কলকাতা
কলকাতায় ড. ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো-জাতীয় পতাকার অবমাননার নিন্দা বাংলাদেশের
ভারতের কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের বাইরে উগ্রবাদী বিক্ষোভে 'গভীর উদ্বেগ' প্রকাশ করে বাংলাদেশ সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: ইসকনের সাম্প্রতিক আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন নজরুলের
বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা জানিয়েছে এবং ভারত সরকারকে কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এর কূটনীতিক এবং অ-কূটনৈতিক কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে 'বঙ্গীয় হিন্দু জাগরণ' নামের কলকাতার একটি হিন্দু সংগঠনের আয়োজনে সহিংস বিক্ষোভে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
আরও পড়ুন: ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিক্ষোভকারীদের একটি বড় দল সমাবেশ ও বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ-হাইকমিশনের সীমানায় পৌঁছে যায়।
তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ্য করে।
যদিও এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হচ্ছে, তবে ডেপুটি হাইকমিশনের সকল সদস্য নিরাপত্তাহীনতার আশঙ্কায় রয়েছেন।
আরও পড়ুন: ভারতীয় মিডিয়ার ভুল প্রচারণার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করুন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
৪ সপ্তাহ আগে
কলকাতায় কেনাকাটার জনপ্রিয় স্থান
ঈদের আগের দিনগুলো মানেই পোশাক, উপহার এবং সুস্বাদু খাবারের কেনাকাটা। রঙিন ব্যানার ও আলোক-সজ্জার রাস্তাগুলো যেন প্রাণবন্ত হয়ে ওঠে ক্রেতা-বিক্রেতার দর কষাকষিতে। এ দোকান সে দোকান ঘুরে প্রিয় জিনিসটি খুঁজে বের করার উন্মাদনা ঈদের আনন্দের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যায়। আর এই কেনাকাটা বাংলার ঐতিহ্যবাহী শহর কলকাতায় হলে সেই উৎসব মুখরতার সঙ্গে যেন যোগ হয় ভ্রমণের আনন্দ।
শত বছরের সংস্কৃতি মিশে থাকা এই শহরের কোলাহলপূর্ণ বাজারগুলো যেন রঙ এবং স্বাদের চির অর্বাচীন ফেরিওয়ালা। শপিং উৎসাহী বাঙালিদের প্রত্যাশিত এই গন্তব্যকে নিয়েই আজকের নিবন্ধ। চলুন, কলকাতায় গিয়ে কোথায় কী কিনবেন তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
কলকাতার সবচেয়ে জনপ্রিয় কয়েকটি শপিংমল
কলকাতা নিউ মার্কেট
ঔপনিবেশিক যুগের প্রাচীনতম বিপণীগুলোর মধ্যে অন্যতম এই শপিংমল যে কোনো উৎসবে কলকাতার ক্রেতাদের প্রথম পছন্দ। জুতা, শাড়ি, বিদেশি ফুল ও স্থানীয় প্রসিদ্ধ খাবারের দোকানগুলোতে থাকে উপচে পড়া ভিড়। কেননা সুনামের পাশাপাশি এদের রয়েছে বিশদ সংগ্রহ। তাছাড়া একটি নির্দিষ্ট আইটেমের সব দোকান আলাদা আলাদা ব্লকে সুবিন্যস্তভাবে সাজানো। তাই ২ হাজারেরও বেশি দোকান থাকলেও পছন্দের জিনিসটি খুঁজে পেতে বিড়ম্বনায় পড়তে হয় না ক্রেতাদের। লিন্ডসে স্ট্রিটে অবস্থিত এই সুপরিচিত জায়গাটি নিমেষেই খুঁজে পান বাইরে থেকে আগত পর্যটকরা।
আরও পড়ুন: থাইল্যান্ডের ক্রাবি ভ্রমণ গাইড: যাওয়ার উপায় ও আনুষঙ্গিক খরচ
গড়িয়াহাট বাজার
বালিগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজারটি গড়িয়াহাটের অন্যতম বিখ্যাত মল। দীর্ঘ প্রসারিত জায়গা জুড়ে বিস্তৃত রাস্তার দুপাশে দোকানগুলো জামাকাপড়, গহনা এবং ইলেকট্রনিক আইটেমের বিশাল সংগ্রহশালা। বড় দোকান ছাড়াও ছোট ছোট অস্থায়ী তাঁবুগুলোতে বসে স্বল্প দামের বিপণী। দোকানের বাইরে ঝুলে থাকা নানা আইটেমের সঙ্গে চকচকে আলোগুলো মাঝের দীর্ঘ রাস্তাকে আলোকিত করে রাখে। এখানকার রেস্তোরাঁ এবং খাবারের দোকানগুলোর অবস্থান এমন জায়গাতে যেন কেনাকাটার ফাঁকেই হুট করে যে কেউ খেতে বসে যেতে পারে।
অবনী রিভারসাইড মল
হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত এই ৫ তলা শপিংমলটি যেন নিজের নামের প্রতি সুবিচার করেছে। এর ভেতরে ২০০টিরও বেশি ব্র্যান্ডেড স্টোর সারা দিন ধরে আটকে রাখে ক্রেতাদের। শুধু কি তাই! সুপারশপের মুদি থেকে শুরু করে প্যান্টালুনের পোশাক এবং আর্চিসের অনন্য উপহার সবকিছু পাওয়া যায় এখানে। এছাড়া সিনেমা উপভোগ করার জন্য আছে একটি পিভিআর থিয়েটার। কেনাকাটা করতে যেয়ে খিদে পেয়ে গেলে তার জন্যও রয়েছে জনপ্রিয় সব রেস্তোরাঁ এবং ফুড ক্যাফে।
আরও পড়ুন: আইসল্যান্ড ভ্রমণ: যাওয়ার উপায় ও আনুষঙ্গিক খরচ
সাউথ সিটি মল
কলকাতা শহরের দক্ষিণ প্রান্তে প্রিন্স আনোয়ার শাহ রোডে প্রায় ১০ লাখ বর্গফুটের জায়গা নিয়ে এই মলটির অবস্থান। এই অত্যাধুনিক মলে একচেটিয়াভাবে ব্যবসা করে চলেছে দেশ-বিদেশের নামকড়া সব ব্র্যান্ডগুলো। সম্প্রতি চালু হওয়া নতুন বিশাল ফুড কোর্টে জায়গা পেয়েছে মেইনল্যান্ড চায়না, চিলিস, স্টারবাক্স সহ স্বনামধন্য অনেক খাবারের ব্র্যান্ড। সারা বিপণী ঘুরতে যেয়ে স্বাদ বদলের জন্য রয়েছে মাল্টিপ্লেক্স। এখানে শপিং উৎসাহী ও সিনেমাপ্রেমি দু’শ্রেণীর মানুষেরই ভিড় হয়।
কোয়েস্ট মল
পার্ক সার্কাসের সৈয়দ আমির আলী এভিনিউয়ের এই অভিজাত মলটি তরুণ এবং ব্যবসায়ী উভয়কেই আকর্ষণ করে। ২০১৩ সালে উদ্বোধন করা এই মল শহরের সবচেয়ে ব্যয়বহুল মলগুলোর একটি। মান সম্পন্ন পোশাকের দোকানের পাশাপাশি খাবার, গেমিং, ও মাল্টিপ্লেক্স সুবিধা খুব কম সময়েই কোয়েস্ট মলের জনপ্রিয়তা বাড়িয়েছে। এখানে আইনক্স মাল্টিপ্লেক্সে রয়েছে ছয়টি স্ক্রিন। এছাড়া রয়েছে চিলিস, বোম্বে ব্রাসেরি, স্মোক হাউস ডেলি, ও সেরাফিনার মতো কলকাতার সেরা সব রেস্তোরাঁ।
সিটি সেন্টার ১ শপিং মল
সল্টলেকের এই টুইন মলটিতে শহরের সব ধরণের লোকেরই সমাগম ঘটে। স্বভাবতই মলের প্রতিটি আউটলেটেই থাকে উপচে পড়া ভিড়। বিশাল এই মলের অন্যতম আকর্ষণ হল এর কেন্দ্রে জলাশয় সমৃদ্ধ কয়েকটি ধাপযুক্ত প্লাজা, যাকে কুণ্ড বলা হয়। এই বিরাট স্থাপনাকে ঘিরে দর্শনার্থীরা বসে সময় কাটাতে পারেন। মনোরম অভ্যন্তরীণ সজ্জার অ্যাম্ফিথিয়েটারে চলে সাংস্কৃতিক সন্ধ্যা। আর হাল ফ্যাশনের পোশাকের দোকানগুলো স্বতন্ত্র শৈলী নিয়ে আকৃষ্ট করে ক্রেতাদের।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতের ডাবল এন্ট্রি ভিসা পাওয়ার উপায়
৭ মাস আগে
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে আসা সাইক্লিস্টদের সঙ্গে পর্যটনমন্ত্রীর সাক্ষাৎ
একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও বাংলাদেশের মানুষের প্রতি একাত্মতা ও সংহতি প্রকাশ করতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আসা ১২ জন সাইক্লিস্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল অবকাশে মন্ত্রী এই সাক্ষাৎ করেন।
এসময় সাইক্লিস্টরা ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে সংগীত পরিবেশন করেন।
আরও পড়ুন: পর্যটন শিল্পের উন্নয়নে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: পর্যটনমন্ত্রী
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রামাণিক ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।
দশম ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সাইকেল র্যালি শিরোনামে ভারতের পশ্চিম বঙ্গের সংগঠন ‘১০০ মাইলস’ এর এই ১২ জন সাইক্লিস্ট কলকাতা থেকে সাইকেল চালিয়ে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মঙ্গলবার ঢাকায় এসেছেন।
২০১২ সালে এই সাইকেল র্যালি শুরু হয়।
সেসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত মন্ত্রী হিসেবে মুহাম্মদ ফারুক খান তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
কোভিডের কারণে দুই বছর বন্ধ থাকার পর সাইকেল র্যালিটি এই বছর আবার শুরু হয়েছে।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই সাইক্লিস্টদের বাংলাদেশে আবাসন সহ সব ধরনের সহযোগিতা প্রদান করছে।
আরও পড়ুন: মাধ্যমিকে পর্যটন শিক্ষা অন্তর্ভুক্তির ব্যবস্থা করা হবে: পর্যটনমন্ত্রী
৭ম ইন্ডিয়ান ওশান কনফারেন্স: বাংলাদেশের নেতৃত্বে পর্যটনমন্ত্রী
১০ মাস আগে
ঘন কুয়াশা: ঢাকাগামী দুটি ফ্লাইটের কলকাতায় অবতরণ
ঘন কুয়াশার কারণে শনিবার (১৩ জানুয়ারি) রাতে মধ্যপ্রাচ্যের দুটি দেশ থেকে যাত্রী নিয়ে দুটি ফ্লাইট ঢাকার পরিবর্তে ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, আবহাওয়ার অবস্থা উন্নতি হতে শুরু করলে রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটগুলো অবতরণ শুরু করে।
প্রসঙ্গত, ৪ জানুয়ারি ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হওয়া ১৩টি ফ্লাইটকে কলকাতা, হায়দ্রাবাদ, সিলেট ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
আরও পড়ুন: ঘন কুয়াশায় ঢাকা বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত, নামতে পারেনি ১৩ ফ্লাইট
কুড়িগ্রামে ঘন কুয়াশা ও শীতে দৈনন্দিন জীবন বিপর্যস্ত
১১ মাস আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
কলকাতায় আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা এর আগে দু'বার সেমিফাইনালে উঠলেও এখনও ফাইনালে উঠতে পারেনি। এবার অবশ্য লিগ পর্বে উল্লেখযোগ্য জয় নিয়েই তারা সেমিফাইনালে উঠেছে।
সবচেয়ে বেশি বিশ্বকাপ জয় করা অস্ট্রেলিয়া ভারতেও দুর্দান্ত ফর্মে রয়েছে। তাদের শেষ ৫ ম্যাচের সবকটিতেই তারা জয় পেয়েছে। এর আগে ১৯৯৯ ও ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে ভারত
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ম্যাচটি প্রভাবিত হতে পারে। টসের সময় আবহাওয়ার বিষয়টির মুখোমুখি হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া মাত্র তিনটি ওয়ানডে খেলেছে, দুটিতে জিতেছে এবং সর্বশেষটি ২০১৭ সালে ভারতের কাছে হেরেছে। দক্ষিণ আফ্রিকা ইডেনে ছয়টি ম্যাচ খেলেছে এবং এর মধ্যে মাত্র দুটিতে জিতেছে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: শচীনকে টপকে ৫০তম ওয়ানডে সেঞ্চুরি কোহলির
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েৎজি ও তাব্রেইজ শামসি
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের টার্গেট দিল ভারত
১ বছর আগে
ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসে ককটেল হামলা
পাবনার ঈশ্বরদীতে কলকাতাগামী চলন্ত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এতে মৈত্রী এক্সপ্রেসের বগির একটি জানালা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনের অদূরে ঈশ্বরদী গার্ল স্কুলের সামনে এঘটনা ঘটে।
আরও পড়ুন: গাইবান্ধায় পুলিশের উপর হামলা করে ৩ বিএনপি নেতাকে ছিনতাই
স্থানীয়রা জানায়, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ঈশ্বরদী রেলওয়ে জংশন অতিক্রম করে ঢাকা যাচ্ছিল। ঈশ্বরদীর লোকোসেড এলাকা অতিক্রম করার সময় ট্রেন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে অবরোধকারীরা।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান, কে বা কারা মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মারে। এতে ট্রেনের বগির জানালা ক্ষতিগ্রস্ত হয়। কেউ হতাহত হয়নি। ট্রেনটি নির্দিষ্ট সময়ই ছেড়ে গেছে। তবে ঘটনাস্থলে আগুন জ্বালানোর আলামত পাওয়া গেছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাসুদ আলম বলেন, ট্রেন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এসময় ট্রেনের একটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
আরও পড়ুন: লালমনিরহাটে বিএনপির হামলায় শ্রমিক লীগকর্মী নিহত
গাইবান্ধায় শিশু হত্যার আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ
১ বছর আগে
এএফসি কাপ: অবশেষে কলকাতার উদ্দেশে রওনা দিলো বসুন্ধরা কিংস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস সোমবার সকালে এএফসি কাপে অংশ নিতে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছে।
কলকাতাভিত্তিক মোহনবাগান ক্লাবের বিপক্ষে খেলতে সোমবার দুপুরে ভুবনেশ্বরের ম্যাচ ভেন্যুর উদ্দেশে কলকাতা ছাড়বে কিংস।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ: মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশকে এগিয়ে নিলেন সাদ
এএফসি কাপের ‘ডি’ গ্রুপে ঢাকা ও কলকাতার মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।
এর আগে রবিবার বসুন্ধরা কিংস এক বিবৃতিতে জানায়, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কাছ থেকে সময়মতো ভারতীয় ভিসা পাওয়ার জন্য যথাযথ সহযোগিতা ও সহায়তার অভাবে তারা কলকাতার মোহনবাগান ক্লাবের বিপক্ষে এএফসি কাপের ম্যাচটি খেলতে পারবে না।
বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শেখ গণমাধ্যমকে জানান, রবিবার (২২ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত তাদের দল (কিংস) ভারতীয় ভিসা পায়নি।
এর আগে শনিবার (২১ অক্টোবর) এএফসি প্রতিযোগিতা কমিটিকে লেখা এক চিঠিতে ভারতীয় ভিসা নিয়ে নিজেদের ভোগান্তির বিস্তারিত জানায় কিংস।
বিশাল অনিশ্চয়তা ও নাটকীয়তার পর অবশেষে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচের জন্য প্রয়োজনীয় ভারতীয় ভিসা পাওয়ায় কিংসের জটিলতার সমাধান হয়েছে।
এর আগে এএফসি কাপের ‘ডি’ গ্রুপে ভারতের ওড়িশা এফসি, মোহনবাগান ক্লাব এবং মালদ্বীপের মাজিয়া এসআরসি'র সঙ্গে ছিল বসুন্ধরা কিংস।
চলমান এএফসি কাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে কিংস। ঢাকায় ঘরের মাঠে ওড়িশা এফসিকে ৩-২ গোলে এবং মালেতে মাজিয়ার কাছে হেরেছিল তারা।
আরও পড়ুন: ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এখন ঢাকায়
মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
১ বছর আগে
আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান
কলকাতার বেশ কয়েকজন নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউড কিং শাকিব খান। গত ঈদে ‘প্রিয়তমা’ সিনেমায় দেখা যায় ইধিকা পালকে। তাদের রসায়ন বেশ ভালোভাবে গ্রহণ করেছে দর্শক।
নতুন খবর হচ্ছে আবারও কলকাতার নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন শাকিব। পরিচালক অনন্য মামুনের পরবর্তী সিনেমার একটিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন মিষ্টি চক্রবর্তী। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে এই খবর জানা যায়।
আরও জানা যায়, আগামী বছর শুরু হবে সিনেমাটির কাজ।
আরও পড়ুন: ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে এবার বলিউড নায়িকা
এদিকে পরিচালক অনন্য মামুনের বিপরীতে এরই মধ্যে বলিউডের নায়িকা সোনাল চৌহানের সঙ্গে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। যার শুটিংও শুরু হয়েছে।
এই সিনেমায় বাংলাদেশ ও কলকাতার আরও তারকা রয়েছেন। তারা হলেন- মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মি, পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা প্রমুখ।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
১ বছর আগে
কাঁটাতার ছিঁড়তে পারেনি নাড়ির বন্ধন: কলকাতায় তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কাঁটাতার বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গকে বিভক্ত করলেও, আমাদের হৃদয় ও নাড়ির বন্ধন ছিন্ন করতে পারেনি।
তিনি বলেন, একই মাটির গন্ধ, একই নদীর জল, একই পাখির কলতান, একই মেঘমালার বৃষ্টি, একই সংস্কৃতিতে আমাদের জীবন।
দক্ষিণ কলকাতার নন্দন-১ প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
এ সময় দুই বাংলার চলচ্চিত্রকারেরা একসঙ্গে কাজ করলে বাংলা চলচ্চিত্র বিশ্ব অঙ্গন দখল করবে, এমন প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।
আরও পড়ুন: বিএনপি নির্বাচন বর্জন করলে দলের মধ্যে বড় বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে: তথ্যমন্ত্রী
হাছান মাহমুদ বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের সুচনা।
তিনি বলেন, চলচ্চিত্র এমন একটা মাধ্যম যা দেখে শত শত বছরের আগের অবস্থা জানা যায়, আবার ভবিষ্যতের ছবিও আঁকা যায়।
সবার সহযোগিতায় বিগত বছরগুলোতে কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসব যেমন সফলতা পেয়েছে, এ বছরও তেমনি পাবে, আশাপ্রকাশ করেন তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যালয় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিশেষ অতিথি হিসেবে চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ উপস্থিত ছিলেন।
ব্রাত্য বসু বলেন, আমাদের ভাষা ও সংস্কৃতি আলাদা নয়। সেক্ষেত্রে আমি মনে করি এটা দুই বাংলার চলচ্চিত্র উৎসব। পঞ্চম বর্ষেও নিশ্চয়ই উৎসবের সিনেমা পশ্চিমবঙ্গবাসীকে আকৃষ্ট করবে। আমরাও চাই কলকাতার ছবি নিয়ে বাংলাদেশে উৎসব হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে কথাবার্তা চলছে।
বাংলাদেশের সংসদ সদস্য আরোমা দত্ত, অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস, অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেত্রী পূর্ণিমা, অরুণা বিশ্বাস, নুসরাত ফারিয়া, গায়ক রূপঙ্কর বাগচী, প্রিয়াঙ্কা গোপ প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের আয়োজনে সেখানকার ঐতিহাসিক নন্দন-১ ও ২ প্রেক্ষাগৃহে ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত উৎসবে হাসিনা -আ ডটার'স টেল, জেকে-১৯৭১, বীরকন্যা প্রীতিলতা, লালশাড়ি, গেরিলা, দামাল, পরাণ, গুণিনসহ মোট ২৪টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
আরও পড়ুন: আ. লীগ ক্ষমতায় না থাকলে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মাথাচাড়া দেবে: তথ্যমন্ত্রী
রাজনৈতিক অপরাধ থেকে সমাজ রক্ষায় কাজ করুন: তথ্যমন্ত্রী
১ বছর আগে
বাংলাদেশের ওয়েবফিল্মে শ্রীলেখা মিত্র
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের ভক্ত এ দেশেও অনেক। ওপার বাংলার প্রিয় তারকার অভিনয় এবার দেখা যাবে বাংলাদেশের ওয়েবফিল্মে।
রাশেদ রাহা পরিচালিত ‘কলকাতা ডায়েরিজ’ ওয়েবফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর।
ওয়েবফিল্মটির খবর ইউএনবিকে নিশ্চিত করেছেন খায়রুল বাশার নির্ঝর। বাংলাদেশের কোন প্ল্যাটফর্মে ‘কলকাতা ডায়েরিজ’ দেখা যাবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই সেটি জানা যাবে।
আরও পড়ুন: রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে ‘হৈমন্তীর ইতিকথা’ দিয়ে বড়পর্দায় অভিষেক ঐশিকা ঐশির
‘কলকাতা ডায়েরিজ’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। কিছুদিন আগেই কলকাতার বিভিন্ন জায়গায় ওয়েবফিল্মটির শুটিং হয়। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ওয়েবফিল্মটি। গল্পে মূল চরিত্র অনামিকা সাহা (শ্রীলেখা মিত্র) নির্ঝঞ্ঝাট স্বাধীন জীবনযাপন করা একজন। সংসার জীবনে ইতি টানলেও নিজের জীবনকে উদ্যমের সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন।
একটি প্রসাধনী সংস্থার কর্ণধার তিনি। তাই ব্যবসা নিয়েই তার ব্যস্ততা। তার প্রতিষ্ঠানে নতুন চাকরিতে আসা অল্প বয়সী মেয়ে শর্মি। যার সঙ্গে অনামিকার বন্ধুত্ব গড়ে উঠে। এর মধ্যে গল্পে যোগ হয় বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়া এক ছেলে পিকে’র চরিত্র। এখান থেকে গল্প নতুন দিকে মোড় নেয়।
‘কলকাতা ডায়েরিজ’-এ আরও অভিনয় করেছন দর্শনা বণিক, সিফাত আমিন, শান্তিলাল মুখোপাধ্যায়, অরিজিৎ গুহ প্রমুখ।
আরও পড়ুন: ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরির অভিযোগ
বান্নাহ’র মিষ্টি প্রেমের গল্পে শ্রাবণ্য-আরশ
১ বছর আগে