জাতীয় মানবাধিকার কমিশন
নবজাতকের কপাল কাটা: পরিবারের পাশে জাতীয় মানবাধিকার কমিশন
ফরিদপুরে আল মদিনা প্রাইভেট হাসপাতালে নবজাতকের কপাল কাটার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্বপ্রণোদিত হয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে অভিযোগ নিয়েছেন কমিশন।
এর আগে জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত করে ঘটনার সত্যতা পায় জাতীয় মানবাধিকার কমিশন। এর জের ধরে আগামী ৪ এপ্রিল ২০২২ কমিশনের ভার্চুয়াল কোর্টে উপস্থিত হওয়ার জন্য আল মদিনা হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর বুধবার একটি নোটিশ জারি করেছে কমিশন।
আরও পড়ুন: ৯৯৯’এ কল: রাস্তায় ফেলে যাওয়া নবজাতক উদ্ধার
নোটিশে বলা হয়, কেন হাসপাতালের পক্ষ থেকে ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে না তা ব্যাখ্যা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কমিশনের ভার্চুয়াল শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া শুনানিতে ভুক্তভোগীর প্রতিনিধিকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।
এর আগে একই ঘটনায় গত ২ ফেব্রুয়ারি ফরিদপুরের আদালতে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি মামলা করে ভুক্তভোগী পরিবার। মামলায় আল মদিনা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকারিয়া মোল্লা পলাশ, পরিচালক মো. আল হেলাল মোল্লা টগর, মো. গোলাম কিবরিয়া রাসেল, রহিমা রহমান, মো. আরিফুজ্জামান সবুজ ও হাসপাতালটির আয়া চায়না আক্তারকে আসামি করা হয়।
এ ব্যাপারে নবজাতকের বাবা শফি খান বলেন, ‘আমার প্রথম বাচ্চা নিয়ে অনেক স্বপ্ন ছিল। যে স্বপ্নটা ওরা নষ্ট করে দিয়েছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
আরও পড়ুন: মাগুরায় ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ ময়েজউদ্দিন মণ্ডলপাড়া গ্রামের শফিক খানের স্ত্রী রুপা বেগমকে (২০) সন্তান প্রসবের জন্য ওই হাসপাতালে আনা হয়। সন্তান প্রসবকালে ওই হাসপাতালের নার্স দাবি করা আয়া চায়না বেগম সিজার করলে নবজাতকের কপালের বাম ভ্রুর ওপরে কিছু অংশ কেটে যায়। পরে নয়টি সেলাই দেয়া হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিনই জেলা স্বাস্থ্য বিভাগ হাসপাতালটি বন্ধ করে দেয়।
২ বছর আগে
পীরগঞ্জে সহিংসতা: তিন সদস্যের তদন্ত কমিটি
রংপুরের পীরগঞ্জে হিন্দুপাড়ায় সহিংসতার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. ডব্লিউ. এম রায়হান শাহ বুধবার দুপুরে জানান, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আশরাফুল আলমকে কমিটির প্রধান করা হয়েছে। বাকি দুই সদস্য হলেন কমিশনের উপপরিচালক এম রবিউল ইসলাম ও পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম।
রায়হান শাহ বলেন, ‘১৮ অক্টোবর কমিটি করার পর ১৯ তারিখ আমাদের চিঠি দিয়ে জানানো হয়। এরপর আমরা রংপুর জেলা প্রশাসনের পক্ষে খায়রুল ইসলামকে ওই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছি। তবে কমিটি এখনও কাজ শুরু করেনি।’
আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতা: সারাদেশে ৭২ মামলা, গ্রেপ্তার ৪৫০
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রবিবার রাতে রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের উত্তরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের কমপক্ষে ২৩টি বাড়িঘরে অগ্নি সংযোগ, লুটপাট ও হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৬০টি ঘর। পুড়ে যায় মালামাল, আসবাব পত্র ও গবাদি পশু।
এ ঘটনায় মঙ্গলবার সকালে দুটি মামলা করেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। এর মধ্যে একটি মামলা হয়েছে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায়। এতে ৪১ জনের নামসহ অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করা হয়েছে। আরেকটি মামলা একজনকে আসামি করে তথ্যপ্রযুক্তি আইনে করা হয়েছে। দুই মামলায় এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৩৯ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কবি, শিল্পী ও সাংবাদিকরা ঐক্যবদ্ধ
পীরগঞ্জে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: স্পিকার
৩ বছর আগে
মানবাধিকার কমিশনকে আরও সক্রিয় হতে বললেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণের স্বার্থ সুরক্ষা এবং সরকারকে অধিকতর দায়িত্বশীল করে তুলতে জাতীয় মানবাধিকার কমিশনকে আরও বেশি সক্রিয় হতে হবে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসির নেতৃত্বে কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং জনস্বার্থ ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতীয় মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পড়ুন: বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম: স্বাস্থ্যবিধি নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির
প্রতিনিধিদল বৈঠকে কমিশনের সার্বিক কর্মকাণ্ড এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। কমিশনের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ ও সদস্য জেসমিন আরা বেগম।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
পড়ুন: দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতির সাথে মরক্কোয় নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
৩ বছর আগে
ছোটমণি নিবাসে শিশু হত্যা: তদন্তে তিন সদস্যের কমিটি
সিলেটের ছোটমণি নিবাসে শিশু হত্যার ঘটনায় কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) (জেলা ও দায়রা জজ) মো. আশরাফুল আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
কমিটির অন্য সদস্যরা হলেন-কমিশনের উপপরিচালক মোহাম্মদ গাজী সালাহ উদ্দিন ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার।
মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শেষে কমিটির প্রধান মো. আশরাফুল আলম বলেন, ইতোমধ্যে পুলিশ এ ঘটনায় মামলা দায়ের করেছে। ওই আয়াকে কোর্টে সোপর্দ করার পর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
আরও পড়ুন: রেলওয়ের ৭ হাজার ফিস প্লেট গায়েব: তদন্ত কমিটি গঠন
তিনি বলেন, আমরা আসছি এ ঘটনায় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল কি না বা এ রকম আরও কিছু আছে কি না খতিয়ে দেখতে। আমরা শিগগিরই আমাদের কমিশনের প্রতিবেদন পেশ করব।
উল্লেখ্য, গত ১২ আগস্ট গভীর রাতে সিলেটের সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাস থেকে আয়া সুলতানা ফেরদৌসি সিদ্দিকাকে আটক করে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ। গত ১৪ আগস্ট শনিবার রাতে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে আয়া সুলতানা ফেরদৌসি সিদ্দিকা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালতে জবানবন্দিতে তিনি বলেন, উচ্চ রক্তচাপের কারণে গত ২২ জুলাই সকালে তিনি ওষুধ সেবন করেন। তাই তার মাথা ঠিক ছিল না। ওই দিন রাতে শিশু নাবিল কান্না করছিল। তার কান্নাকাটি সহ্য না হওয়ায় দুই মাস বয়সী নাবিলকে ছুড়ে মারেন। পরে বালিশচাপা দিলে তার মৃত্যু ঘটে। এ ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ দেখে ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়ক রূপক দেব, অফিস সহকারী শফিকুল ও নাজিম উদ্দিনসহ কয়েকজন ঘটনাটি গোপন রাখতে বলেন।
আরও পড়ুন: সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে; তদন্ত কমিটি গঠন
হত্যাকাণ্ডের দুই মাস আগে সিলেটের গোয়াইনঘাট থেকে শিশুটিকে ছোটমণি নিবাসে পাঠানো হয়। পরে তার নাম রাখা হয় নাবিল। সে মানসিক ভারসাম্যহীন এক নারীর সন্তান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
৩ বছর আগে
গৃহহীনদের গৃহ দেয়া মানবাধিকারের অনন্য মাইলফলক: স্পিকার
দেশে গৃহহীনদের গৃহ দেয়া কার্যক্রমকে মানবাধিকারের অনন্য মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
৩ বছর আগে
মানবাধিকার কমিশন গৃহকর্মী খাদিজার মানবাধিকার রক্ষায় ব্যর্থ: হাইকোর্ট
মিরপুরে গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন তার মানবাধিকার রক্ষায় ও প্রতিকার দিতে মারাত্মকভাবে ব্যর্থ এবং আইনি অবহেলার পরিচয় দিয়েছে বলে মনে করে হাইকোর্ট।
৪ বছর আগে