কূটনৈতিক মিশন
সহিংসতা পরিহার করে অংশগ্রহণমূলক-শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করুন: কূটনৈতিক মিশন
অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে 'সহিংসতা পরিহার ও একসঙ্গে কাজ করার' জন্য সব স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকার কূটনৈতিক মিশনগুলো।
সোমবার (৩০ অক্টোবর) মিশনগুলো এক যৌথ বিবৃতিতে ঢাকায় রাজনৈতিক সমাবেশের সময় সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে।
দূতাবাস ও হাইকমিশনের সই করা যৌথ বিবৃতিতে বলা হয়, ' ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশের সময় সহিংসতায় তাদের দেশ- অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকার গভীরভাবে উদ্বিগ্ন।
আরও পড়ুন: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কূটনীতিক-জাতিসংঘের সংস্থাগুলোকে আজ ব্রিফ করবে সরকার
এতে হতাহতের ঘটনায় এবং আহতদের প্রতি সমবেদনাও জানিয়েছে দেশগুলো।
কূটনীতিকদের জন্য সরকারের নির্ধারিত ব্রিফিংয়ের কয়েক ঘণ্টা আগে এই বিবৃতি এসেছে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আজ বিকালে ঢাকায় অবস্থানরত কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জানাবে সরকার।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকাল ৪টায় কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়ন যাত্রা সম্পর্কে মার্কিন সিনেটরদের অবহিত করলেন রাষ্ট্রদূত ইমরান
১ বছর আগে
মৃত্যুদণ্ড গভীরভাবে ত্রুটিপূর্ণ ও অন্যায্য
অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের আবাসিক কূটনৈতিক মিশন মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করতে এবং এর ব্যবহারে স্থগিতাদেশ জারি করার আহ্বান জানিয়েছে।
সোমবার এক যৌথ বিবৃতিতে যেসকল দেশে মৃত্যুদণ্ডের আইন রয়েছে তাদের প্রতি এই আহ্বান জানান তারা।
২০তম বিশ্ব মৃত্যুদণ্ড বিরোধী দিবস উপলক্ষে যৌথ বিবৃতিটি দেয়া হয়।
বিবৃতিতে পাঁচটি দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে যে কোনো পরিস্থিতিতে সব দেশে সকল মানুষের জন্য মৃত্যুদণ্ডের বিরোধিতা করা।
আরও পড়ুন: গাইবান্ধায় শিশু হত্যা: এক আসামির মৃত্যুদণ্ড বহাল, ২ জন খালাস
এতে আরও বলা হয়েছে, ‘মৃত্যুদণ্ড গভীরভাবে ত্রুটিপূর্ণ। এটি অপরাধকে প্রতিরোধ করে এমন কোনো চূড়ান্ত প্রমাণ নেই। এটি অপরিবর্তনীয়-মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে কোনো গর্ভপাত বা ন্যায়বিচারের ব্যর্থতা অপরিবর্তনীয় এবং অপূরণীয়।’
এতে বলা হয়, মৃত্যুদণ্ড গভীরভাবে অন্যায্য, সংখ্যালঘু, নারী এবং বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী বা অর্থনৈতিক দুর্বলতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাব ফেলে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের দুই-তৃতীয়াংশেরও বেশি দেশ ইতোমধ্যে আইন বা অনুশীলনে মৃত্যুদণ্ড বাতিল করেছে।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: সাভারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নেত্রকোণার খলিলুরের মৃত্যুদণ্ড
২ বছর আগে
শিয়া নেতার রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা, বাগদাদে সংঘর্ষে নিহত ১৫
ইরাকের প্রভাবশালী শিয়া নেতা রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণার পর দেশটির রাজাধানী বাগদাদে তার সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
শিয়া নেতা মুকতাদা আল-সদরের সমর্থকরা দড়ি দিয়ে সরকারি প্রাসাদের বাইরের সিমেন্টের বাধা টেনে নামিয়ে দেয় এবং প্রাসাদের গেট ভেঙ্গে ফেলে, যেখানে দেশটির বিভিন্ন সরকারি ভবন এবং কূটনৈতিক মিশন রয়েছে।
এ ঘটনায় ইরাকের সামরিক বাহিনী দেশব্যাপী কারফিউ ঘোষণা করেছে এবং তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সহিংসতার প্রতিক্রিয়ায় মন্ত্রিসভার অধিবেশন স্থগিত করেছেন।
চিকিৎসা কর্মকর্তারা বলেছেন, দাঙ্গা পুলিশের সঙ্গে গুলি ও কাঁদানে গ্যাস এবং সংঘর্ষে কয়েক ডজন বিক্ষোভকারী আহত হয়েছে।
গ্রিন জোনের নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ বাহিনী বিভাগের অন্তত একজন সৈনিক নিহত হয়েছেন। একজন বেসামরিক নারীসহ আরও অনেকে আহত হয়েছেন বলে দুই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। বেশ কয়েক রাউন্ড মর্টারের শব্দ শোনা গেছে।
নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, সংঘর্ষে মর্টার এবং রকেট চালিত গ্রেনেড ব্যবহার করা হয়েছে।
গত বছরের অক্টোবরের সংসদীয় নির্বাচনে আল-সদরের দল সবচেয়ে বেশি আসন জিতেছে। তবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য যথেষ্ট নয় বলে ইরাকের সরকার অচল অবস্থায় পড়ে। তারা ইরান-সমর্থিত শিয়া প্রতিদ্বন্দ্বীদের সাথে আলোচনা করতে অস্বীকৃতি এবং পরবর্তীতে আলোচনা থেকে প্রস্থান দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা এবং অস্থিরতা দেখা দেয়।
ইরাকের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা শিয়া ও সুন্নি এই দুই দলে বিভক্ত। সাদ্দাম হোসেনের অধীনে মার্কিন-নেতৃত্বাধীন আগ্রাসন রাজনৈতিক শৃঙ্খলাকে উল্টে না দেয়া পর্যন্ত শিয়ারা নিপীড়িত ছিল। এখন শিয়ারা নিজেদের মধ্যে লড়াই করছে, বিরোধ ক্ষমতা ও রাষ্ট্রীয় সম্পদকে কেন্দ্র করে তারা রাস্তায় প্রভাব বিস্তার করছে।
পড়ুন: বিশ্বের নিঃসঙ্গতম ‘গর্তের মানুষ’ এর মৃত্যু
পাকিস্তানে বন্যা: ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
২ বছর আগে
মিয়ানমার সামরিক বাহিনীর অভিযান পরিচালনার ছাড়পত্রের রিপোর্টে বিভিন্ন কূটনৈতিক মিশনের উদ্বেগ
মিয়ানমারে নিযুক্ত অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলো রাখাইন এবং চিন রাজ্যে মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানের ছাড়পত্রের প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
৪ বছর আগে