজীবনের অভিভাবক, পরামর্শদাতা এবং সবচেয়ে ভালো বন্ধু। আজ ২১ জুন। সন্তানদের লালন-পালন করতে গিয়ে প্রতিটি বাবার সংগ্রাম ও বেদনার কথা স্মরণ করে এদিনটিকে বিশ্বব্যাপী ‘বাবা দিবস’ হিসেবে পালন কার হয়। করোনা মহামারি সময়েও এর ব্যতিক্রম হচ্ছে না। বাবাদের জন্য এ দিনটি বিশেষ করে তুলতে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কী? দিবসটিকে আপনার বাবার কাছে স্মরনীয় করে রাখতে কী ধরনের উপহার তার জন্য কিনে আনতে পারেন সে সম্পর্কে ধারণা পেতে পড়ুন আমাদের আজকের এ নিবন্ধটি।
১৯৯৪ দিন আগে