দিদারুল আলম
দেশে মাথাপিছু বৈদেশিক ঋণ ২৪,৮৯০ টাকা
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বুধবার বলেছেন, বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাকা।
চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ দিদারুল আলমের প্রশ্নের জবাবে জাতীয় সংসদে মন্ত্রী এই তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ হাজার ৪৫৮ মিলিয়ন মার্কিন ডলারে।
মন্ত্রী বলেন, ‘পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ১৬৯ দশমিক ৩১ মিলিয়ন। সে হিসেবে বর্তমানে মাথাপিছু বৈদেশিক ঋণ ২৯২ দশমিক ১১ ডলার। প্রতি ডলার ৮৫.২১ টাকা হিসেবে বাংলাদেশি টাকায় ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাকা।’
আরও পড়ুন: ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে: প্রধানমন্ত্রী
দিদারুল আলমের আরেক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সঙ্গে ৩০ জুন পর্যন্ত ঋণ চুক্তির পরিমাণ ৯৫ হাজার ৯০৮ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার।
তিনি বলেন, এর মধ্যে ৫৯ হাজার ৪৫৮ মিলিয়ন মার্কিন ডলার ছাড় হয়েছে এবং ৪৬ হাজার ৪৫০ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার ছাড়ের প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: দুর্নীতি আমাকেও মর্মাহত করে: অর্থমন্ত্রী
করোনায় ২.৫ কোটি মানুষ দরিদ্র হবার দাবি নাকচ অর্থমন্ত্রীর
৩ বছর আগে
হাইকোর্টে জামিন পাননি ডেসটিনির দিদারুল
মানি লন্ডারিং মামলায় হাইকোর্টে জামিন পাননি ডেসটিনি গ্রুপের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম।
৪ বছর আগে