মাইক্রোসফট
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ তৈরিতে আগ্রহী মাইক্রোসফট
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ও ডেভেলপার তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোসফট। এছাড়াও দেশীয় স্টার্টআপগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল বিজনেস সক্ষমতা তৈরি এবং সাইবার নিরাপত্তা বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১১ জুন) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুপ ফারুক।
আরও পড়ুন: দক্ষিণখান-উত্তরখানের ৮১ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে: ডিএনসিসি মেয়র
সাক্ষাৎকালে তারা স্টার্ট আপ অন মাইক্রোসফট ফাউন্ডার প্রোগ্রাম,সাইবার নিরাপত্তা, পরিপূর্ণ ডাটা ও এআইয়ের জন্য একক প্লাটফর্ম তৈরিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পৃথিবী আরেকটি যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পরিবর্তনের এই যাত্রায় অনেক চ্যালেঞ্জ রয়েছে। স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতেই হবে।
তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং, টেলিকম, আইসিটিসহ সব খাতে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং প্রযুক্তির নতুন টুল তৈরিতে মাইক্রোসফট অবদান রাখতে পারে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজব্যবস্থা, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকারব্যবস্থা গড়তে চাইলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে এড়িয়ে কিছু করা সম্ভব নয়।
আরও পড়ুন: ‘সুস্থ সমাজ গঠনে খেলাধুলা করতে হবে: ডিএনসিসি মেয়র
ভবনের গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকান বন্ধ করা হবে: ডিএনসিসি মেয়র
৫ মাস আগে
ভারতে এআই প্রযুক্তি নিয়ে মাইক্রোসফটের নতুন কৌশল
ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ ও এটি নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষমতায়ন এবং দেশটিতে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার অংশীদার হিসেবে নিজেদের অবস্থান সুরক্ষিত করার জন্য বিস্তৃত কৌশল ঘোষণা করেছে মাইক্রোসফট।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, এআই ব্যবহারের সুযোগকে গণতান্ত্রিক অধিকারে পরিণত করার মিশনের রূপরেখা তুলে ধরেন প্রতিষ্ঠানটির সিইও সত্য নাদেলা। বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে এ বিষয়ে মূল প্রবন্ধ পড়ার সময় তিনি এ রূপরেখা তুলে ধরেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সবার জন্য এবং এ বিষয়ে আমরা ভারতের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার হতে চাই।’ এআই ডোমেইনে অন্তর্ভুক্তি ও প্রবেশাধিকার বাড়ানো নিয়ে মাইক্রোসফটের প্রতিশ্রুতির ওপর জোর দেয় এই উদ্যোগ।
প্রতিশ্রুতির অংশ অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে ভারতের ২০ লাখ মানুষকে এআই প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা করছে মাইক্রোসফট। এই উদ্যোগ দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরের মানুষের উপর এবং বিশেষ করে দেশটির গ্রামীণ এলাকাগুলোতে আর্থ-সামাজিক উন্নয়নের প্রচারের জন্য গ্রহণ করা হবে। প্রযুক্তির এই অগ্রগতিকে সঠিক দিকনির্দেশনা দিতে এআই বিধিবিধান ও আইন প্রতিষ্ঠায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন সত্য নাদেলা।
জিপিটির মতো চ্যাটভিত্তিক এআই প্রযুক্তিগুলোর বিবর্তনের বিষয়টি তুলে ধরে নাদেলা কমপিউটার ব্যবহারের ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি উদযাপন করেছেন। একই সঙ্গে ব্যবহারকারীদের (মানব) প্রয়োজন বুঝে খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে ‘স্বাভাবিক কথোপকথন’ চালিয়ে যেতে পারে এমন মেশিন তৈরির লক্ষ্যের কথা তুলে ধরেছেন।
বিপুল পরিমাণে তথ্য বিশ্লেষণ ও প্যাটার্ন শনাক্ত করে তথ্য প্রক্রিয়াজাতকরণের জন্য একটি নিউরাল ইঞ্জিন ব্যবহারের কথা মাইক্রোসফটের এই কৌশলে তুলে ধরা হয়েছে। মাইক্রোসফট কোপাইলটের মতো উদ্যোগের মাধ্যমে এআই প্রযুক্তি দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখা যাবে বলে আশা প্রকাশ করে সংস্থাটি। এআই ল্যান্ডস্কেপে মাইক্রোসফটের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে এই নতুন উদ্যোগের মাধ্যমে বিশাল আকারে বিপণন ও প্রচার চালানো হবে।
যাই হোক, মডেল প্রশিক্ষণ ও অনুমান ক্ষমতা বৃদ্ধিসহ এআই অবকাঠামোর উন্নয়নে বিনিয়োগ করে যাচ্ছে মাইক্রোসফট। জিপিটির বৈচিত্র্য এবং বেশকিছু উন্নত বড় মডেলের অধিকারী হওয়া নিয়ে গর্ব প্রকাশ করে নাদেলা সংস্থাটির এআই প্রযুক্তিগত ক্ষমতা সম্প্রসারণের বিষয়ে উচ্চাভিলাসী পরিকল্পনার কথা তুলে ধরেছেন।
৯ মাস আগে
মাইক্রোসফট বিংয়ের নতুন সংস্করণে থাকছে চ্যাটজিপিটি প্রযুক্তি
মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিন বিং-এর নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বশেষ সংস্করণকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই সংস্করণে ওপেনএআই-এর চ্যাটজিপিটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তি গত বছর চালু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে ঝড় তুলেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে বলা হয়, এই পদক্ষেপটি ওয়েব বা তথ্য অনুসন্ধানে গুগলের আধিপত্যের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে এবং উভয় টেক জায়ান্টের মধ্যে এআই যুদ্ধের সূচনাকে চিহ্নিত করছেন অনেক বিশেষজ্ঞ।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বলেন, ‘প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ।’
আরও পড়ুন: চ্যাটজিপিটিকে টক্কর দিতে গুগলের ‘বার্ড’!
মাইক্রোসফটের তত্ত্বাবধানে ওপেনএআই-এর ডেভেলপ করা চ্যাটজিপিটি ডিপ লার্নিং পদ্ধতি ব্যবহার করে তথ্য খোঁজার ক্ষেত্রে মানুষের মতো সাড়া দেয়ার চেষ্টা করছে।
সত্য নাদেলা বলেন, ‘আমি ভেবেছিলেন যে এটি অনলাইনে অনুসন্ধানের প্রকৃতি ও অন্যান্য অনেক সফটওয়্যারের সঙ্গে মিথস্ক্রিয়ার ক্ষেত্রে পরিবর্তন আনতে প্রস্তুত। এই প্রযুক্তিটি আমাদের জানা প্রায় প্রতিটি সফটওয়্যার বিভাগকে নতুন করে সাজাবে।’
বিং এখন কেবল ওয়েবসাইটের লিংক দেখাবে না। বরং আরও বিস্তারিত উত্তর দিয়ে অনুসন্ধানের উত্তর দিবে।
ব্যবহারকারীরা তাদের জিজ্ঞাসা সম্পর্কে ভালো ধারণা পেতে এআই-সম্পন্ন বট-এর সঙ্গে কথা বলতে পারবেন। যেকোনো জিজ্ঞাসার আর প্রাসঙ্গিক উত্তর সার্চ পেজের ডান পাশে দেখানো হবে।
নতুন বিং-এর এই ব্যবস্থা আপাতত প্রতিটি ব্যক্তির জন্য সীমিত সংখ্যক অনুসন্ধানের সঙ্গে ব্যবহার করা যাবে।
গুগল তাদের নিজস্ব নতুন চ্যাটবট বার্ড সম্পর্কে জানানোর একদিন পর এই ঘোষণা আসল।
আরও পড়ুন: গুগলের নতুন এআই টেক্সট থেকে তৈরি করতে পারে মিউজিক
১ বছর আগে
১০ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করে পাঁচ শতাংশ জনবল কমাচ্ছে। ছাঁটাই হওয়ারা অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানে যোগদান করেছেন।
বুধবার (১৮ জানুয়ারি, ২০২৩) কোম্পানিটি একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে বলেছে, ‘খারাপ অর্থনৈতিক অবস্থা এবং গ্রাহকদের অগ্রাধিকার পরিবর্তন করার’ প্রতিক্রিয়ায় ছাঁটাই করা হয়েছিল।
ওয়াশিংটন-ভিত্তিক সফটওয়্যার জায়ান্ট রেডমন্ড বলেছে যে এটি তার হার্ডওয়্যার পোর্টফোলিওতে পরিবর্তন আনবে এবং এর চুক্তিভিত্তিক অফিসগুলোকে একত্রিত করবে।
মাইক্রোসফট কোভিড-১৯ মহামারির সময়ে নেয়া কর্মীর তুলনায় অনেক কম ছাঁটাই করেছে, কারণ এটি তার কর্মক্ষেত্রের সফটওয়্যার এবং ক্লাউড কম্পিউটিং পরিষেবাগুলোর চাহিদা বৃদ্ধিতে সাড়া দিয়েছে যাতে অনেক লোক বাড়ি থেকে কাজ করে এবং পড়াশোনা করে।
ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির ফিন্যান্স প্রফেসর জোশুয়া হোয়াইট বলেন, ‘এর একটা বড় অংশ হল নিয়োগের ক্ষেত্রে অত্যধিক উৎফুল্লতা।’
মহামারি শুরুর পর মাইক্রোসফটের কর্মশক্তি প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০২০ সালের জুনের শেষে এক লাখ ৬৩ হাজার কর্মী থেকে বৃদ্ধি পেয়ে ২০২২ সালের জুনে দুই লাখ ২১ হাজারে দাঁড়িয়েছে।
সিইও সত্য নাদেলা কর্মীদের উদ্দেশ্যে একটি ইমেলে বলেছেন, ছাঁটাইগুলো ‘আমাদের মোট মূল কর্মচারী পাঁচ শতাংশেরও কম প্রতিনিধিত্ব করে, আজ কিছু বিজ্ঞপ্তি এসেছে।’
নাদেলা বলেন, ‘যদিও আমরা কিছু ক্ষেত্রে ভূমিকা বাদ দিচ্ছি, আমরা মূল কৌশলগত এলাকায় নিয়োগ অব্যাহত রাখব।’
তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি ব্যবহার করে একটি ‘নতুন কম্পিউটার প্ল্যাটফর্ম’ নির্মাণের গুরুত্বের ওপর জোর দেন।
আরও পড়ুন: গুগল-মাইক্রোসফটের মুনাফায় মন্থর গতি
তিনি বলেছিলেন যে গ্রাহকরা মহামারি চলাকালীন ডিজিটাল প্রযুক্তিতে তাদের ব্যয়কে ত্বরান্বিত করেছিল তারা এখন ‘কম দিয়ে আরও বেশি করার জন্য তাদের ডিজিটাল ব্যয় অপ্টিমাইজ করার’ চেষ্টা করছে।
নাদেলা লিখেছেন, ‘আমরা প্রতিটি শিল্পে সংস্থাগুলোকেও দেখছি এবং ভূগোল সতর্কতা অবলম্বন করছি। কারণ বিশ্বের কিছু অংশ মন্দার মধ্যে রয়েছে এবং অন্যান্য অংশগুলো একটির প্রত্যাশা করছে।’
অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলোও অর্থনৈতিক মন্দার উদ্বেগের মধ্যে চাকরি থেকে কর্মীদের ছাঁটাই করছে।
মাইক্রোসফট জনবল ছাঁটাই এবং অফিস বন্ধ করে কোথায় কেন্দ্রীভূত হবে সে সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছে।
বুধবার সংস্থাটি ওয়াশিংটন রাজ্যের কর্মসংস্থান কর্মকর্তাদের কাছে নোটিশ পাঠিয়েছে যে এটি রেডমন্ড এবং নিকটবর্তী শহর বেলভিউ এবং ইসাকাহের অফিসে ৮৭৮ জন কর্মী ছাঁটাই করছে।
জুন পর্যন্ত কোম্পানিটির মার্কিন যুক্তরাষ্ট্রে এক লাখ ২২ হাজার এবং অন্যত্র ৯৯ হাজার কর্মী ছিল।
ভ্যান্ডারবিল্টের অধ্যাপক হোয়াইট বলেছেন যে সমস্ত শিল্প সম্ভাব্য মন্দার আগে খরচ কমাতে চাইছে। তবে প্রযুক্তি সংস্থাগুলো সুদের হারের দ্রুত বৃদ্ধির জন্য বিশেষভাবে সংবেদনশীল হতে পারে। যা এমন একটি হাতিয়ার যা সাম্প্রতিক মাসগুলোতে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে মোকাবিলায় ফেডারেল রিজার্ভ ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে।
তিনি বলেছেন, ‘এটি কারিগরি সংস্থাগুলোকে শিল্প বা ভোক্তা প্রধানদের তুলনায় একটু বেশি আঘাত করে। কারণ মাইক্রোসফটের মূল্যের একটি বিশাল অংশ নগদ প্রবাহসহ প্রকল্পগুলোতে রয়েছে যা কয়েক বছর ধরে পরিশোধ করবে না।’
সম্প্রতি মনোযোগ আকর্ষণ করা প্রকল্পগুলোর মধ্যে মাইক্রোসফট এর সান ফ্রান্সিসকো প্রতিষ্ঠাতা অংশীদার ওপেনএআই লেখার টুল চ্যাটজিপিটি এবং অন্যান্য এআই সিস্টেমের নির্মাতা যা পাঠযোগ্য লেখা, ছবি এবং কম্পিউটার কোড তৈরি করতে পারে।
মাইক্রোসফট এক্সবক্স গেম ব্যবসার মালিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে নিয়ন্ত্রক অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে। তার পরিকল্পিত ৬৮ দশমিক সাত বিলিয়ন মার্কিন ভিডিও গেম কোম্পানি অ্যাক্টিভিশন ব্লিজার্ডের নিয়ন্ত্রণ বিলম্বিত করেছে, যার এক বছর আগে প্রায় ৯ হাজার ৮০০ কর্মী ছিল।
আরও পড়ুন: মাইক্রোসফটের উদ্ভাবন কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রী পলকের
১ বছর আগে
গুগল-মাইক্রোসফটের মুনাফায় মন্থর গতি
প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেট ও মাইক্রোসফটের বিক্রয় মুনাফায় তীব্র মন্থর গতি দেখা দিয়েছে। যার ফলে অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গুগল ও ইউটিউবের প্রধান কোম্পানি অ্যালফাবেট জানিয়েছে, সেপ্টেম্বরসহ গত তিন মাসে মাত্র ছয় শতাংশ বিক্রয় মুনাফা বৃদ্ধি পেয়ে হয়েছে ছয় হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। কারণ, কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপন বাজেট কমিয়েছে।
মহামারির সময়টি যদি বাদ দেয়া হয় তাহলে গত এক দশকে মার্কিন এই টেক জায়ান্ট সবচেয়ে দুর্বল ত্রৈমাসিক বৃদ্ধি দেখেছে।
মাইক্রোসফট জানিয়েছে যে কোম্পানিটির কম্পিউটার ও অন্যান্য প্রযুক্তির চাহিদা দুর্বল হয়েছে।
আরও পড়ুন: গুগল স্ট্রিমিং গেম পরিষেবা বন্ধ করবে আগামী জানুয়ারিতে
কোম্পাটির বিক্রয় ১১ শতাংশ বেড়ে আয় হয়েছে পাঁচ হাজার ১০ কোটি মার্কিন ডলার। যা গত পাঁচ বছরে সবচেয়ে ধীর গতির আয় বৃদ্ধি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি উল্লেখ করেছে, মূল্য ও সুদের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ভোক্তা ও ব্যবসাগুলো হ্রাস পাচ্ছে। যা বৈশ্বিক মন্দার আশঙ্কা জাগিয়েছে বাজার বিশ্লেষকদের মধ্যে।
মার্কিন ডলারের শক্ত অবস্থার কারণে আমেরিকান বহুজাতিকদের ক্ষতি হচ্ছে। যা বিদেশে পণ্য বিক্রি করা আরও ব্যয়বহুল করে তুলেছে
গত ত্রৈমাসিকে অ্যালফাবেটের মুনাফা ৩০ শতাংশ কমে হয়েছে এক হাজার ৩৯০ কোটি মার্কিন ডলার। কারণ ইউটিউবের বিজ্ঞাপন হতে আয় প্রথমবারের মতো কমেছে।
টানা পাঁচ ত্রৈমাসিকে কোম্পানিটির বিক্রয় বৃদ্ধি মন্থর হয়েছে।
আরও পড়ুন: মাইক্রোসফটকে বাদ দিয়ে ক্রেতা হিসেবে ওরাকলকে বেছে নিল টিকটক
চীনে বন্ধ হয়েছে গুগল ট্রান্সলেট
২ বছর আগে
মাইক্রোসফটের উদ্ভাবন কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রী পলকের
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বিশ্বপ্রযুক্তির টেক জায়ান্ট মাইক্রোসফটের কার্যক্রম পরিদর্শন ও মাইক্রোসফট টিমের সঙ্গে মতবিনিময় করেছেন।
এসময় তিনি মাইক্রোসফটের হার্ডওয়্যার, সফটওয়্যার ও বিস্ময়কর উদ্ভাবনগুলো প্রত্যক্ষ করেন।
২ বছর আগে
মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মান পাচ্ছেন বিপিন রাওয়াত
ভারতের প্রথম সামরিক প্রধান জেনারেল বিপিন রাওয়াত, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, গুগলের সুন্দর পিচাই এবং দুই করোনা ভ্যাকসিন নির্মাতাকে এই বছরের পদ্ম পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
যদিও জেনারেল রাওয়াত মরণোত্তর পদকে ভূষিত হচ্ছেন। অন্যদিকে নাদেলা, পিচাই এবং করোনার ভ্যাকসিন নির্মাতা সিরাম ইনস্টিটিউটের সাইরাস পুনাওয়ালা ও ভারত বায়োটেকের কৃষ্ণা এবং সুচিত্রা ইলা -এই বছর পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন।
জনসেবায় জড়িত বিভিন্ন কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পদ্ম পুরস্কার দেয়া হয়।
আরও পড়ুন: বুধবার ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস
ভারতরত্ন-এর পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ। এছাড়া পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
প্রতি বছর ভারত সরকার ২৬ জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবসের আগে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। মার্চ বা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে ভারতীয় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্তদের সম্মানিত করবেন।
গত বছরের ডিসেম্বরে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল রাওয়াত তার স্ত্রীসহ ১২ জন সশস্ত্র বাহিনীর সদস্য নিহত হন।
জেনারেল রাওয়াত ৪০ বছরেরও বেশি সময় ধরে সশস্ত্র বাহিনীতে ছিলেন। একজন জুনিয়র কমিশন্ড অফিসারের পদ থেকে ভারতীয় সেনাপ্রধান এবং শেষ পর্যন্ত তিন বাহিনীর প্রথম প্রধান ছিলেন তিনি।
ভারতীয়-আমেরিকান নাদেলা (৫৪) এবং পিচাই (৪৯) কে ‘বাণিজ্য ও শিল্প’ বিভাগে তাদের অবদানের জন্য সম্মানিত করা হয়েছে। অন্যদিকে, করোনার যুদ্ধে ভারতকে এগিয়ে নিতে ভ্যাকসিন প্রস্তুত করার জন্য নির্মাতাদের পুরস্কার দেয়া হবে।
এ বছর মোট ১২৮ জন পদ্ম পুরস্কারে ভূষিত হবেন।
আরও পড়ুন: এবছরও ভারতের প্রজাতন্ত্র দিবসে থাকছে না কোনো বিদেশি অতিথি
২ বছর আগে
মাইক্রোসফটকে বাদ দিয়ে ক্রেতা হিসেবে ওরাকলকে বেছে নিল টিকটক
মাইক্রোসফটকে বাদ দিয়ে নিজেদের পছন্দসই ক্রেতা হিসেবে ওরাকলকে বেছে নিয়েছে টিকটকের মালিকপক্ষ।
৪ বছর আগে
টিকটক, উইচ্যাটের সাথে মার্কিন লেনদেন নিষিদ্ধ করলেন ট্রাম্প
টিকটক এবং উইচ্যাটের চীনা মালিকদের সাথে লেনদেন নিষিদ্ধ করার জন্য একটি সরকারি আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৪ বছর আগে
টিকটকের মার্কিন অংশ কিনে নেয়ার পরিকল্পনা মাইক্রোসফটের
মাইক্রোসফট জানিয়েছে যে তাদের সাথে চীনা সংস্থা বাইটড্যান্সের একটি চুক্তি হতে পারে যার মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে টিকটক পরিষেবার মালিকানা পাবে এবং পরিচালনা করবে মাইক্রোসফট।
৪ বছর আগে