মাহফুজুর রহমান
সুব্রত বাইনের সহযোগী বিপু গ্রেপ্তার
রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী আরিফ হত্যা মামলার আসামি সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী কুখ্যাত মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৩ মে) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৩।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া।
তিনি জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
র্যাবের মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়া জানান, হাতিরঝিল এবং মগবাজার এলাকায় মাহফুজুর রহমান বিপু (৪৮) ও তার বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। চলতি বছরের ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফেতে’ মো. আরিফ সিকদারকে (২৬) গুলি করা হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল মারা যায় আরিফ সিকদার।
আরও পড়ুন: সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
এ ঘটনায় ভুক্তভোগীর বোন রিমা আক্তার বাদী হয়ে মাহফুজুর রহমান বিপুসহ কয়েকজনকে আসামি করে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, বিপুর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র মামলা (ওয়ারেন্টভুক্ত) এবং হাতিরঝিল থানায় হত্যা মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে।
গ্রেপ্তার বিপুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব কর্মকর্তা।
১৬ ঘণ্টা আগে
ইউএনবির উপদেষ্টা সম্পাদক হলেন ফরিদ হোসেন, সম্পাদকের দায়িত্বে মাহফুজুর রহমান
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহফুজুর রহমান এবং বর্তমান সম্পাদক প্রবীণ সাংবাদিক ফরিদ হোসেনকে উপদেষ্টা সম্পাদক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
ইউএনবির সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে সময় টিভিতে সম্পাদক (ওয়েব) হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজুর রহমান।
ইউএনবির ইমেরিটাস সম্পাদক এনায়েতুল্লাহ খান বলেন, ‘মাহফুজকে আবার বোর্ডে পেয়ে আমরা খুব খুশি। এজেন্সি সাংবাদিকতায় তার বিপুল অভিজ্ঞতা রয়েছে। তার অভিজ্ঞতা ইউএনবির সম্পাদকীয় মান উন্নয়নে সহায়তা করবে।’
এনায়েতুল্লাহ খান আরও বলেন, সাংবাদিকতায় যে আমূল পরিবর্তন এসেছে ইউএনবিকে তার সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল পথচলায় এগিয়ে নিতে মাহফুজের দক্ষতা সহায়তা করবে।
আরও পড়ুন: চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনবির চেয়ারম্যান আমানউল্লাহ খান
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ঢাকা ব্যুরো চিফ ও ইউএনবির প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ হোসেন তার কর্মজীবনের বেশিরভাগ সময় আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। এর মধ্যে টাইম ম্যাগাজিন ও কলকাতার দ্য টেলিগ্রাফ অন্যতম।
এছাড়াও ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওকাব) সভাপতি এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন।
মাহফুজুর রহমান শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা ইউএনবিতে কর্মজীবন শুরু করেন। পরে ইউএনবির নির্বাহী সম্পাদক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এছাড়াও তিনি ডেইলি সান ও বিডিনিউজ২৪ডটকমে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
শতাধিক সংবাদদাতা নিয়ে দেশব্যাপী নেটওয়ার্কের পাশাপাশি ইউএনবির নিউইয়র্ক, নয়াদিল্লি, বেইজিং, কায়রো, লস অ্যাঞ্জেলেস, লন্ডন, ব্রাসেলস, টোকিও এবং সিঙ্গাপুরেও আন্তর্জাতিক সংবাদদাতা রয়েছে। ২ কোটিরও বেশি দর্শক, শ্রোতা এবং পাঠকদের কাছে সংবাদ পরিবেশন করে এই বার্তা সংস্থা।
বর্তমানে ইউএনবির বিশ্বের ৪০টিরও বেশি দেশের সঙ্গে সংবাদ বিনিময় চুক্তি রয়েছে- আমেরিকার অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), চীনের সিনহুয়া, ভারতের পিটিআই, জাপানের কিয়োদো, মালয়েশিয়ার বার্নামা, এশিয়ানেট, দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ, রাশিয়ার আইটিএআর-টিএএসএস নিউজ এজেন্সি, আফ্রিকার এফএএপিএ, সাইপ্রাসের সিএএন, মরক্কোর নিউজ এজেন্সি এমএপি, অর্গানাইজেশন অব এশিয়া-প্যাসিফিক নিউজ এজেন্সিস (ওএএনএ) ও সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস নিউজ এজেন্সি (ডব্লিউএএম)।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইউএনবি দক্ষিণ এশিয়ার প্রথম পরিপূর্ণ ডিজিটাল বার্তা সংস্থা। বিশ্বের সর্ববৃহৎ তারবার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) ইউএনবির সংবাদ বিনিময়ের অংশীদার।
নিউজ এজেন্সি ওয়ার্ল্ড কংগ্রেসের (এনএডব্লিউসি) সদস্য ইউএনবি সর্বদা সংবাদের সত্যতা এবং যথার্থতার ওপর গুরুত্ব দিয়ে আসছে।
এছাড়াও ইউএনবি অর্গানাইজেশন অব এশিয়া-প্যাসিফিক নিউজ এজেন্সিজ (ওএএনএ) ও এশিয়ানেটের বোর্ড সদস্য।
আরও পড়ুন: ইউএনবির চেয়ারম্যান আমানউল্লাহ খান আর নেই
২১৪ দিন আগে
ঈদে মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘হৃদয় তোমাকেই চায়’
প্রতি বছরের মতো এ বছরের ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান।
২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান।
এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘হৃদয় তোমাকেই চায়’। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১২টি গান।
অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ ও এস আই সুমন। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ, এস আই সুমন এবং ড. মাহফুজুর রহমান।
আরও পড়ুন: জীবনের গল্প নিয়ে টিভি চ্যানেলে শিগগিরই আসছেন অঞ্জন দত্ত
অ্যালবামে রয়েছে জানো না, ভালোবাসি বলে, আমি তোমার, বেইমান, ঠিকানা, জীবন সাথি, আমার ভালোবাসা অন্যরকম, তুমি সত্যি করে বলো এবং রিমিক্স দাইমা-২ শিরোনামের গান।
এছাড়াও অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় তিনটি গজল। এগুলো হলো- গজল সম্রাট মেহেদী হাসানের গাওয়া প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান ও রাফতা রাফতা এবং চকোরী চলচ্চিত্রের ওহ মেরে সামনে তাসভীর বানে।
এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।
আরও পড়ুন: ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া ও আতিকের ‘পেয়ারা সুবাস’
৭৪৮ দিন আগে
এবারের ঈদেও গান শুনাবেন মাহফুজুর রহমান
প্রতি বছরের মতো এবারের ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান।
এ ধারাবাহিকতায় এবারের ঈদেও তাঁর গাওয়া একগুচ্ছ গান নিয়ে ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ৯টি গান।
পড়ুন: ঈদুল আযহার বাংলা সিনেমা ২০২২: সিনেমাপ্রেমিদের ঈদ আনন্দ
১০৩৪ দিন আগে
করোনা মুক্ত হলেন ইউএনবি’র সম্পাদক মাহফুজুর রহমান
প্রায় এক মাস করোনাভাইরাসে আক্রান্ত থাকার পর ইউএনবি’র সম্পাদক মাহফুজুর রহমান সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
১৭৭৩ দিন আগে