মুজিব শতবর্ষ
রাজধানীতে বিজয় মিছিলে যানজট, দুঃখ প্রকাশ আওয়ামী লীগের
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিজয় শোভাযাত্রার কারণে সৃষ্ট ‘অনাকাঙ্ক্ষিত’ যানজটের কারণে দুঃখ প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই সঙ্গে শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মাধ্যমে তা ‘সফল করায়’ নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দলটি।
এ বিষয়ে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি বিবৃতি দেন।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণজোয়ার সৃষ্টি হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনাকাঙ্ক্ষিত যানজট সৃষ্টি হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুপুর থেকেই মিছিলের নগরে পরিণত হয় ঢাকা। নগরের অলিগলি, সড়ক-মহাসড়ক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনগণ মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তীর বাঁধভাঙা আবেগ ও উচ্ছ্বাস নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেয়।
আরও পড়ুন: স্বাধীনতা বিরোধী অপশক্তি মোকাবিলার শপথ নিয়ে আ. লীগের বিজয় শোভাযাত্রা
দেশপ্রেমের বহ্নিশিখায় উদ্ভাসিত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিরঞ্জীব আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নারী-পুরুষ, ছাত্র, যুবক, শ্রমিক ও জনতার পদভারে মুখর হয়ে ওঠে রাজপথ।
উল্লেখ্য, বিজয় মিছিলের সময় রাজধানীর দক্ষিণাংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইউএনবিকে জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে আওয়ামী লীগ বিজয় মিছিল বের করে। এই মিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলটির নেতা-কর্মীরা পিকাপ ভাড়া করে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে জড়ো হতে থাকে। ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
ডুমুরিয়ায় আওয়ামী লীগ থেকে ১৫ চেয়ারম্যানপ্রার্থী বহিষ্কার
৩ বছর আগে
স্বাধীনতা বিরোধী অপশক্তি মোকাবিলার শপথ নিয়ে আ. লীগের বিজয় শোভাযাত্রা
নানা আয়োজনে উদযাপিত হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ। এ উপলক্ষে শনিবার আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রার উদ্বোধনকালে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে দলটি।
নির্ধারিত সময়ের অনেক আগেই দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা জনতার ঢলে পরিণত হয়।
শনিবার দুপুর ১২টা থেকেই ব্যানার, ফেস্টুন, পতাকা, নৌকা, বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় যোগ দেন নেতাকর্মীরা। দুপুর ২টায় র্যালিটি শুরু হয়। সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে দুটি ট্রাকে বানানো হয় মঞ্চ।
বিজয় র্যালি উপলক্ষে পুরো এলাকায় সাজ সাজ রব বিরাজ করে। শোভাযাত্রায় অংশ নিতে জাতীয় পতাকা, পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে হাজির হয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্বাধীনতা আর বিজয়ের স্লোগানে মুখর হয়ে উঠে চারিদিক।
৩ বছর আগে
মুজিব শতবর্ষ: শেরপুরে দাবা লীগ শুরু ২০ সেপ্টেম্বর
শেরপুরে প্রথমবারের মতো বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুপ্রেরণায় এবং জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আয়োজনে আগামী ২০ সেপ্টেম্বর থেকে জেলা দাবা লীগ শুরু হবে।
জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুল জানান, প্রথমবার আয়োজিত এ মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগ-২০২১ এ জেলার পাঁচটি ক্লাব বা সংস্থার দল অংশগ্রহণ করবে।
আরও পড়ুন: মুজিববর্ষ দাবা প্রতিযোগিতা শুরু শনিবার
তিনি জানান, বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক দেশে দাবা খেলার বিপ্লব ঘটাতে প্রথমবারের মতো তৃণমূলে অর্থাৎ জেলা দাবা লীগ চালুর উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেরপুর জেলাতেও দাবা লীগের আয়োজন করা হয়।
জেলা দাবা লীগ-২০২১ প্রতিটি দলে পাঁচ জন করে দাবা খেলোয়াড় রেজিস্ট্রেশন করে প্রতিদিন চারটি বোর্ডে চারজন করে খেলোয়াড় খেলায় অংশ নেবে। ম্যাচ পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে।
আরও পড়ুন: ফসল কাটার প্রতিবাদে শেরপুরে বাগাছাসর বিবৃতি
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের মিলনায়তনে লীগের খেলাগুলো অনুষ্ঠিত হবে। খেলায় দলগুলোর জন্য প্রাইজমানি ছাড়াও চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হবে। ইতোমধ্যে খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের সাথে বৈঠকে ছয়টি দলকে চূড়ান্ত করা হয়েছে।
জেলা দাবা লীগ আয়োজনের প্রধান উপদেষ্টা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, জেলা ক্রীড়া সংস্থার দাবা লীগ আয়োজনে পুলিশ পৃষ্ঠপোষকতা করছে। ইতোমধ্যে জেলা দাবা লীগের জন্য স্থানীয়ভাবে স্পন্সর সংগ্রহ করা হয়েছে। প্রথমবার হলেও জেলা দাবা লীগ বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুন: চীনের ২০ হাজার ৮শ ডোজ টিকা পেল শেরপুর
৩ বছর আগে
ফরিদপুরে আশ্রয়ণের সুবিধা ভোগীদের অন্যরকম ঈদ
ফরিদপুরের সদরপুরের শত স্বপ্ননীড় থেকে আলফাডাঙ্গার স্বপ্ননগর; জেলার নয়টি উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে নির্মিত প্রত্যেকটি ঘর যেন ভূমি ও গৃহহীন মানুষের কাছে এক স্বপ্নের ঠিকানা, পরম নির্ভরতায় স্থান। তাই তো এবারে্র ঈদ তাদের কাছে বড়ই আনন্দের ।
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পেয়েছেন বোয়ালমারীর চতুল ইউনিয়নের সুকদেবনগর গ্রামের ৬৫ বছর বয়সী বিধবা নারী রাহেলা বেগম।
আরও পড়ুনঃ খুলনার আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে খুশি গৃহহীন পরিবারগুলো
তিনি জানালেন, ‘আমার ইট্টু জমি হবে, একখান ঘর হবে, এই কথা স্বপ্নেও ভাবি নাই। তয় এইবার আল্লা মুখ তুইল্যা তাকাইছে। মাইয়াগো নিয়্যা জীবনে এই পথমবারের মতো এট্টা ঈদ করবো নিজের ঘরে! আমি অহন নিজের এট্টা ঠিকানা পাইছি।’
ফরিদপুর জেলা প্রশাসন অফিস সূত্রে জানা যায়, এবছর প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ৬৬ কোটি টাকা ব্যয়ে ৩ হাজার ৬০৭ ভূমিহীন ছিন্নমূল পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। আর ওই ঘরের জমিও তাদের নামে কবুলিয়াত দলিল রেজিস্ট্রি করে দেয়া হয়েছে। এখনও সামান্য কিছু ঘরের কাজ বাকি আছে। অনেক ঘরে এরই মধ্যে বরাদ্দপ্রাপ্তরা উঠে পড়েছেন।
আরও পড়ুনঃ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত নিউচর আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর
বোয়ালমারীর সুকদেবনগর গ্রামের ওই আশ্রয়ণ প্রকল্পের আরেকটি ঘরের মালিক আব্দুস সামাদ শেখের স্ত্রী সালেহা বেগম বলেন, ‘আমাগের মতো গরীবের জীবনতো পথে পথেই শ্যাষ হইয়্যা যায়। কেউ হয়তো বিপদের সময় চাইল, ডাইল, কাপড় দেয়; কিন্তু জমির সাথে ঘর দিয়ার কথা শুনি ন্যাই। আমাগো শেখ হাসিনা আমাগের জন্য এই ব্যবস্থা কইরা দিছে। আমরা তাঁর প্রতি চিরদিনের জন্য কৃতজ্ঞ। আল্লাহ উনারে আরও অনেকদিন বাঁচায় রাখুক।’
জেলার সদর উপজেলার কানাইপুরে ইব্রাহিমদি গ্রামের আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, সেখানে সাতটি সাড়িতে ২৮টি ঘর নির্মাণ করা হয়েছে। ঘরগুলোতে এরই মধ্যে অনেকেই মালামাল নিয়ে বসবাস শুরু করেছেন। ঘরের পাশের জমিতে এরই মধ্যে নানাজাতের ফুলের গাছসহ ফলজ ও বনজ গাছ রোপণ করেছেন অনেকে।
আরও পড়ুনঃ মধুখালীতে আশ্রয়ণ প্রকল্পের ঘরের পিলার ভাঙচুর
৩ বছর আগে
নওগাঁয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পাচ্ছে আরও ৫০২ গৃহহীন পরিবার
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় দফায় নওগাঁর ১১ টি উপজেলার আরও ৫০২ টি গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন।
শুক্রবার বেলা ১২ টায় সার্কিট হাউস মিলনায়তনে এসব ঘর হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ এ কথা জানান।
তিনি বলেন, রবিবার সাড়ে ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় নওগাঁতে এসব ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে সব ঘর গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য ঘর
তিনি আরও বলেন, ইতোমধ্যে ৫০২ টি পরিবারকে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত পূর্বক গৃহ দেয়া হচ্ছে। এছাড়াও এসব গৃহ নিমানের কাজ সমাপ্ত হয়েছে এবং কবুলিয়ত ও নামজারি সম্পন্ন হয়েছে। প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার টাকা। প্রতিটি গৃহে দুইটি কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা আছে। এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন: মুজিববর্ষে খুলনায় ঘর পাচ্ছেন আরও ১৩৫১ গৃহহীন
এর মধ্যে সদর উপজেলায় ১০ টি, বদলগাছী উপজেলায় ৯ টি, মহাদেবপুর উপজেলায় ৭৬ টি, আত্রাই উপজেলায় ১০ টি, রানীনগর উপজেলায় ৩৩ টি, মান্দা উপজেলায় ২১ টি, পত্নীতলা উপজেলায় ১১৭ টি, ধামইরহাট উপজেলায় ২০ টি, পোরশা উপজেলায় ৭১ টি, নিয়ামতপুর উপজেলায় ৭৫ টি, সাপাহার উপজেলায় ৬০ টি গৃহহীন ও ভৃমিহীন পরিবার এসব ঘর পাবেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম ও মিল্টন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার র্মিজা ইমাম উদ্দিনসহ প্রশাসনের অন্যন্যা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গৃহহীনদের সহায়তায় প্রধানমন্ত্রীর বিরল দৃষ্টান্ত
উল্লেখ্য, এর আগে প্রথম পর্যায়ে চলতি বছরের ২৩ জানুয়ারি জেলায় ১ হাজার ৫৬ টি গৃহহীন ও ভৃমিহীন পরিবারের মাঝে এসব ঘর হস্তান্তর করা হয়।
৩ বছর আগে
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২২০৩ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ
মুজিববর্ষ উপলক্ষে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে চলতি ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ২০৩ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
৩ বছর আগে
ঐতিহাসিক সফরে ঢাকায় নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী
চলমান দুটি মেগা উদযাপনে যোগ দিতে এবং বর্তমান সম্পর্ককে এগিয়ে নিতে বাংলাদেশের সাথে আলোচনার জন্য দু'দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ঢাকায় এসে পৌঁছেছেন।
৩ বছর আগে
বাধা-বিপত্তি সত্ত্বেও হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নতি অব্যাহত রয়েছে: রাজাপাকসে
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে শুক্রবার বলেছেন, বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ক্রমবর্ধমান উন্নতি অব্যাহত রেখেছে। ‘এটি আপনার শ্রদ্ধেয় বাবার জন্য সেরা সম্মান।’
৩ বছর আগে
মুজিব শতবর্ষ: গাইবান্ধায় বিশ্বের ‘দীর্ঘতম’ আলপনা উৎসব
দেখাবে গাইবান্ধা, দেখবে দেশ, রেকর্ড গড়বে বাংলাদেশ-এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্বের দীর্ঘতম ১০ কিলোমিটার ব্যাপী আলপনা উৎসব শুরু হয়েছে।
৩ বছর আগে
দেশের সফলতা তুলে ধরতে দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
বাংলাদেশকে অতীতের মতো দারিদ্র্যক্লিষ্ট দেশ হিসেবে চিহ্নিত না করে দেশের সফলতাগুলো তুলে ধরার জন্য দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতি শনিবার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
৩ বছর আগে