যুবক নিহত
পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩
পাবনায় ছুরিকাঘাতে তুষার নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৭ নভেম্বর) রাতে পাবনা শহরের বড় ব্রিজ এলাকার বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তুষার (২০) পাবনা পৌর এলাকার রাধানগরের ময়দানপাড়ার আব্দুল মান্নানের ছেলে। গত বছর শহরের ওরিন নামে এক যুবক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন তিনি।
আরও পড়ুন: গাইবান্ধায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আহত ১৩
তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ‘রবিবার রাতে পূর্ব শত্রুতার জেরে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয় তুষারকে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, আটক ১
৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ১০
চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আলমগীর রানীবাড়ি চাঁদপুর-গাবতলার মৃত গোলাম মোস্তফার ছেলে।
আরও পড়ুন: মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মংলুর সঙ্গে আলমগীরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। সকালে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে আমগাছ কাটতে গেলে বাধা দেন আলমগীরসহ তার ভাইয়েরা।
এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় আলমগীর ঘটনাস্থলেই মারা যান।
আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: লালমনিরহাটে সেতু থেকে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
১ সপ্তাহ আগে
মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত
মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় নাহিদুজ্জমান নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টায় সদর উপজেলার মেহেরপুর—চুয়াডাঙ্গা সড়কের রাজনগরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদুজ্জামান (৩০) রাজনগর মোল্লাপাড়া এলাকার সামসুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত ১১টায় নাহিদুজ্জামান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাওয়া দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নাহিদুজ্জামান মাইক্রোবাসের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
১ সপ্তাহ আগে
সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
সাভার বাসস্ট্যান্ড এলাকায় নিউমার্কেটের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আসাদুজ্জামান (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরের দিকে মহাসড়কে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নড়াইল বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জের আবুবকর সিদ্দিকের ছেলে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব উল্লাহ সরকার বলেন, ধারণা করা হচ্ছে ভোরে বাস থেকে নামার পর ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ছিনতাইকারীদের জোন সম্পর্কে জানতে চাইলে এসআই বলেন, আমি এ থানায় নতুন এসেছি।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত
৩ সপ্তাহ আগে
যশোরে ট্রাকের চাপায় যুবক নিহত
যশোরে ট্রাক চাপায় সজীব হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
রবিবার (২৫ আগস্ট) সকাল ৮টায় জেলা শহরের ঝিনাইদহ মহাসড়কের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব (২৪) সদর উপজেলার বোলপুর গ্রামের জাফর হোসেনের ছেলে।
আরও পড়ুন: জৈন্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টায় যশোর-ঝিনাইদহ মহাসড়কের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন সজীব হোসেন। এ সময় বেনাপোলগামী ট্রাকের নিচে পড়ে আহত হন সজীব। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে। ঘাতক ট্রাকটি থানা হেফাজতে রাখা আছে।
আটক ট্রাকচালক শান্ত ঝিনাইদহ সদরের পাগলা কানাই গ্রামের মৃত শরাফত আলীর ছেলে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
২ মাস আগে
সিলেটে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০
সিলেটের গোয়াইনঘাটে ছাগল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আবদুল মান্নান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৫ নম্বর পূর্ব আলীরগাও ইউনিয়নের খলাগ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পলাশবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আটক ১
আবদুল মান্নান খলাগ্রামের কুদরত উল্ল্যাহর ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের আরও ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, একটি ছাগলকে কেন্দ্র করে খলাগ্রামের সাহেদ আহমদ ও পার্শ্ববর্তী নয়াখেল গ্রামের আব্দুল আলিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে ঘণ্টাখানেক পর সাহেদ ও আব্দুল আলিমের আত্মীয়-স্বজনরা কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ান। এসময় খলাগ্রামের শাহেদের পক্ষের আব্দুল মন্নানসহ ৭ থেকে ৮ জন এবং আব্দুল আলিমের পক্ষের ২ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন আবদুল মান্নানের মৃত্যু হয়।
পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনার জেরে দুইপক্ষের সংঘর্ষে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২০
চাঁদপুরে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত
৪ মাস আগে
বাজিতপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত
কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইয়াসিন হাসান নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় সিফাত ও সানজিদ নামে আরও দুই যুবক আহত হয়েছেন।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত ৫
শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পৈলেনপুর মরাখলা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ইয়াসিন হাসান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উত্তরখান গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আহত সিফাত ও সানজিদ একই গ্রামের আকবর আলীর ছেলে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান বলেন, ইয়াসিন, সিফাত ও সানজিদ মোটরসাইকেল করে বাজিতপুরের দিকে যাচ্ছিলেন। তখন পৈলেনপুর মরাখলা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর দুইজন গুরুতর আহত হন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ জামান আরও বলেন, আহত দুইজনকে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় আহত ৯
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
৪ মাস আগে
রাজধানীতে হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবক নিহত
রাজধানীর ওয়ারীতে ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে অজ্ঞাত গাড়ি ফ্লাইওভারে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। গুরুতর জখম অবস্থায় তাকে ফেলে পালিয়ে গাড়িটি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর ২টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।
আরও পড়ুন: মীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
রাজধানীতে গাড়ির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
৫ মাস আগে
মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২০
জমিজমা নিয়ে বিরোধের জেরে মাগুরার সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে জাহিদ মোল্যা নামে এক যুবক নিহত হয়েছেন।
এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন এবং ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে সদর উপজেলা বেঙ্গাবেরইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঝালকাঠিতে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
নিহত জাহিদ মোল্যা বেঙ্গাবেরইল গ্রামের কুদ্দুস বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, আনারুল মোল্যার সঙ্গে তার বড় ভাই জয়নাল মোল্যার ছেলে আশরাফ মোল্যার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে এদের মধ্যে জাহিদ মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
এদিকে জাহিদ মোল্যার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সমর্থকরা প্রতিপক্ষের অন্তত ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে জানায় পুলিশ।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মাগুরা থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ পরিবহনশ্রমিকের মৃত্যু
দার্জিলিংয়ে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৮ জন নিহত
৫ মাস আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রিদওয়ানুল হক হৃদয় (২৫) নামে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ জুন) বাংলাদেশ সময় রাত ১২টায় (সৌদি সময় রাত ৯টায়) সৌদি আরবে আবাহার মাহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় উপজেলার চুনতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মফিজ কোম্পানি পাড়ার আবুল হাসেমের ছেলে।
আরও পড়ুন: ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
তার পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে সড়ক পার হবার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান। সেখানকার পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয় প্রায় ২ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে তিনি চাচার দোকানে চাকরি করতেন বলে জানা গেছে।
চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ সেখানে দাফন কিংবা দেশে আনার ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশাচালকসহ নিহত ২
৫ মাস আগে