দেশীয় অস্ত্র উদ্ধার
যুবলীগ নেতার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, স্ত্রী আটক
শরীয়তপুরে এক যুবলীগ নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ভোজেশ্বর ফাঁড়ি ও নড়িয়া থানা পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি এলাকায় যুবলীগের ওই নেতার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নড়িয়া থানায় নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তাকে অস্ত্র ব্যবহারের অনুমতি
যুবলীগ নেতা আলী হোসেন মোল্লা ভোজেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
ভোজেশ্বর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হারুন বলেন, আলী হোসেনের বাড়িতে বিজয় দিবসের অনুষ্ঠানে গিয়ে দেখা যায়, সেখানে এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে পালাচ্ছেন। পরে তার বাড়ি তল্লাশি চালিয়ে রামদা, তলোয়ার, ছুরিসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আলী হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়।
৬ দিন আগে
চট্টগ্রামে দেশীয় অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক
চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই সময় পাঁচ জন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাব-৭।
লালখান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কুমিল্লার দাউদকান্দি থানার পিপিয়াকান্দি গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে মো. আরিফ হোসেন লোকমান (২৭), চট্টগ্রাম মহানগরের খুলশী থানার মসজিদ কলোনির মো. রিপনের ছেলে মো. হৃদয় (২০), একই থানার হাই লেভেল রোড এলাকার মো. কামালের ছেলে মো. আরিফ (১৯), তুলাপুকুরপার গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. শুকুর (২১) ও একই গ্রামের মো. মান্নান মিয়ার ছেলে মো. মীর হোসেন (১৯)।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
রবিবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অধিনায়ক মো. নূরুল আবছার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৩ অক্টোবর (শনিবার) ভুক্তভোগী এক ব্যক্তি র্যাব-৭, চট্টগ্রামে অভিযোগ করেন যে, গত ১৮ অক্টোবর (সোমাবার) চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকায় নির্মাণাধীন বাড়ির কাজ শুরু করলে কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্য তার কাছে চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তিন দিনের মধ্যে টাকা না দিলে কাজ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়। পরবর্তীতে তিনি কাজ শুরু করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা শ্রমিকদের মারধর করে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা দিলেই কাজ শুরু করা যাবে বলে হুমকি দেয়।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করার লক্ষ্যে একই তারিখে দুপুর ১টার দিকে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদাবাজির নগদ ৪৪ হাজার ৫০০ টাকাসহ অভিযুক্ত মো. আরিফ হোসেন লোকমান, মো. হৃদয়, মো. শুকুর, মো.আরিফ, মো. মীর হোসেনদের আটক করা হয়। পরবর্তীতে তাদের মধ্যে একজনের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ধারালো ছুরি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১: র্যাব
গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র প্রশর্দন করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।
৩ বছর আগে
র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
নরসিংদী অভিযানের মাধ্যমে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় দুই যুবককে আটকের কথা জানিয়েছে র্যাব।
র্যাব ১১ এর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এই তথ্য জানানো হয়।
আটকরা হলেন- নরসিংদী সদর উপজেলার নবীপুর গ্রামের মৃত আ. মোত্তালিবের ছেলে তারা মিয়া (২২) ও একই এলাকার খোরশেদ আলমের ছেলে সুজন (৩৫)।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ শুক্রবার ভোর ৫টায় সময় জানতে পারে যে, নরসিংদীর সদর থানাধীন বালুয়াঘাট বাজার এর উত্তর পার্শ্বে ব্রিজের উত্তর দিকে ফাঁকা জায়গায় কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্য চালানোর জন্য অবস্থান করছে। এমন সংবাদে র্যাব সদস্যরা সেখানে যান এবং দেশীয় অস্ত্রসহ দুই যুবককে হাতে নাতে আটক করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি কৌশলে সেখানে থেকে পালিয়ে যায়। পরে আটদের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে চাঁদাবাজির অর্থসহ আটক ৫: র্যাব
র্যাব জানায়, আটক যুবকরা নরসিংদী দীর্ঘদিন থেকে দেশীও অস্ত্র প্রদর্শন ও ব্যবহার করে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছিলেন।
আটক আসামিদেরকে নরসিংদীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
৩ বছর আগে
কুষ্টিয়ায় বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে