যুবক নিহত
নওগাঁয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
নওগাঁর সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (৩১ মার্চ) দুপুরে সাপাহার উপজেলার কালাইবাড়ী-দিঘিরহাট আঞ্চলিক সড়কের মিরাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন আলম (১৭) পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন— সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের তাহিরের ছেলে আহসান আলী (১৭) ও জামিরুল ইসলাম (১৭)।
স্থানীয়রা জানায়, তিন বন্ধু মিলে ঈদে ঘুরতে যাওয়ার উদ্দেশ্য বের হয়েছিলেন। অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
আরও পড়ুন: ডাকাতের ছবি তোলায় সাংবাদিকের মোটরসাইকেল পুড়িয়ে দিল ছাত্রদল নেতা
এতে ঘটনাস্থলে শাহিন আলম নিহত ও তার সঙ্গে থাকা বাকি দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, ‘লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছ লাশ হস্তান্তর করা হয়েছে।’
১৬ দিন আগে
ঈদ উপহার দিতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বাসচাপা, দুই ভাইসহ যুবক নিহত
ঈদের আনন্দ ভাগ করে নিতে উপহার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন এক ব্যক্তি। সঙ্গী হয়েছিলেন তারই দুই ভাই। তবে সড়ক দুর্ঘটনায় উৎসবের আগে শোকের ছায়া নেমে এলো তাদের পরিবারে।
ঘটনাটি বরগুনার। জেলার পাথরঘাটা উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী তিন সহোদর নিহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈমুজ্জামান শুভ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিহত হন। সঙ্গে প্রাণ যায় তার দুই ভাই শান্ত ও নাদিমের। তারা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের নাসির খানের ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত
এর ফলে নাসির খানের চার ছেলের মধ্যে তিনজনেরই প্রাণ কেড়ে নিল একটি সড়ক দুর্ঘটনা। এর আগে অপর ছেলেটিও ছোটবেলায় পানিতে ডুবে মারা যায় বলে জানান তার পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, নতুন পোশাক নিয়ে তিন ভাই শুভ, শান্ত ও নাদিম মোটরসাইকেল করে শুভর চাচা শ্বশুরের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে রাজিব পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।’
১৯ দিন আগে
নারায়ণগঞ্জে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ হাবিব নামে এক যুবক নিহত হয়েছেন। হাবিব নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকার আনোয়ার মোল্লার ছেলে।
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে। পরে বুধবার (১৯ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতর ভাই বাবু বলেন, ‘হাবিব পেশায় একজন অটোরিকশাচালক। সে চনপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় মাদক কারবারিদের দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে। পরে ওইখানে তার একটি গুলি এসে গায়ে লাগে। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তার মৃত্যু হয়।’
আরও পড়ুন: সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
নিহত হাবিবের দুইটি সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‘লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
২৮ দিন আগে
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়ার ব্র্যাক অফিসের সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবজাল হোসেন।
এ ঘটনায় নিহত রনি শেখ (৩০) ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ী গ্রামের মোস্তফা শেখের ছেলে। ঘটনাস্থলের পাশেই একটি মাছের আড়তে কাজ করতেন তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
এসআই আবজাল হোসেন জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কাজ শেষ করে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল বা বসেছিলেন তিনি। এ সময়ই ট্রেনের ধাক্কা খেয়ে তার মুখমণ্ডলসহ বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে।
পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও জানান আবজাল হোসেন।
৩০ দিন আগে
‘মাদক নিয়ে বিবাদে’ বগুড়ায় বন্ধুর হাতে যুবক নিহত
বগুড়ার ফুলবাড়িতে বন্ধুর হতে বন্ধু খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত হৃদয় আকন্দ (২১) ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে।
স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) সকালে হৃদয়সহ কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৩
বগুড়া ফুলবাড়ী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন, ধারণা করছি, মাদক-সংক্রান্ত ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত হৃদয় চুরি, ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
৭৮ দিন আগে
সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল ও ঠেলাগাড়ির সংঘর্ষে নাসির আহমদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির আহমদ (৩৩) মানিকপুর ইউপির কলাকুটা গ্রামের সাখাওয়াত আলীর ছেলে।
আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী সোনাসার গ্রামের আব্দুর রহিম (১৭) ও হাসিতলা গ্রামের সাফি আহমদ (১৮)।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে নাসির ঠেলাগাড়ি নিয়ে কলাকুটা বাংলা বাড়ি রাস্তা সংলগ্ন জকিগঞ্জ-সিলেট সড়ক থেকে লাকড়ি নিতে যায়। এ সময় কালিগঞ্জ বাজারগামী একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনিসহ মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম ও সাফি আহমদ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিগঞ্জ বাজারের ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন ও নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে নাসির মারা যান।
জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ‘ঠেলাগাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক আহত হন। এরমধ্যে নাসির আহমদ ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
৮২ দিন আগে
সুনামগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে ভারতীয়দের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নাকি গারোরা গুলি করেছেন; তা নিশ্চিত করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব)।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় এই ঘটনা ঘটে।
নিহত যুবক মো. সাইদুল ইসলাম উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুল সন্ধ্যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
চিকিৎসক শফিকুর ইসলাম বলেন, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের পর জানা যাবে কী ধরনের গুলি শরীরে লেগেছে।
স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, সীমান্তে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছেন তারা।
আরও পড়ুন: কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চৌকা সীমান্তে বিজিবি-বিএসএফ উত্তেজনা
স্থানীয়দের ধারণা, বিএসএফের গুলিতেই সাইদুল মারা গেছেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানিয়েছেন, বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে আমাদের বাংলাদেশি একজন নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পরে জানতে পারব কী ঘটেছে।
৯৮ দিন আগে
গাইবান্ধায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে শহিদুল ইসলাম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর উত্তরপাড়ায় ঘটনাটি ঘটে।
এদিকে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল গফুর, শাকিল আহম্মদ ও সাফিউল আহাদ সোহাগ নামে তিনজনকে আটক করে।
আরও পড়ুন: নওগাঁর মান্দায় ২ জনের লাশ উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার মসজিদ কমিটি গঠনের বিষয় নিয়ে দুই দল আলোচনা বসেন। এসময় আলোচনা চলাকালে বাকবিতণ্ডা শুরু হয়, এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে শহিদুল আহত হয়, তাকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। এছাড়া এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি বুলবুল ইসলাম।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর লাশ উদ্ধার
১৩৮ দিন আগে
কলেজে কনসার্ট চলাকালে ছুরিকাঘাতে যুবক নিহত
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে ক্যাম্পাসের বাইরে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে আজিজুল হক কলেজ ক্যাম্পাসের পাশে সেউজগাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত মেহেদী হাসান (২৬) শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।
আরও পড়ুন: বান্দরবানে সেনা অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত
কলেজ সূত্রে জানা যায়, কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসের খেলার মাঠে কনসার্টের আয়োজন করেন শিক্ষার্থীরা। এ উপলক্ষে কলেজ এলাকায় অনেক তরুণ-তরুণীর সমাগম হয়। এরইমধ্যে কলেজের প্রধান গেটের সামনে একদল যুবক মেহেদীকে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাইনুদ্দিন বলেন, ‘ছুরিকাঘাতের পর ওই যুবককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এদিকে কনসার্ট উপভোগ করতে বগুড়া ও আশপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে বিকেল থেকে বিপুল সংখ্যক তরুণ-তরুণী ক্যাম্পাস ছেড়ে কলেজের সামনের সড়কে অবস্থান নেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
১৪৩ দিন আগে
পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩
পাবনায় ছুরিকাঘাতে তুষার নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৭ নভেম্বর) রাতে পাবনা শহরের বড় ব্রিজ এলাকার বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তুষার (২০) পাবনা পৌর এলাকার রাধানগরের ময়দানপাড়ার আব্দুল মান্নানের ছেলে। গত বছর শহরের ওরিন নামে এক যুবক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন তিনি।
আরও পড়ুন: গাইবান্ধায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আহত ১৩
তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ‘রবিবার রাতে পূর্ব শত্রুতার জেরে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয় তুষারকে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, আটক ১
১৫০ দিন আগে