শিবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বর্ষা খাতুন (৯) নামে এক শিশুসহ অজ্ঞাত এক নারীর (৫০) মুত্যু হয়েছে।
রবিবার (৩০ জুন) উপজেলার দূর্লভপুর ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
বর্ষা খাতুন বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী এলাকার আব্দুর রশিদের মেয়ে।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত ৫
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে বর্ষা রাস্তা পার হচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি আরও বলেন, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। অভিযোগ না থাকায় বর্ষার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, অপরদিকে রবিবার দুপুর পৌনে ১২টায় ধোপপুকুর এলাকায় ৫০ বছর বয়সি অজ্ঞাত ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক।
ওসি আরও বলেন, ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সড়ক দুর্ঘটনায় খুবির সাবেক শিক্ষার্থী নিহত
৫ মাস আগে
বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কে ট্রাকচাপায় রমজান আলী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার (২৩ জুন) রাত সোয়া ৮টার দিকে জয়পুরহাট সড়কে আদর্শ কেজি স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: অভয়নগরে ট্রাকচাপায় যুবক নিহত
নিহত রমজান আলী উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের রুস্তম আলী সরকারের ছেলে।
নিহতের ছেলে রাকিব বাবু বলেন, বাবা ভোজ্যতেলের ব্যবসা করতেন। নিজের অটোভ্যানে করে তেল বিক্রি করতে ডাকুমারা বাজারে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে জয়পুরহাট সড়কের আদর্শ কেজির সামনে অজ্ঞাত একটি ট্রাকচাপায় তার মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
বরিশালে ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২
৫ মাস আগে
শিবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে শাকিল আহমেদ ও মারিয়া খাতুন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধাইনগর-নাককাটিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ
মৃত দুই শিশু হলো- শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁ এলাকার রাসেল আলীর ছেলে শাকিল আহমেদ (৯) ও পীরগাছি এলাকার আলমগীর হোসেনের মেয়ে মারিয়া খাতুন (৮)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শাকিল ও মারিয়া মহানন্দা নদীতে গোসল করতে নামে। এ সময় তারা নদীর গভীরে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযানে নামলে বেলা সাড়ে ১১টার দিকে দুইজনের লাশ উদ্ধার করে।
ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে দুই শিশুর লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ঢাকাসহ ৪ জেলার মাধ্যমিক পর্যায়ের নন-এসি স্কুল বন্ধ থাকবে সোমবার
চুয়াডাঙ্গায় ১০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি
৭ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে পুড়ে গেছে ৯টি মুদি ও কসমেটিকসের দোকান। সোমবার রাত পৌনে ১২টার দিকে এই এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
তিনি আরও বলেন, তবে ক্ষতিগ্রস্থদের দাবি তাদের কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন: সাভারে তেলবাহী ট্যাংকার উল্টে আগুন লেগে নিহত ১, আহত ৮
মৌলভীবাজারে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু
৮ মাস আগে
শিবগঞ্জের ৭ লাখ মানুষের একমাত্র অ্যাম্বুলেন্স সেবা বন্ধ
জ্বালানির জন্য তহবিলের ঘাটতির কারণে তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা। সাত লাখ বাসিন্দার অত্যাবশ্যকীয় জরুরি অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত থাকায় স্বাস্থ্যসেবায় তীব্র সংকট দেখা দিয়েছে।
আর এই সেবা বিঘ্নিত হওয়ার ফলে রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল কিংবা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বজনদের।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় স্কুলছাত্র নিহত
অ্যাম্বুলেন্স সেবার অনুপস্থিতি স্থানীয় রোগী ও স্বজনরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো যারা বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা বহন করতে পারে না।
যারা আর্থিক অস্বচ্ছলতার মধ্যে থাকেন শুধু্ তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে না। অন্যান্য জরুরি পরিবহনের জন্য অতিরিক্ত ব্যয়ের বহন করতে হচ্ছে স্বচ্ছল বাসিন্দাদেরও।
আর যাদের সামর্থ্য নেই তারা এই হাসপাতালেই সেবা নিতে বাধ্য হচ্ছেন।
শিবগঞ্জ উপজেলায় স্বাস্থ্য সেবার একমাত্র ভরসাস্থল ১০০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন ৪০০ রোগী এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন।
আরও পড়ুন: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স কাউন্টার!
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় একটি পেট্রোল স্টেশনে ১৪ লাখ টাকার বকেয়া ঋণ রয়েছে অ্যাম্বুলেন্সের জ্বালানি বাবদ। যার ফলে গত বছরের ৪ নভেম্বর থেকে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে।
জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুর রশিদ সংকটের বিষয়টি নিশ্চিত করে জানান, এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছেন।
তহবিল আসার পর শিগগিরই অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সাতক্ষীরায় স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সে স্ত্রীর সন্তান প্রসব!
১০ মাস আগে
শিবগঞ্জে বাবার হাতে ছেলে খুনের অভিযোগ
বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার হাতে ছেলে খুনের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ফারাজ আলী (২৫) উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
আরও পড়ুন: আপন ভাতিজার হাতে খুন হন বিউটিশিয়ান রিক্তা
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ফারাজের ঘরে রাখা মিষ্টি খায় তার ছোট ভাই। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের উপর চড়াও হলে তার মা ছুটে আসেন। এসময় ফারাজ তার মায়ের সঙ্গে ঝগড়া করেন।
এক পর্যায়ে ফারাজের বাবা সোহরাব ঘটনাস্থলে এসে ফারাজের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করলে মাটিতে লুটে পড়েন ফারাজ। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার তানভীর হাসান জানান, ঘটনার পর থেকে সোহরাব পলাতক। এই বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: ৩ কেজি চাল নিয়ে দ্বন্দ্ব, ভগ্নিপতি হাতে শ্যালক খুন!
কম দামে মাংস বিক্রির জেরে কসাইকে খুনের অভিযোগ
১০ মাস আগে
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কাহালুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত
নিহত সবজি ব্যবসায়ী আলমগীর হোসেন চট্রগ্রামের মীরশরাই উপজেলার ওহেদপুর গ্রামের আমিনুল হকের ছেলে। তিনি মহাস্থানে বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন।
স্থানীয়রা জানান, রাতে ওষুধ নেওয়ার জন্য বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন আলমগীর। এসময় রংপুর দিক থেকে আসা সাদা রঙের একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুন্দরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা মাইক্রোবাসটি শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
১১ মাস আগে
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী।
শুক্রবার (১ ডিসেম্বর) ভোরে উপজেলার মোকামতলা আন্ডারপাস সেতুর উপর দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
নিহত কাভার্ডভ্যান চালক মিরাজ ও আহত সহকারী আতিয়ার রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে রংপুর থেকে আসা কার্গো পরিবহন নামে একটি কাভার্ডভ্যান মোকামতলা আন্ডারপাস সেতুর উপর পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন কাভার্ডভ্যান চালক এবং আহত হয়েছেন চালকের সহকারী। পরে চালকের সহকারীকে আহতাবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকচাপায় ২ জন নিহত
লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ ভরি স্বর্ণালংকার জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণালংকার ও নগদ ১৮ হাজার ৮৯৫ টাকা জব্দ করা হয়েছে। এসময়সহ আব্দুর রহিম (৩০) নামে একজনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপরে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটক আব্দুর রহিম জেলার ভোলাহাট উপজেলার চামুসা এলাকার মৃত লোকমান আলীর ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ, আটক ১: বিজিবি
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির একটি টহল দল ধোবপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ এবং নগদ১৮ হাজার ৮৯৫ টাকাসহ আব্দুর রহিমকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণালংকারের বাজারমূল্য ৪৩ লাখ ৪৮ হাজার ৭৮৪ টাকা।
এতে আরও বলা হয়েছে, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণালংকার ও টাকা ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
১ বছর আগে
বগুড়ায় কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ী নিহত
বগুড়ার শিবগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহাস্থান হাতিবান্ধা নামক স্থানের বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। তিনি পরিবহন ও ইট ভাটার ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাস্থান থেকে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় মোটরসাইকেলে গ্রামের বাড়ি যাচ্ছিলেন নজরুল ইসলাম। এসময় হাতিবান্ধা নামক স্থানে পৌঁছালে রংপুরগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান নজরুল ইসলাম।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: বগুড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় নারী নিহত
বগুড়ায় বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৭
বগুড়ায় বাসচাপায় ২ জন নিহত
১ বছর আগে