স্কুলশিক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ১০ শিক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১০ স্কুলশিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সাতজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাইতলা জগেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো- সারিকা আক্তার, আশা মনি, চাঁদনী আক্তার, আফরিন আক্তার, ইসরাত জাহান, আশা মনি, সানজিদা আক্তার।
অভিভাবকরা জানায়, দুপুরে ক্লাস চলাকালীন প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করে। পরে একে একে ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকালে পরিবারের লোকজন তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অভিভাবকদের কেউ কেউ এটিকে জরায়ু ক্যান্সারের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া বলে অভিযোগ করেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অনিক দেব বলেন, ‘এটি টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয়। কারণ টিকা দেওয়া হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে। আমি এটিকে পেনিক অ্যাটাক বলে মনে করছি।’
তিনি আরও জানান, এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসার প্রয়োজন নেই, ২ থেকে ১ দিনের মধ্যে শিক্ষার্থীরা সুস্থ হয়ে যাবে।
১ সপ্তাহ আগে
যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: স্কুলশিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোযোগ দিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা হল শরীরচর্চার মাধ্যম। খেলাধুলা মানসিক শক্তি বাড়ায় এবং মনকে আরও উদার করে তোলে… এছাড়া খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগ দিতে হবে। একটি স্বাধীন দেশের যোগ্য নাগরিক হিসেবে তোমাদের নিজেদের প্রস্তুত করতে হবে।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভূত রপ্তানি সুযোগ কাজে লাগান: প্রধানমন্ত্রী
মঙ্গলবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২২-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশের শিশুরা পড়াশোনা, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাসহ প্রতিটি ক্ষেত্রেই ভালো পারফরম্যান্স করবে।
তিনি আরও আশা করেন যে তারা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দিয়ে দেশের জন্য মর্যাদা বয়ে আনবে।
তিনি বলেন, আজকে আমরা দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছি। তবে আমরা আগামীতে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। তোমরা হবে স্মার্ট বাংলাদেশের মূল শক্তি।
শেখ হাসিনা বলেন, ছোট শিশুদের সবসময় সুশৃঙ্খল জীবন বজায় রাখতে হবে, শিক্ষক ও অভিভাবকদের কথা শুনে চলতে হবে, তাদের সমবয়সীদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে এবং বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী মানুষের সঙ্গে ভাল আচরণ করতে হবে।
তিনি বলেন, তোমাদের সবাইকে মানবিক গুণ নিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে।
প্রধানমন্ত্রী দেশে আন্তঃবিদ্যালয়, আন্তঃ-উপজেলা ও আন্তঃজেলা, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার মত বৃহত্তর ক্রীড়া প্রতিযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি একই সঙ্গে পাঠ্যবইয়ের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, গল্পের বই পড়া, ইতিহাস, বিজ্ঞান ও প্রযুক্তির বইয়ের ওপর জোর দেন।
আরও পড়ুন: চীন, যুক্তরাষ্ট্র ও ভারত সকলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে বাংলাদেশ: সিএনএনকে প্রধানমন্ত্রী
তিনি বলেন, তোমাদেরকে সবদিক থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। এখন থেকে মনে রাখবে যে তোমরা সবচেয়ে যোগ্য হবে এবং নিজেদেরকে সবচেয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
এর আগে প্রধানমন্ত্রী ঢাকা বিভাগের নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় (ঘাটাইল, টাঙ্গাইল) এবং চট্টগ্রাম বিভাগের বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ব্রাহ্মণবাড়িয়া) মধ্যে অনুষ্ঠিত খেলার গ্র্যান্ড ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন।
বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্র্যান্ড ফাইনাল খেলায় নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বঙ্গমাতা গোল্ডকাপ-২০২২ এর শিরোপা জিতেছে।
রংপুর বিভাগের পূর্ব পঞ্চপুকুর প্রাথমিক সরকারি বিদ্যালয় (নীলফামারী সদর) জমকালো ফাইনাল খেলায় ঢাকা বিভাগের বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে (রাজবাড়ী সদর) হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০২২ এর শিরোপা জিতেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত দেশব্যাপী টুর্নামেন্ট-২০২২-এ ৬৫ হাজার ৫২৯টি বিদ্যালয়ের মোট ১১ লাখ ১৩ হাজার ৯৯৩ জন ছেলে এবং ৬৫ হাজার ৫২৮টি বিদ্যালয়ের ১১ লাখ ১৩ হাজার ৯৭৬টি মেয়ে অংশগ্রহণ করে।
প্রধানমন্ত্রী দুইটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের মধ্যে পুরস্কার ও পদক বিতরণ করেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোরার (৪ গোল) জাহিম এবং সেরা খেলোয়াড় মনিরুল ইসলাম, উভয়েই পূর্ব পঞ্চপুকুর প্রাথমিক বিদ্যালয়ের, তারা দুজনেই প্রধানমন্ত্রীর হাত থেকে প্রাইজমানির পাশাপাশি গোল্ডেন বুট ও গোল্ডেন বল পান।
বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোরার বাঞ্ছারামপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের নুর নাহার আক্তার এবং নলমা প্রাথমিক বিদ্যালয়ের রুমি শেখ হাসিনার কাছ থেকে প্রাইজমানিসহ যথাক্রমে গোল্ডেন বুট ও গোল্ডেন বল পান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ।
আরও পড়ুন: বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি স্থাপন গৌরবময় অধ্যায়ের সূচনা: প্রধানমন্ত্রী
১ বছর আগে
সিলেটে বিদ্যালয় ভবন থেকে লাফিয়ে স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা
সিলেটে বিদ্যালয় ভবন থেকে লাফিয়ে স্কুলশিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ২টার দিকে নগরীর বিমানবন্দর থানাধীন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে।
আরও পড়ুন: রাজধানীতে খারাপ ফলাফলে কিশোরীর আত্মহত্যা!
পরে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রিয়াংকা গোয়ালা রিংকি (১৩) বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সে লাক্কাতুরা এলাকার নিরেন গোয়ালার মেয়ে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার প্রকাশিত বার্ষিক পরীক্ষার ফলাফলে প্রিয়াংকা গোয়ালা রিংকি দুই বিষয়ে ফেল করে। সেদিন বিদ্যালয়ে ছিল রিংকি। দুই বিষয়ে ‘ফেল করার বিষয়টি সহ্য করতে না পেরে’ সেদিন বেলা ২টার দিকে সে বিদ্যালয় ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মারা যায় রিংকি।
এদিকে, রিংকির লাশ ময়নাতদন্ত ছাড়াই গ্রহণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন তার মা। সে আবেদন গ্রহণ করা হয়।
ফলে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার চন্দ্র সরকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরও পড়ুন: ফারদিন আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে: বাবার দাবি
সেতু থেকে ঝাঁপ দিয়ে ফারদিনের আত্মহত্যা: ঘটনা বর্ণনায় র্যাব
১ বছর আগে
বাগেরহাটে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত
বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বটগাছের সঙ্গে ধাক্কা লেগে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল আরোহী অপর এক স্কুলছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিরদিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিব শেখ (১৩) খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নারায়ণখালী গ্রামের কবির শেখের ছেলে। সে ফকিরহাট উপজেলার সাতশৈয়া হাজি আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। লাবিবদের পরিবার দীর্ঘদিন ধরে ফকিরহাটে ভাড়াবাড়িতে বসবাস করে আসছে।
জানা যায়, আহত মোটরসাইকেল আরোহী সাদিক নিহত লাবিবের সহপাঠী। আহত অবস্থায় সাদিককে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, লাবিব ও সাদিক একটি মোটরসাইকেলে করে রূপসার দিক থেকে ফকিরহাটে আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল আরোহী ওই দুই সহপাঠি আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সাদিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য লাবিবকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে লাবিবকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু
২ বছর আগে
চাঁদপুরে স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন ইজাজ হোসেন (২৩), সাব্বির হোসেন (২৬) এবং লিপি বেগম (৩২)। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শিমুল এখনও পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানা গেছে।
আরও পড়ুন: দিনাজপুরে ৫ বছরের শিশু ধর্ষণ: একজনের যাবজ্জীবন
মামলার এজাহার থেকে জানা যায়, ১৬ বছর বয়সী দশম শ্রেণির ছাত্রী রবিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইজাজ, সাব্বির ও শিমুল তার পথ আটকে লিপি বেগমের সহযোগিতায় ধর্ষণ করে।
পরে ভুক্তভোগীকে এ বিষয়ে কাউকে জানালে ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় অভিযুক্তরা।
এ ব্যাপারে রবিবার সন্ধ্যায় নিহতের মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ময়মনসিংহে দুই গারো তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
নোয়াখালীতে ধর্ষণের অভিযোগে পুলিশসহ গ্রেপ্তার ৪
২ বছর আগে
মানিকগঞ্জে স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকাদান আজ শুরু
মানিকগঞ্জে দুটি সরকারি বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো করোনার টিকা দেয়া হবে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ টিকাকেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. লুৎফর রহমান জানান, মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ জন ছাত্র এবং এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন ছাত্রীকে ফাইজারের এই টিকা দেয়া হবে।
এরই মধ্যে ওই দুই বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীর জন্মসনদের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে।
১০০ শিশুকে টিকা দেয়ার পর তাদের পর্যবেক্ষণ করা হবে। এরপর আগামী সপ্তাহ থেকে অন্যান্য শিশু শিক্ষার্থীদের এই টিকা কার্যক্রমের আওতায় আনা হবে।
জেলায় এরই মধ্যে শিশু শিক্ষার্থীদের জন্য ২৭ হাজার ফাইজারের টিকা এসেছে।
পড়ুন: চলতি সপ্তাহেই স্কুলশিক্ষার্থীদের টিকাদান শুরু
এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, ১২ থেকে ১৭ বছর বয়সের স্কুলশিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি এই সপ্তাহেই শুরু হবে।
তিনি বলেন, ‘সক্ষমতা অনুযায়ী সারাদেশের জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করছি এই সপ্তাহেই আমরা শুরু করতে পারবো।’
খুরশীদ আলম বলেন, আমরা পরিকল্পনা করেছি প্রাথমিকভাবে আগারগাঁয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিকা দেয়ার। তাহলে আমরা এক সাথে অনেক শিশুকে দিতে পারব। এটা তো চাইলে হবে না, জায়গা পেতে হবে, লোকবলের বিষয় আছে।
তিনি বলেন, স্কুল শিক্ষার্থীদের তালিকা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে। আমরা তাদের বিস্তারিত সুরক্ষা প্ল্যাটফর্মে দিয়ে দিব। আমরা যেকোনো একটা টিকা দেয়ার আগে টেস্ট রান করি। ৫০-১০০ জন যেটুকু পারি সেটা দিয়ে করবো। তাদরকে দিয়ে আমরা পর্যবেক্ষণ করবো। এরপর বড় আকারে দিব। শিশুদের টিকা কেন্দ্র আলাদা হবেও বলে জানান তিনি।
পড়ুন: মাছের টিকা উদ্ভাবন করলেন সিকৃবির শিক্ষক
কুড়িগ্রামের চরে টিকাদান শুরু
৩ বছর আগে
চলতি সপ্তাহেই স্কুলশিক্ষার্থীদের টিকাদান শুরু
১২ থেকে ১৭ বছর বয়সের স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি এই সপ্তাহেই শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
তিনি বলেন, ‘সক্ষমতা অনুযায়ী সারাদেশের জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করছি এই সপ্তাহেই আমরা শুরু করতে পারবো।’
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভাইভারস কিট হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।
খুরশীদ আলম বলেন, আমরা পরিকল্পনা করেছি প্রাথমিকভাবে আগারগাঁয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিকা দেয়ার। তাহলে আমরা এক সাথে অনেক শিশুকে দিতে পারব। এটা তো চাইলে হবে না, জায়গা পেতে হবে, লোকবলের বিষয় আছে।
তিনি বলেন, স্কুল শিক্ষার্থীদের তালিকা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে। আমরা তাদের বিস্তারিত সুরক্ষা প্ল্যাটফর্মে দিয়ে দিব। আমরা যেকোনো একটা টিকা দেয়ার আগে টেস্ট রান করি। ৫০-১০০ জন যেটুকু পারি সেটা দিয়ে করবো। তাদরকে দিয়ে আমরা পর্যবেক্ষণ করবো। এরপর বড় আকারে দিব। শিশুদের টিকা কেন্দ্র আলাদা হবেও বলে জানান তিনি।
পড়ুন: স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি: স্বাস্থ্যমন্ত্রী
এর আগে এ মাসের শুরুতে ১২ বছরের অধিক শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের ১৮ বছরের নিচে স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মতি দিয়েছে।
তিনি বলেন,‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। স্কুলশিক্ষার্থীদের টিকার বিষয়ে তাঁর পরামর্শ চাইলে তিনি আমাদের অনুমোদন দিয়েছেন।’
পড়ুন: কুড়িগ্রামের চরে টিকাদান শুরু
১২ বছরের অধিক শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার প্রস্তুতি চলছে: শিক্ষামন্ত্রী
৩ বছর আগে
স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের ১৮ বছরের নিচে স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার দুপুরে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। স্কুলশিক্ষার্থীদের টিকার বিষয়ে তাঁর পরামর্শ চাইলে তিনি আমাদের অনুমোদন দিয়েছেন।’
তিনি বলেন,‘১২ থেকে ১৭ বছরের শিশুদের শিগগিরই টিকার আওতায় আনা হবে। এ লক্ষ্যে আমাদের প্রস্তুতি চলছে। তাদের ফাইজারের টিকা দেয়া হবে। আমাদের কাছে ৬০ লাখ ফাইজারের টিকা মজুদ আছে। আরও ৪০ লাখ ডোজ টিকা শিগগিরই পাবো। আমাদের টিকার কোনো সংকট নেই।’
আরও পড়ুন: আগামী মার্চের মধ্যে ৭০-৮০ শতাংশ মানুষকে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে আট কোটি লোককে দুই ডোজ এবং মার্চ থেকে এপ্রিলের মধ্যে আরও চার কোটি দুই ডোজ টিকা দেয়া হবে। এর ফলে আগামী এপ্রিলের মধ্যে ৭০ শতাংশ মানুষ টিকার আওতায় আসবে বলেও প্রত্যাশা করেন তিনি।
ক্রয় ও বিভিন্ন উৎস থেকে জানুয়ারির মধ্যে প্রায় ১৬ কোটি টিকা আসবে উল্লেখ করে তিনি বলেন, ‘অক্টোবরে তিন কোটি, নভেম্বরে পৌনে চার কোটি, ডিসেম্বরে পাঁচ কোটি ও জানুয়ারি পৌনে চার কোটি ডোজ টিকা আসবে।’
আরও পড়ুন: ভারত থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা
সোমবার থেকে টিকা কার্যক্রম শুরু করছে ঢাবি
৩ বছর আগে
ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গেছে অভিযুক্ত পরিবার
কুড়িগ্রামে বাবা ও দাদিকে মারধর করে ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে বিয়ের জন্য বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ধর্ষক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
৪ বছর আগে
শেরপুরে বাসচাপায় স্কুলশিক্ষার্থী নিহত
শেরপুর-ময়মনসিংহ সড়কের নকলা উপজেলার গণপদ্দি এলাকায় মঙ্গলবার বাসচাপায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে