গুলিতে আহত
শবে বরাতের নামাজে যাওয়ার পথে যুবক গুলিবিদ্ধ
গাজীপুরে পবিত্র শবে বরাতের নামাজে যাওয়ার পথে শুক্রবার রাতে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আহত শিহাব হোসেন (২৩) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে শিহাব পবিত্র শবে বরাতের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন। মসজিদের কাছাকাছি গেলে আগে থেকে অবস্থান নেয়া আটজন হেলমেট পরা যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তার বুকে লাগে। এই সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে যুবকরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: ভোট পরবর্তী সহিংসতা: গোপালগঞ্জে গুলিবিদ্ধসহ আহত ৩০
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিহাদের স্বজনদের দাবি, হামলাকারীদের মধ্যে আল-আমিন, রুবেল, ইমরান, সাদাত ও মোবারক রয়েছে। তবে তাদের মধ্যে কী নিয়ে বিরোধ সেটি জানা যায়নি।
আরও পড়ুন: ফটিকছড়িতে র্যাবের সঙ্গে সংঘর্ষে চা শ্রমিক গুলিবিদ্ধ
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
২ বছর আগে
বেনাপোলে বিজিবির গুলিতে আহত ১
বেনাপোল পুটখালী সীমান্তে বৃহস্পতিবার ভোরে গুলিতে এক যুবক আহতের কথা জানিয়েছে বিজিবি।
আহত আলামিন (২৮) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ঘটনাস্থল থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও হাসুয়া উদ্ধারের দাবি করে বিজিবি জানায়, আলামিন একজন মাদক ব্যবসায়ী।
পুটখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেনের ভাষ্য, ভোরে একদল চোরাকারবারী ভারত থেকে ফেনসিডিল নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে চোরাচালানীরা বিজিবি ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও ২ রাউন্ড গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী আলামিনের ডান পায়ে গুলি লাগে। তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর সদর হাসপাতালে নেয়া হয়।
গত এপ্রিলে ২৮ বোতল ফেনসিডিলসহ আলামিনকে পুটখালী বিজিবি আটক করে জেল হাজতে পাঠায়। জামিনে এসে তিনি আবারও মাদক ব্যবসা শুরু করেন। তার নামে ৪টি মামলা আছে বলে জানিয়েছে বিজিবি।
৪ বছর আগে