সাবেক মেয়র
গাংনীর সাবেক এমপি ও সাবেক মেয়রসহ ২০০ আ.লীগ নেতার নামে মামলা
মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক এমপি ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনকে প্রধান আসামি করে দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজানুল হক ইমন এ মামলা করেন। ইমন গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
মামলায় সাবেক মো. সাহিদুজ্জামান খোকন এমপিকে প্রধান আসামি করে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও গাংনী পৌরসভার সাবেক মেয়র আহমেদ আলীকে দ্বিতীয় আসামি করে এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ১ ও ২ নম্বর আসামিরা গাংনী থানা এলাকার অনলাইন জুয়াড়ীদের আশ্রয়-প্রশ্রয়দাতা। এছাড়া স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদদাতা ও অর্থায়নকারী হিসেবে পরিচিত।
তাদের নির্দেশনায় ও অর্থায়নে অন্য আসামিরা খুন, চাঁদাবাজি, লুটপাট, জমি, বিল দখল ও জুয়াসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই অবস্থায় বসবাস করছিলেন।
আরও পড়ুন: হবিগঞ্জে হত্যা মামলায় ১৬ বছর পর ৪ জনের মৃত্যুদণ্ড
এছাড়া ২০১৮ সালের ২০ ডিসেম্বর ১ থেকে ৩ নম্বর আসামির নির্দেশে ৩৬ থেকে ৪০ নম্বর আসামিরা বিএনপির গাংনী উপজেলা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।
এতে কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাবপত্র ও বৈদ্যুতিক মিটার পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
মামলার বিষয়ে অ্যাডভোকেট (আইনজীবী) সেলিম রেজা গাজী বলেন, ‘দ্রুত বিচার আদালত মামলাটি গ্রহণ করে গাংনী থানাকে নথিভুক্তের (এফআইআর) নির্দেশ দিয়েছেন।’
২৩ দিন আগে
সাবেক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উপ-পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞার আদেশ দেন।
দুদকের তথ্যমতে, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আইভীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
আরও পড়ুন: লিয়াকত আলী লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জে কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প থেকে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে আইভীর দুই ভাই আলী রেজী রিপন ও আহম্মদ আলী রেজা উজ্জ্বলের বিরুদ্ধে।
নারায়ণগঞ্জে সাততলা বাড়ি, জেলার ঐতিহ্যবাহী চিত্তবিনোদন ক্লাব ভেঙে সেখানে একটি মার্কেট নির্মাণ এবং বাংলাদেশ রেলওয়ের ১৮ একর জমি দখল করে সেখানে শেখ রাসেল পার্ক নির্মাণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্পদ ও দুর্নীতি ছাড়াও আইভীর নামে এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তি ও তার আত্মীয়দের নামে থাকা সম্পদের অনুসন্ধান করবে সংস্থাটি।
সূত্র আরও জানায়, আইভী মেয়র হওয়ার পর ব্যক্তিগত সহকারী হিসেবে আবুল হোসেনকে নিয়োগ দেওয়া হয়। আবুল হোসেন তার ক্ষমতার অপব্যবহার করে এবং ভয়ভীতি দেখিয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার নামে নারায়ণগঞ্জে রয়েছে ৪ থেকে ৫টি ফ্ল্যাট। এছাড়া আইভীর ব্যক্তিগত সহকারী আরিফ হোসেনকে তার পদে পদায়ন না করে একটি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পদায়ন করা হয়। তার গাড়ি চালকের নামে নারায়ণগঞ্জে বরফকল ও পানির কল এলাকায় দুটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া তার আরও অবৈধভাবে অর্জিত অজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে গোয়েন্দা অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রী রুকমীলার দেশত্যাগে নিষেধাজ্ঞা
এস আলম গ্রুপের মালিকসহ তার পরিবারের ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১৭২ দিন আগে
শিবির নেতা হত্যা: সাবেক মেয়র লিটনসহ ১২৫০ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে ছাত্রশিবিরের নেতা রায়হান আলী (২৭) নিহতের ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ এক হাজার ২৫০ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন নিহতের ভাই রানা ইসলাম।
আরও পড়ুন: সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে ডাক বিভাগের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবে দুদক
বোয়ালিয়া থানার এস এম মাসুদ পারভেজ বলেন, ‘মামলায় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামি করা হয়েছে ১ হাজার ২০০ জনকে।’
তিনি আরও বলেন, ‘মামলায় সিটি মেয়র ছাড়াও ৮ জন কাউন্সিলরকেও আসামি করা হয়েছে। রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। মামলা তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
রায়হান রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজশাহী কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস করেছেন।
গত ৫ আগস্ট দুপুর সোয়া ১টার দিকে নগরীর সাগরপাড়া কল্পনা হল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে সময় গুলিবিদ্ধ হয় রায়হান।
পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সন্ধ্যায় মারা যান তিনি।
মামলা দায়েরের সময় রানা ইসলাম ছাড়াও মহানগর জামায়াতের নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিমসহ নেতা-কর্মীরা থানায় উপস্থিত ছিলেন।
সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও ডাবলু সরকার ছাড়াও মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও শাহমুখদুম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমন, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দীন চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান হোসেন, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন সাহু। এছাড়াও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, যুবলীগ নেতা জহিরুল হক রুবেল, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগরীর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজীব, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি বাপ্পী চৌধুরী রনি, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন বিপ্লব, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুকে মামলায় আসামি করা হয়েছে।
আরও পড়ুন: জয়পুরহাটে শেখ হাসিনা-কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা
২৫৭ দিন আগে
সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা
রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে নকশাবহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
১৫৮৭ দিন আগে
করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চসিকের সাবেক মেয়র নাছির
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
১৬৪৩ দিন আগে
খোকার ছোট ভাই আনোয়ারের করোনায় মৃত্যু
বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার বিকালে মারা গেছেন।
১৭৭৩ দিন আগে