সড়ক ও জনপথ বিভাগ
ফুলবাড়ী সীমান্তে বিএসএফ'র বাধায় সড়ক নির্মাণ কাজ বন্ধ
কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ফুলবাড়ী সীমান্ত এলাকায় প্রায় ৩০০ মিটার সড়ক পাকাকরণের কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার সড়কের নির্মাণকাজ বন্ধ রাখার ব্যাপারে বিজিবিকে চিঠি দেয় বিএসএফ।
জানা যায়, কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ফুলবাড়ীর আছিয়ার বাজার থেকে নাগেশ্বরীর কলেজ মোড় পর্যন্ত ১৯ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ ও পাকাকরণের কাজ শুরু করে ওটিবিল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ওই কাজের কিছু অংশ প্রায় ৩০০ মিটার ফুলবাড়ী উপজেলা সদরের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী জুম্মারপাড়ার নিকট অবস্থিত আন্তর্জাতিক সীমানা পিলার নং-৯৩৭/৮ এস এর থেকে ৯৩৮ নং পিলারের কাছে নোম্যান্সল্যান্ডের মধ্যে ঢুকে পড়ে। ফলে নির্মাণকাজে ভারতের কুর্শারহাট ক্যাম্পের ৩৮ বিএসএফ সদস্যরা বাধা দেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএলের উপসহকারী প্রকৌশলী জানান, বিএসএফের বাধার কারণে ৩-৪ দিন ধরে সড়কের নির্মাণকাজ বন্ধ রয়েছে। তবে ওই অংশ বাদ দিয়ে সড়কের বাকি অংশের কাজ চলছে।
লালমনিরহাটর বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম বলেন, সড়কটির কিছু অংশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৫০ গজ অর্থাৎ নোম্যান্স ল্যান্ডের মধ্যে থাকায় বিএসএফ লিখিতভাবে নির্মাণে বাধা দিয়েছে। বিষয়টি পতাকা বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে।
আরও পড়ুন: দৌলতপুর সীমান্তে আটকের ৪ ঘণ্টা পর কৃষককে ফেরত দিল বিএসএফ
এ ব্যাপারে কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রোকৌশলী জহুরুল ইসলাম বলেন, সীমান্ত সমস্যা নিয়ে কিছু জায়গায় কাজ বন্ধ আছে, তবে দু'দেশের সীমান্ত বাহিনী দ্রুত বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছে।
৩ বছর আগে
চার লেনে উন্নীত হচ্ছে কুষ্টিয়া মহাসড়ক, পাল্টে যাবে জেলার চিত্র
মহাসড়ক যানজট মুক্ত রাখতে শিগগিরই শুরু হচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ভেড়ামারা লালন শাহ সেতু পর্যন্ত চার লেনের কাজ।
৪ বছর আগে
ভিত্তিপ্রস্থর স্থাপনের দিনে সেতু নির্মাণ কাজ স্থগিতের নির্দেশ
শেরপুরে সেতু নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের দিনেই অনিয়মের অভিযোগে শনিবার নির্মাণ কাজ স্থগিতের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আতিউর রহমান আতিক।
৪ বছর আগে