হজ পালন
বিমানের বিশেষ ব্যবস্থাপনায় সৌদি আরবে ২১ জন হজযাত্রী
হজ পালনের জন্য ২১ জন হজযাত্রীকে হজ-পূর্ব ফ্লাইট শিডিউল শেষে বিশেষ ব্যবস্থাপনায় সৌদি আরব নিয়ে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
হজ-পূর্ব ফ্লাইট শেষ হওয়ায় এবং কোনো এয়ারলাইন্স যাত্রী পরিবহনে রাজি না হওয়ায় ওই ২১ জনের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়ে।
এ অবস্থায় তাদের সাহায্যে এগিয়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
পরে বুধবার সৌদি আরবের বিশেষ অনুমতিক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিজি-১৩৫ (ঢাকা-চট্টগ্রাম-জেদ্দা) ফ্লাইটে হজযাত্রীদের পাঠাতে সক্ষম হয়।
গত ১০ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ-পূর্ব ফ্লাইট শেষ হয়।
৪ মাস আগে
ওমরাহ করতে গিয়ে বাংলাদেশির ইন্তেকাল
পবিত্র ওমরাহ হজ পালন করতে গিয়ে সৌদি আরবের পবিত্র মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি ইন্তেকাল করেছেন।
রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সৌদি আরবের মক্কায় অবস্থান কালীন সময়ে তিনি মৃত্যু বরণ করেন।
আরও পড়ুন: বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের ইন্তেকাল
মক্কায় মারা যাওয়া শফিকুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। তিনি যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঠিকাদার ব্যবসায়ী ছিলেন।
মৃত্যুকালে তার স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এছাড়া তার বাড়ি উপজেলার ৯ নং ইউনিয়নের চরমধুরা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেন শফিকুর রহমানের স্ত্রী ও দুই মেয়ে ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
তারা জানান, গত ২৬ জানুয়ারি শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যান। সেখানেই তিনি রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
এদিকে হাজী শফিকুর রহমানের মৃত্যুতে ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য ড. মুহম্মদ শামছুল হক ভুঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীসহ অন্যান্য নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ‘সালাম সালাম হাজার সালাম’ খ্যাত ফজল-এ-খোদার ইন্তেকাল
গাইবান্ধা-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ড. ফজলে রাব্বীর ইন্তেকাল
১ বছর আগে
সীমিত পরিসরে হজ পালন সঠিক সিদ্ধান্ত: ঢাকা
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর খুব সীমিত পরিসরে হজ পালনের সৌদি সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তকে বাংলাদেশ সঠিক বলে মনে করে।
৪ বছর আগে