জঙ্গি আস্তানা
মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিলসাইড’ চালাচ্ছে সিটিটিসি
মৌলভীবাজারের পূর্ব তাকতিউলিতে জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১২ আগস্ট) সকালে‘অপারেশন হিলসাইড’ নামে এ অভিযান শুরু করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে নতুন জঙ্গি সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ফারুক হোসেন চলমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট শনিবার সকালে গোপন আস্তানা থেকে উদ্ভূত সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই অভিযান শুরু করে।
আরও পড়ুন: আদালত থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গি সোহেলের স্ত্রী গ্রেপ্তার
বান্দরবানে জামাতুল আনসারের প্রশিক্ষক কমান্ডারসহ ৮ জঙ্গি গ্রেপ্তার: র্যাব
১ বছর আগে
জগন্নাথপুরে সন্দেহজনক ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সন্দেহজনক ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ। রবিবার (৮ জানুয়ারি) সকাল থেকে উপজেলার আষাঢ়কান্দি ইউনিয়নের ফেচী আটঘর এলাকার ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
আরও পড়ুন: আদালত চত্বর থেকে ২ জঙ্গি ছিনতাই: গ্রেপ্তার রাফির ৭ দিনের রিমান্ড
সুনামগঞ্জ (জগন্নাথপুর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শুভাশিস ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিত্যক্ত বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও বোমা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে রবিবার সকালে পুলিশের একটি দল বাড়িটি ঘিরে ফেলে।
বাড়ির মালিক সিলেট নগরীর বাসিন্দা বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছেছে।
আরও পড়ুন: রাজধানীতে আল কায়েদা অনুপ্রাণিত ৬ জঙ্গি গ্রেপ্তার: সিটিটিসি
দুই জঙ্গির পলায়নকে 'ব্যর্থতা' বলেছেন র্যাব মহাপরিচালক
১ বছর আগে
নীলফামারীতে ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক ৫
নীলফামারী জেলার সদর উপজেলার পুটিহারি এলাকার একটি বাড়ি থেকে শনিবার ভোরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ব্যক্তিরা হলেন, আব্দুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম,ওয়াহেদুল আলী,মাহমুদ ও রহিদুল। ওয়াহেদুল জেএমবির রংপুর শাখার সামরিক প্রধান বলে র্যাব জানিয়েছে।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার ভোরে ওই এলাকার একটি বাড়ি ঘিরে ফেলে।
পরে দলটি বাড়িতে ঢুকে সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে আটক করে। তাদের কাছ থেকে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বেশ কিছু বিস্ফোরক পদার্থ,অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: নীলফামারীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘেরাও
রাজধানীতে জঙ্গি সংগঠনের এক ‘সদস্য’ গ্রেফতার
২ বছর আগে
নীলফামারীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘেরাও
নীলফামারী সদর উপজেলার পুটিহারি এলাকায় শনিবার ভোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আরও পড়ুন: ফতুল্লায় ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ ও ডিবি, আটক ৩
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার ভোরে ওই এলাকার একটি বাড়ি ঘিরে ফেলে।
পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ি থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মোহাম্মাদপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, নিহত ২
খবর পেয়ে রংপুর থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।
২ বছর আগে
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে কাজীপাড়া এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শেষ করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
অভিযানে চারটি রিমোট কন্ট্রোল, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করেছে সিটিটিসি।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে কাজিপাড়া এলাকায় অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে সিটিটিসি
তিনি জানান, তিনদিন আগে মিরপুর থেকে বামসি বারেক ওরফে সাব্বিরসহ তিন জঙ্গিকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে সিটিটিসি। পরে বারেকের দেয়া তথ্য অনুযায়ী একটি টিম সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ এলাকা থেকে মেজর ওসামা ওরফে নাঈমকে গ্রেপ্তার করে।
আসাদুজ্জামান বলেন, ওসামা ওরফে নাঈম নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। তিনি নিজে বোমা তৈরি করেন এবং বোমা তৈরির প্রশিক্ষক। তিনি মদনপুরের কাজিপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং একটি স্থানীয় মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওসামার বাসা থেকেই এসব বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে তিনি তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর থেকে বাড়িতে একাই থাকতেন এবং বোমা তৈরি করে আসছিলেন।
এদিকে, রবিবার সন্ধ্যায় প্রায় আড়াই ঘণ্টা ঘিরে রাখার পর আড়াইহাজারে নোয়াপাড়া এলাকার মিয়াবাড়ির মসজিদের পাশে একটি কক্ষ থেকে তিনটি বোমাসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এসময় তিনটি আইইডি ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
আরও পড়ুন: চট্টগ্রামে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
চট্টগ্রামে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযাগে সিরিয়া ফেরত যুবক গ্রেপ্তার
৩ বছর আগে
নারায়ণগঞ্জে সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে সিটিটিসি
জেলার আড়াইহাজারের নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
রবিবার বিকালে জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালাচ্ছে সিটিটিসি।
সিটিটিসির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ টিমের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ চৌধুরী বলেন, গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি নব্য জেএমবির সক্রিয় সদস্য।
আরও পড়ুন:চট্টগ্রামে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার আহমেদুল ইসলাম বলেন, গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়। ওই ঘটনা তদন্তে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই বোমা আড়াইহাজারে এই আস্তানায় তৈরি করা হয়। নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় একটি মাদরাসার পাশে ওই বাড়িতে অভিযান চলছে।
সিটিটিসির একজন কর্মকর্তা বলেন, আমরা সতর্ক অবস্থানে থেকে বাড়িটি ঘিরে রেখেছি। পর্যবেক্ষণ শেষে সেখানে অভিযান চালানো হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযাগে সিরিয়া ফেরত যুবক গ্রেপ্তার
রাজধানীতে জঙ্গি সংগঠনের এক ‘সদস্য’ গ্রেফতার
৩ বছর আগে
সিরাজগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ র্যাবের অভিযান সমাপ্ত
শাহজাদপুর উপজেলা পৌর এলাকায় উকিলপাড়া মহল্লায় ‘জঙ্গি আস্তানায়’ র্যাবের অভিযান সমাপ্ত হয়েছে।
৪ বছর আগে
সিরাজগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, আটক ৪
শাহজাদপুর উপজেলার পৌর এলাকার উকিলপাড়া মহল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাব।
৪ বছর আগে
ফতুল্লার সরঞ্জামের সাথে ঢাকায় বিস্ফোরিত বোমার মিল রয়েছে: পুলিশ
নারায়ণগঞ্জ, ২৩ সেপ্টেম্বর (ইউএনবি)- নারায়ণগঞ্জের ফতুল্লার ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়ে বিস্ফোরক ও বোমা তৈরির যেসব সরঞ্জাম পাওয়া গেছে তার সাথে সম্প্রতি ঢাকায় হওয়া বিস্ফোরণের আলামতের মিল রয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
৫ বছর আগে
ফতুল্লায় ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ ও ডিবি, আটক ৩
নারায়ণগঞ্জ, ২৩ সেপ্টেম্বর (ইউএনবি)- সদর উপজেলা ফতুল্লার টোক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে সোমবার সাবেক এক ব্যাংক কর্মকর্তার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
৫ বছর আগে