গীতি কবি নঈম গওহর
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নঈম গওহরের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গীতি কবি (গীতিকার) প্রয়াত নঈম গওহরের পরিবারকে সহায়তা হিসেবে শিগগিরই একটি প্লট বা ফ্ল্যাট হস্তান্তর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭৫৭ দিন আগে