হকার্স মার্কেট
নারায়ণগঞ্জ হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৩০ দোকান, আহত ৫
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে হকার্স মার্কেটে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন না নিভলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, ‘খবর পাওয়ামাত্রই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।’
আরও পড়ুন: গাজীপুরে আগুনে পুড়ল ১৬ দোকান
এদিকে মুন্না নামে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, হকার্স মার্কেটে অধিকাংশ জামাকাপড়ের দোকান। তার দোকানটিতে কিছুদিন আগে ২০ লাখ টাকার মালামাল কিনে রেখেছিলেন। আগুনে তার অধিকাংশ মালামাল পুড়ে হয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শনে আসা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ বলেন, হকারদের পুনর্বাসনের জন্য সিটি করপোরেশনের উদ্যোগে টিনশেডের ৬৪২টি ছোট দোকানঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল। মার্কেটে দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তায় চেম্বার অব কমার্স ও সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান মাকছুদুল আলম।
১৩৯ দিন আগে
গাজীপুর হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, ৩৩টি দোকান পুড়ে ছাই
গাজীপুরের কোনাবাড়ির বিসিক এলাকায় ৩৩ টি দোকান আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (১১ জুলাই) রাতে বিসিক সংলগ্ন হকার্স মার্কেটের পেছন দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে জয়দেবপুর, কাশিমপুর ডিবিএল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: মহারাষ্ট্রে বাস দুর্ঘটনার পর আগুন লেগে নিহত ২৫
তিনি বলেন, এসময় আগুনে মার্কেটের ৩৩টি দোকানের মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
তবে তদন্ত ছাড়া আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে না বলেও জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: খুলনার সোনাডাঙায় কাগজের গোডাউনে আগুন ১ ঘন্টা পর নিয়ন্ত্রণে
মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের বর্জ্যের স্তূপে লাগা আগুন ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
৮৭৬ দিন আগে
সিলেটে হকার্স মার্কেটে আগুন নিয়ন্ত্রণে
সিলেট সিলেট নগরীর লালদীঘিরপার এলাকার হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সোমাবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ বলেন, রবিবার রাত সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট দীর্ঘ তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আরও পড়ুন: স্বামীর দেয়া আগুনে দগ্ধ সাদিয়ার মৃত্যু
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
মার্কেটের সেক্রেটারি আব্দুস ছুবহান জানান, মার্কেটের ৫নং গলির বিসমিল্লাহ স্টোর নামের রেডিমেইড কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এর পরই অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে একটি সিগারেটের গুদামসহ মার্কেটের ৩, ৪ ও ৫ নং গলিতে ২০টি কাপড়ের দোকান পুড়ে গেছে। অনেকের দোকানের মালামাল লুটপাটও হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর বিজয়নগরে বাণিজ্যিক ভবনে আগুন
প্রসঙ্গত, টিন দিয়ে নির্মিত মার্কেটটিতে অন্তত তিন হাজারেরও বেশি দোকান রয়েছে। মার্কেটের ৯০ ভাগই শাড়ি-লুঙ্গি ও রেডিমেইড কাপড়ের দোকান। এসব দোকানে পাইকারি ও খুচরা কাপড় বিক্রি হয়।
১৩১৩ দিন আগে
করোনায় বগুড়ায় ২ ব্যবসায়ীর মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে জেলায় মোট ১০৯ জন আক্রান্তের হয়েছেন।
১৯৯১ দিন আগে