দৈনিক সমকাল
৭১ বছরে থামলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান
দৈনিক সমকালের রিজিওনাল এডিটর সারোয়ার সুমনের বাবা ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ মিলাদের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মারা গেছেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কনি আইল্যান্ড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে একাত্তরের রণাঙ্গনের এই যোদ্ধার বয়স হয়েছিল ৭১ বছর।
তিনি এক ছেলে ও চার মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শাহজাহান চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুরের বাসিন্দা। তিনি মৃত মুন্সী আব্দুল মান্নান সওদাগরের বড় সন্তান।
বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের মৃত্যুতে সমকাল পরিবারের পক্ষে শোক ও সমবেদনা জানিয়েছেন সম্পাদক আলমগীর হোসেন।
আরও পড়ুন: সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এবাদুর মারা গেছেন
এ ছাড়া সমকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন ও প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন- ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সিটি করপোরেশনের সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু ও চট্টগ্রাম চেম্বারের অব কমার্সের সভাপতি ওমর হাজ্জাজ।
আরও পড়ুন: যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান ৪২ বছর বয়সে মারা গেছেন
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য সারোয়ার সুমনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।
এ ছাড়া পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্কের (সিইউজেএন) সিনিয়র সহ সভাপতি সারোয়ার সুমনের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন সংগঠনটির সভাপতি হামিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সবুর শুভ।
সাংবাদিক নেতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন, পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠন পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: কবি মোহাম্মদ রফিক আর নেই
১ বছর আগে
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নতুন সভাপতি অমিতোষ পাল, সাধারণ সম্পাদক সোহেল মামুন
নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের (ইউডিজেএফবি) ২০২২-২০২৩ সেশনের জন্য দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পালকে সভাপতি এবং ঢাকা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার সোহেল মামুনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন,সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ (নয়াদিগন্ত), যুগ্ম-সম্পাদক ফয়সাল খান (সময়ের আলো), অর্থ সম্পাদক রাশেদ আহমেদ (দ্যা বিজনেস পোস্ট), সাংগঠনিক সম্পাদক হাসান ইমন (প্রতিদিনের সংবাদ), দপ্তর সম্পাদক ইয়াছিন রানা (ইনকিলাব), কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক বিল্লাল হোসেন সাগর (আরটিভি), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মাসুদ রানা (বিটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদুল হাসান (ডেইলি সান)।
আরও পড়ুন: সাংবাদিক রিশাদ হুদার ওপর হামলাকারীদের শাস্তি দাবি বিএসআরএফের
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, জাফর ইকবাল (সংগ্রাম), সাজিদা ইসলাম পারুল (সমকাল), নূরে আলম জিকু (মানবজমিন), ফারুক আলম (আরটিভি) ও জহুরা আক্তার (সাদাকালো নিউজ)।
এর আগে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ। সভায় বিগত দুই বছরের সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। প্রধান নির্বাচন কমিশনার হলেন আব্দুল্লাহ তুহিন। নির্বাচন কমিশনার হলেন,মতিন আব্দুল্লাহ ও জাহাঙ্গীর খান বাবু।
আরও পড়ুন: সাইবার মামলায় সিলেটে ফটোসাংবাদিক গ্রেপ্তার
৩ বছর আগে
সংবাদ প্রকাশ: কুমিল্লায় বাড়িতে ঢুকে সাংবাদিককে কুপিয়ে জখম
অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় বাড়িতে ঢুকে কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল আলম চৌধুরীকে কুপিয়ে জখমের পাশাপাশি পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান শাহজাহান মিয়ার বিরুদ্ধে।
৪ বছর আগে