বর্ষসেরা
ফিফা বর্ষসেরার তালিকায় মেসি
কোপা আমেরিকা জয় এবং ইন্টার মায়ামির হয়ে মাঠে দারুণ সময় কাটালেও এ বছরের ব্যালন দ’রের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না লিওনেল মেসি। তবে বছরজুড়ে মেসির কাজের স্বীকৃতি দিতে ভোলেনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৪ সালে ফুটবলের বর্ষসেরার পুরস্কার ‘দ্য বেস্ট’-এর তালিকায় রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
শুক্রবার ফিফার ওয়েবসাইটে ২০২৪ সালের দ্য বেস্টের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। ১১ জনের ওই সংক্ষিপ্ত তালিকায় রয়েছে মেসির নাম।
মেসি ছাড়াও এই তালিকায় রয়েছেন এবারের ব্যালন দ’র জয়ী রদ্রি। এছাড়া রিয়াল মাদ্রিদের ৬ খেলোয়াড় রয়েছেন এই তালিকায়- ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহ্যাম, দানি কারভাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপ্পে। এ ছাড়াও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বায়ের লেভারকুজেনের ফ্লোরিয়ান ভিয়ার্টস ও বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামালও জায়গা করে নিয়েছেন এই তালিকায়।
এ নিয়ে ফিফা ‘দ্য বেস্ট’ প্রচলনের পর থেকে এ পর্যন্ত ৯ বারই মনোনয়ন পেলেন মেসি। এর মধ্যে তিনি পুস্কারটি জিতেছেন তিনবার (২০১৯, ২০২২ ও ২০২৩ সালে)।
‘দ্য বেস্ট’ পুরুষ ফুটবলারের পাশাপাশি আরও ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে রয়েছে বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলরক্ষক, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার। এছাড়া দেওয়া হবে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।
পুরস্কারগুলোর প্রত্যেকটির জন্য ভোট দিতে পারেন ভক্ত-সমর্থকরা। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলরক্ষক নির্বাচনে মোট ভোটের এক চতুর্থাংশ রাখা হয়েছে দর্শকদের জন্য, বাকি তিন ভাগ দেন ফিফার সদস্যদেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। সেরা গোল ও একাদশ নির্বাচনে ভক্তদের ভোটের হার অর্ধেক। ফিফার ওয়েবসাইটে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ভোট দেওয়া যাবে।
২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নিয়ে প্রতিটি বিভাগের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। ‘দ্য বেস্ট’-এর ১১ জনের মধ্যে ইউরোপেরে বাইরে থেকে মনোনয়ন পেয়েছেন শুধু মেসিই।
আরও পড়ুন: হ্যাটট্রিক করে রোনালদোকে ছুঁলেন মেসি
তাকে মনোয়ন দেওয়ার ব্যাখ্যায় ফিফা বলেছে, বয়স ৩৭ হয়ে গেলেও ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন মেসি। তার অনুপ্রেরণামূলক পারফরম্যান্সে ২০২৩ লিগস কাপের পর রেকর্ড সংখ্যক পয়েন্ট অর্জন করে ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি। এছাড়া এ সময়ের মধ্যে তার নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এমনকি বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চলে জয় দিয়ে বছর শেষ করা আর্জেন্টিনা রয়েছে পয়েন্ট টেবিলের চূড়ায়, আর সর্বোচ্চ ৬ গোল নিয়ে সবার উপরে মেসি।
এক নজরে ‘দ্য বেস্ট’-এর সংক্ষিপ্ত তালিকা
সেরা পুরুষ ফুটবলার: জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ), দানিয়েল কারভাহাল (স্পেন/রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি), টনি ক্রুস (জার্মানি/রিয়াল মাদ্রিদ), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মায়ামি), রদ্রিগো এরনান্দেস (স্পেন/ম্যানচেস্টার সিটি), ফেদেরিকো ভালভার্দে (উরুগুয়ে/রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ), ফ্লোরিয়ান ভিয়ার্টস (জার্মানি/বায়ের লেভারকুজেন), লামিন ইয়ামাল (স্পেন/বার্সেলোনা)।
সেরা কোচ: শাবি আলোনসো (বায়ের লেভারকুজেন), কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)।
সেরা গোলরক্ষক: জানলুইজি দোন্নারুম্মা (ইতালি/পিএসজি), এদেরসন মোরায়েস (ব্রাজিল/ম্যানচেস্টার সিটি), আন্দ্রিই লুনিন (ইউক্রেন/রিয়াল মাদ্রিদ), মাইক মাইনিয়ঁ (ফ্রান্স/এসি মিলান), এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা/অ্যাস্টন ভিলা), দাভিদ রায়া (স্পেন/আর্সেনাল), উনাই সিমোন (স্পেন/আথলেতিক বিলবাও)।
৩ সপ্তাহ আগে
স্যুট অ্যাওয়ার্ডের বর্ষসেরার সম্মাননা পেলেন দারাজের সিসিএও-সিওও
‘বর্ষসেরা চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার’ হিসেবে প্রতিষ্ঠানটির দারাজের সিসিএও এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো এবং ‘বর্ষসেরা চীফ অপারেটিং অফিসার’ হিসেবে দারাজের সিওও খন্দকার তাসফিন আলম বাংলাদেশ সি- স্যুট অ্যাওয়ার্ড ২০২৩ পুরষ্কার জিতেছেন।
শনিবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দ্বিতীয় বারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কর্পোরেট জগতে মার্কেট প্লেয়ারদের অসামান্য অবদানকে সম্মান জানানো।
ব্যবসার মাধ্যমে সমাজের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করে দারাজ। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জীবনমান উন্নত করার লক্ষ্যে এ উদ্দীপনাকে কেন্দ্র করেই অবিরাম কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ নিয়ে আসছে দারাজ
একই প্রচেষ্টাকে অব্যাহত রেখে, এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো রেগুলেটর ও গ্রাহকদের আস্থা পুনর্গঠনের জন্য কাজ করে যাচ্ছেন।
একই সঙ্গে তিনি ক্রস-বর্ডার ট্রেড, কুরিয়ার সার্ভিস এবং পেমেন্ট সিস্টেম সম্পর্কিত লাইসেন্স ও পলিসি স্ট্রিমলাইনের মাধ্যমে ইকোসিস্টেমের সংস্কার করেছেন।
২০১০ সাল থেকে বৈচিত্র্যময় রেগুলেটরি পরিবেশে টেলকো থেকে ই-কমার্স ইন্ডাস্ট্রি এবং রেগুলেটরি থেকে সরকারি সংস্থায় তার সুনিপুণ দক্ষতারও ছাপ দেখা যায়।
একইভাবে বাংলাদেশের লজিস্টিক সেক্টরকে রুপান্তরিত করার মধ্য দিয়ে সমৃদ্ধির আলোকবর্তিকা বহন করেছেন খন্দকার তাসফিন আলম। তার দক্ষতার প্রতিফলন দেশের ই-কমার্স খাতে প্রবৃদ্ধি এবং অপারেশনাল কার্যকারিতাকেও বৃদ্ধি করছে।
অত্যাধুনিক প্রযুক্তির প্রবর্তন, শক্তিশালী অবকাঠামো নির্মাণ এবং পেমেন্ট সিস্টেমে বিপ্লব ঘটিয়ে তিনি ছোট ব্যবসাগুলোকে তাদের বাজারের নাগাল ও সমৃদ্ধি প্রসারিত করতে সাহায্য করেছেন।
এর আগে, বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি টেলিকম অপারেটরের পাশাপাশি ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের বাজারে টেলিকম শিল্পেও কাজ করেছেন খন্দকার তাসফিন আলম।
তাদের দক্ষ নেতৃত্বে দারাজ দেশের অন্যতম সেরা ই-কমার্স প্লাটফর্ম হিসেবে বিকশিত হচ্ছে এবং একটি টেকসই ই-কমার্স ইকোসিস্টেম হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
এ সম্মানিত স্বীকৃতির জন্য তারা সংশ্লিষ্ট সংস্থার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন এটি ই-কমার্স শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনার প্রচেষ্টাকে বৃদ্ধি করবে।
আরও পড়ুন: দারাজের ১১.১১ সেল উৎসবে মেতে ছিলেন বাংলাদেশের ২৯ লক্ষাধিক ক্রেতা
সেলার ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে দারাজ সেলার সামিট-২০২৩
১ বছর আগে
আইসিসির ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব
বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন। সাকিব ছাড়াও এ তালিকায় স্থান করে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, দক্ষিণ আফ্রিকার ইয়ানেমান ম্যালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
বৃহস্পতিবার আইসিসি এ তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে।
মনোনয়ন পাওয়া চার জনের মধ্যে সাকিবই একমাত্র অলরাউন্ডার। করোনার এ বছরে সাকিব ৯ ম্যাচ খেলে দুই অর্ধশতকসহ ২৭৭ রান করেছেন। এছাড়া ১৭টি উইকেটও শিকার করেন তিনি। আর সাকিবের বোলিং পারফর্মেন্স তাকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে।
আইসিসির দুর্নীতি-বিরোধী নিয়ম বা অ্যান্টি করাপশন কোড লঙ্ঘনের অভিযোগে আরোপ করা নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২১ সালেই খেলায় ফেরেন সাকিব।
আরও পড়ুন: এবার ব্যাংকের পরিচালক হচ্ছেন সাকিব
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে চ্যালেঞ্জিং বছর শুরু করেন সাকিব। এ সিরিজের সেরা খেলোয়াড়ও হন তিনি। এ সিরিজের ঠিক আগে তিনি ঘরোয়া পর্যায়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিলেও তেমন ভালো করতে পারেননি। আর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর এটাই ছিল তার প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট ইভেন্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পর সাকিব শ্রীলঙ্কার বিপক্ষেও খেলেন। তবে ভালো করতে পারেননি এই অলরাউন্ডার। পরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচে ১৪৫ রান করে ছন্দে ফেরেন সাকিব। এ সিরিজে আট উইকেটও নেন তিনি।
এছাড়া পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ব্যাট হাতে দুটি সেঞ্চুরিসহ ছয় ম্যাচে ৪০৫ রান, দক্ষিণ আফ্রিকার ইয়ানেমান ম্যালান দুর্দান্ত ব্যাট করে আট ম্যাচে দুটি সেঞ্চুরিসহ ৫০৯ রান এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১৪ ম্যাচে তিন সেঞ্চুরি ও দুটি অর্ধশতকসহ ৭০৫ রান করেছেন। পল স্টার্লিংই ২০২১ সালে ওয়ানডে ফরম্যাটে ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন।
আরও পড়ুন: সাকিব আল হাসানের বায়োপিক বানাতে চান সৃজিত মুখার্জি
২ বছর আগে
ষষ্ঠবারের মতো ফিফার বর্ষ সেরা হলেন মেসি
মিলান, ২৪ সেপ্টেম্বর (এপি/ইউএনবি)- ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ভ্যান ডাইককে পেছনে ফেলে ২০১৯ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি।
৫ বছর আগে