বাস উল্টে নিহত
ইরাকে তীর্থযাত্রী বহনকারী বাস উল্টে নিহত ১৮
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তীর্থযাত্রীদের কারবালা শহরে বহনকারী একটি বাস উল্টে ১৮ জন নিহত হয়েছেন। বিষয়টি দেশটির মেডিকেল কর্মকর্তারা জানিয়েছেন।
বিশ্বের বৃহত্তম বার্ষিক জনসমাগম হিসেবে বিবেচিত আরবাইনের শিয়া তীর্থযাত্রার জন্য প্রতি বছর লাখ লাখ বিশ্বাসী এই শহরে জড়ো হন। ইরাকের বিভিন্ন অংশ থেকে, পাশাপাশি ইরান ও উপসাগরীয় দেশগুলো থেকেঅ তীর্থযাত্রীরা আসেন, অনেকে পায়ে হেঁটে কারবালার পথে যাত্রা করেন।
নাম প্রকাশ না করার শর্তে ২ ইরাকি চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদ থেকে প্রায় ৫৫ মাইল (৯০ কিলোমিটার) উত্তরে বালাদ শহরের কাছে বাসটি উল্টে যায়।
কর্মকর্তারা বলেন, নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্যে ১০ জন ইরানি, ২ জন ইরাকি (বাসচালক ও তার ছেলে) এবং ৬ জন অজ্ঞাত পরিচয়ের নাগরিক।
আরও পড়ুন: ইরাকে বিস্ফোরণে ৯ পুলিশ নিহত: কর্তৃপক্ষ
ইরাকে কুর্দি যোদ্ধাদের হামলায় ৬ তুর্কি সেনা নিহত : আঙ্কারা
১ বছর আগে
ভারতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৮, আহত ২০
ভারতের কর্ণাটক রাজ্যে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত আটজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে রাজ্যের তুমকুর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানায়, বেসরকারি এ বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই শিক্ষার্থী। সকালে পাভাগাদা যাওয়ার পথে রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে ৭৫ কিলোমিটারের বেশি দূরে তুমকুর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমে বলেন, ‘বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। এক পর্যায়ে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় পাভাগাদার কাছে মারাত্মক এ দুর্ঘটনা ঘটে।’
আরও পড়ুন: করোনার প্রকোপ কমায় ভারতজুড়ে হোলি উদযাপিত
তিনি বলেন, ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয়। অন্য চারজন পার্শ্ববর্তী সরকারি হাসপাতালে নেয়ার পথে মারা যান। এছাড়া আহত ২০ জনকে একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাসের চালকের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এ ঘটনায় ভারতের ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
২ বছর আগে
চাঁদপুরে বাস উল্টে ২ নারী নিহত, আহত ৩০
জেলার শাহরাস্তিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে উল্টে পড়ে ঘটনাস্থলেই দুই নারী যাত্রী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
৩ বছর আগে
কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নারী নিহত, আহত ১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।
৪ বছর আগে
চট্টগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী পিকআপকে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসটির দুজন যাত্রী নিহত ও অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন।
৪ বছর আগে