কমলাপুর
ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে মানুষের ঢল
ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। বেশ কয়েকদিন আগে থেকেই বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুকো মানুষ। তবে শুক্রবার থেকে ছুটি শুরু হওয়ায় এ সংখ্যা বাড়তে থাকে।
আরও পড়ুন: সিলেটে শেখ হাসিনার নির্বাচনী প্রচারণার শুরুতে লাখো মানুষের ঢল
শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঘরমুখো মানুষের ঢল নেমেছে।
স্টেশনের প্লাটফর্মে ঠাসাঠাসি যাত্রী। কোনো রকমে ট্রেনে ওঠার প্রাণান্ত চেষ্টা। প্রচণ্ড ভিড়ের কারণে কেউ কেউ জানালা দিয়ে উঠছিল।
আরও পড়ুন: পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের ঢল
৪ মাস আগে
রাজধানীর কমলাপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
ঢাকার কমলাপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মে) রাত ১২টার দিকে উত্তর কমলাপুরের একটি এটিএম বুথের সামনে বর্জ্য সংগ্রহের সময় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তবে তিনি রাস্তায় বর্জ্য সংগ্রহের কাজ করতেন বলে জানা গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর জানান, রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই।
আরও পড়ুন: চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের সঙ্গে কাভার্ডভ্যানের ধাক্কা, লোকোমাস্টার আহত
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
রাজধানীর কমলাপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
রাজধানীর কমলাপুর মোড়ে বাসের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে কমলাপুর মোড় এলাকায় ট্রাফিক বক্সের সামনে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ অজ্ঞাত ব্যক্তির বয়স ৪০ বছরের আশেপাশে হতে পারে বলে ধারণা করছে।
গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক মো. রাসেল তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল মিয়া বলেন, কমলাপুর মোড় এলাকায় ট্রাফিক বক্সের সামনে ছয় নম্বর রোডের বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে পেটে ও কোমরে আঘাত পেয়ে ওই ব্যক্তি গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এসআই বলেন, নিহতের পরিচয় জানা ও বাসটি শনাক্তের চেষ্টা চলছে। ব্যক্তিটির পরনে ছিল ময়লাযুক্ত সাদা গেঞ্জি, জ্যাকেট ও প্যান্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে ভবঘুরে প্রকৃতির হতে পারে।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হামলা করতে এসে অজ্ঞাত ব্যক্তি নিহত
টেক্সাসে শপিং মলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮, হামলাকারী নিহত
১ বছর আগে
মেট্রোরেলের জন্য কমলাপুর স্টেশন ভাঙার প্রস্তাব আমি মেনে নেইনি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে সরকার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
তিনি বলেন, ‘আমরা যখন কোনো (উন্নয়ন) কাজের জন্য যাই তখন চ্যালেঞ্জ দেখা দেয়... আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সমস্ত প্রকল্প শেষ করেছি।’
সোমবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন।
মেট্রোরেল প্রকল্পের বিষয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে সম্ভাব্যতা সমীক্ষায় এমআরটি রুটটি বিজয় সরণির মধ্য দিয়ে যাওয়ার জন্য নকশা করা হয়েছিল।
আরও পড়ুন: ব্রাজিল ও দ. আমেরিকার ৩ দেশের সঙ্গে পিটিএ ও এফটিএ সইয়ের ওপর জোর প্রধানমন্ত্রীর
তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমরা যদি এটির সঙ্গে চলতাম তবে আমাদের তেজগাঁও বিমানবন্দরটি বন্ধ করে দিতে হতো যেখানে ৯ হাজার ফুট দীর্ঘ রানওয়ে রয়েছে। আমি সেই প্রস্তাবের তীব্র বিরোধী করেছিলাম।’
এ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৯৮ সালের বন্যায় কুর্মিটোলায় ঢাকা বিমানবন্দর পানিতে তলিয়ে যাওয়ায় সব ত্রাণ তেজগাঁও বিমানবন্দরে পৌঁছেছিল।
তিনি আরও বলেন, যে প্ল্যানেটোরিয়ামের (বিজয় সরণিতে) গম্বুজটির মূল নকশা থেকে অনেক বেশি উচু ছিল।‘আমরা সেই উচ্চতা কমিয়েছি। যদি উচ্চতা ৬০ থেকে ৭০ ফুটের বেশি হয়, তবে এটি বিমানবন্দর ফানেলের (তেজগাঁও বিমানবন্দরের) অধীনে আসবে।’
তিনি মন্ত্রিপরিষদের বৈঠকে বলেন যে পুরানো অ্যালাইনমেন্ট ব্যবহার করা হলে সরকারকে ২২টি ভবন ভেঙে ফেলতে হবে।
তিনি বলেন, ‘আমি খামার বাড়ি এলাকা ব্যবহার করে নতুন রুট প্রস্তাব করেছি।’
আরও পড়ুন: যুদ্ধ ও মহামারি সত্ত্বেও মানুষের কষ্ট লাঘবে যা দরকার আ.লীগ তা করবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি বাংলাদেশ ব্যাংক থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল রুট সম্প্রসারণ করেছেন।
তিনি আরও বলে, ‘সেই সময়, মেট্রোরেলের বাঁক ও ও অবতরণের জায়গার জন্য কমলাপুর স্টেশন ভেঙে দেয়ার প্রস্তাব করা হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেছিলেন যে এত বড় ঐতিহাসিক স্থাপনা ভেঙে আরেকটি নির্মাণ করা বুদ্ধিমানের কাজ হবে না।
তিনি বলেন, ‘আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, কীভাবে আমরা (কমলাপুর) স্টেশনটি অক্ষত রেখে এগিয়ে যেতে পারি। প্রয়োজনে মেট্রো রেল স্টেশনের ওপর দিয়ে যাবে বা বাঁক নেয়ার জন্য অন্য জায়গা খুঁজবো। তখন এটি সেভাবে করা হয়।’
তিনি আরও উল্লেখ করেন যে মেট্রোরেল প্রকল্পটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের প্রতিরোধের মুখোমুখি হয়েছিল এবং বলেছিল যে এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে ধ্বংস করবে।
তিনি বলেছিলেন, ‘আমি তাদের আশ্বস্ত করেছিলাম যে মেট্রোরেলের কারণে কোনও ঝামেলা হবে না কারণ এটি বিশ্ববিদ্যালয় এলাকার একটি কোণ দিয়ে যাবে।’
হলি আর্টিজান হামলার পর মেট্রোরেল প্রকল্প বন্ধ হয়ে যায়, যাতে প্রকল্পের সঙ্গে জড়িত সাত জাপানি নাগরিক নিহত হয়।
তিনি বলেন, ‘সেই সময়ে, সমস্ত জাপানিরা তাদের স্বদেশে ফিরে গিয়েছিল। আমি তৎকালীন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে সমবেদনা জানিয়েছিলাম এবং জাপান সফরে গিয়ে আমি সাতজন নিহত জাপানি কর্মকর্তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি।
পরে, তিনি স্মরণ করেন, কোভিড-১৯ মহামারি চলাকালীন এটি আবার বন্ধ হয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘কিন্তু সেই সময়ে, ভিডিও কনফারেন্সিং সিস্টেম ব্যবহার করে কাজটি ধীরে ধীরে এগিয়েছিল।’
শেখ হাসিনা মেট্রোরেল সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সতর্কতা ও মননশীলতার সঙ্গে ব্যবহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমি সকলকে (মেট্রো) রেলকে সর্বোচ্চ যত্ন সহকারে ব্যবহার করার জন্য অনুরোধ করব, কারণ এটি সমগ্র দেশ এবং জনগণের সম্পদ।’
প্রধানমন্ত্রী বলেন, যাত্রী ও হজযাত্রীদের সুবিধার্থে বিমানবন্দর রেলস্টেশন থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য সরকার একটি আন্ডারপাস নির্মাণ করছে।
আরও পড়ুন: আগামী নির্বাচনকে সামনে রেখে নৈরাজ্যের বিরুদ্ধে সতর্ক থাকুন: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ বছর আগে
কমলাপুরে ট্রেনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আন্তজেলা ট্রেনের বগিতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার ভোরে এ ঘটনায় পাঁচ যুবককে আটক করা হয়েছে।
পুলিশ বলেছেন, গ্রেপ্তারদের মধ্যে দুজন ঢাকার আদালতে সংঘবদ্ধ ধর্ষণে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তবে ঘটনার পর থেকে ইমরান নামে আরেক অভিযুক্ত পলাতক রয়েছে।
আরও পড়ুন: নাটোরের শিশুধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার
গ্রেপ্তাররা হলো-নাজমুল (২৫), আনোয়ার (২০), নাইম (২৫), সুমন (২১) ও রুমান ওরফে কালু (২২)।
১৭ বছর বয়সী ওই কিশোরীর বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী নেত্রকোণার একটি গ্রাম থেকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একটি আন্তজেলা ট্রেনে করে কমলাপুর থানায় পৌঁছায়।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, বাবা-মায়ের সঙ্গে ঝগড়ার পর গ্রামের বাড়ি ছেড়ে সে ঢাকায় আসে।
তার কোন নির্দিষ্ট গন্তব্য না থাকায় প্ল্যাটফর্ম নং-২ এ অপেক্ষা করছিল। পলাতক ইমরান তার সঙ্গে কথোপকথন শুরু করে এবং তাকে প্ল্যাটফর্ম নং-১ এর একটি ট্রেনের বগির ভিতরে থাকতে বলে যে এটি তার জন্য নিরাপদ হবে।
পরে রাত সাড়ে ১২টার দিকে ইমরানসহ চার থেকে পাঁচজন মিলে বগিতে গিয়ে তাকে ধর্ষণ করে। রেলওয়ের একজন নিরাপত্তারক্ষী বগির পাশ দিয়ে যাওয়ার সময় তারা ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সকালে নিরাপত্তারক্ষী মেয়েটিকে উদ্ধার করে কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে ভুক্তভোগীর দেয়া বিবরণে থানা এলাকা থেকে ওই পাঁচ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী কমলাপুর রেলওয়ে থানায় মামলা করেছে।
শনিবার বিকালে গ্রেপ্তার পাঁচ যুবককে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। এদের মধ্যে নাইম ও সুমন নামে দুজন সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান ওসি।
অভিযুক্তদের সবাইকে জেলে পাঠানো হয়েছে, পুলিশ এখনও পলাতক ইমরানকে খুঁজছে।
আরও পড়ুন: ভিডিও ধারণ করে গৃহকর্মীকে একাধিকবার ধর্ষণ, থানায় মামলা
মাদারীপুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
২ বছর আগে
কমলাপুর রেলস্টেশনে কনটেইনারে আগুন
কমলাপুর রেলওয়ে স্টেশনে শনিবার একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন: নরসিংদী ও নারায়ণগঞ্জে স্পিনিং মিলে আগুন
তিনি বলেন, ‘বর্তমানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে এবং আরেকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।’
তবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।
২ বছর আগে
জুনে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এ বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘৭৫-এর পর পদ্মা সেতু আমাদেরকে অহংকার ও মর্যাদার জায়গায় নিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু বাস্তবায়ন করেছেন। এ বছরের জুনে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন।’
তিনি বলেন, ‘পদ্মা সেতুর কানেক্টিং পয়েন্ট কমলাপুর ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে (আইসিডি) সংযুক্ত হলেও আইসিডি পরিচালনায় সমস্যা হবে না। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। আমরা আরও আইসিডি প্রতিষ্ঠা করব। সে সক্ষমতা আমাদের রয়েছে।’
শনিবার ঢাকায় কমলাপুরস্থ ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে (আইসিডি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আইসিডির মেট শ্রমিক ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘পদ্মা সেতু একটি আত্মমর্যাদার নাম, একটি সাহসের নাম, বাংলাদেশ এগিয়ে যাওয়ার নাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ অহংকারের বিজয় অর্জন করেছে। সে বিজয় এবং অহংকার; অন্ধকারে হারিয়ে যায় স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশ বিবর্ণ হয়ে যায়। সারা বিশ্বে পরিচয় পায় ক্ষুধা, দারিদ্র ও বন্যাকবলিত বাংলাদেশ। দেশে দারিদ্রতা বিক্রি করে বিভিন্ন জন প্রতিষ্ঠিত হয়েছে; নোবেল পুরস্কার পেয়েছে। অথচ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দারিদ্র বিমোচন হয়নি।’
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি দেখে জাতীয় ও আন্তর্জাতিক গোষ্ঠী চক্রান্ত করছে। ষড়যন্ত্র হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সপ্তম নৌবিহার পাঠিয়েও বাংলাদেশের বিজয় আটকাতে পারেনি। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি মার্কিন -বৃটিশ বেনিয়াদের সহ্য হচ্ছেনা। তারা টেনে ধরার ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে পৌঁছে গেছি। অপপ্রচার চালিয়ে অগ্রগতি থামানো যাবে না। আমাদের সীমাবদ্ধতা আছে। কিন্তু সংকট নাই। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ২৪তম অর্থনৈতিক উন্নয়ন দেশ হবে।’
অনুষ্ঠানে অন্যদের মাঝে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, আইসিডির ম্যানেজার আহমাদুল করিম এবং আইসিডির শ্রমিক ইউনিয়নের সভাপতি তুষার খান বাবুল।
আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধন হবে জুনে: ওবায়দুল কাদের
২ বছর আগে
কমলাপুরে আগুনে পুড়ল বস্তির ৩০ ঘর
রাজধানীর কমলাপুর এলাকার টিটিপাড়া মেথরপট্টিতে শুক্রবার রাতে আগুন লেগে ৩০টি ঘর পুড়ে গেছে।
৪ বছর আগে