শিবগঞ্জ
শিবগঞ্জ সাব-রেজিস্ট্রারের ঘুষ বাণিজ্য ও অনিয়মের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর বিভিন্ন অনিয়ম, ঘুষ বাণিজ্য ও জনসাধারণকে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও প্রেস ব্রিফিং কর্মসুচি পালন করেছেন।
সাব-রেজিস্ট্রারের অফিসের সামনের সড়কে শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ব্যানারে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিং।
এসময় বক্তারা বলেন, সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী তার বিভিন্ন অনিয়ম, হয়রানি ও ঘুষ বাণিজ্যের কারণে জনরোষের শিকার হয়েছেন। অথচ তিনি ঘটনার দায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন।
এটি মুক্তিযোদ্ধারা মেনে নিবে না।
কারণ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে কোন অপপ্রচার চালালে মুক্তিযোদ্ধারা আগামীতে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
সেই সঙ্গে দুর্নীতিগ্রস্ত সাব-রেজিস্টার ইউসুফ আলীকে চাকরি থেকে অব্যাহতির দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, ১০ জানুয়ারি বিকালে বিভিন্ন অনিয়ম, হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হন শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী।
এ ঘটনায় বুধবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়া হয়।
কিন্তু পরদিন বৃহস্পতিবার সকালে কর্মবিরতি স্থগিত করা হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান হত্যা: বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন
ডিমলায় ভূয়া দলিল তৈরি করে জমি দখলকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত এবং একজন আহত হওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের ওপারে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম মোহাম্মদ শামিম রেজা (২৫)। তিনি শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের সড়াপাড়া এলাকার বাইরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ
আহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৩৩)। একই উপজেলার পাঁকা ইউনিয়নের পোড়াপাড়া এলাকার মৃত সোহবুল হকের ছেলে।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
স্থানীয়রা জানান, রবিবার রাতে ১০-১২ জন মিলে ভারতে গরু আনতে যায়। এসময় ভারতের চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় শামিম রেজা। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত শরিফুল ইসলামসহ অন্যরা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে শরিফুল গোপনে চিকিৎসা নিচ্ছে।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক জানান, স্থানীয়দের কাছ থেকে শুনেছি রবিার রাতে বিএসএফের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছে।
কিন্তু পুলিশি হয়রানি থেকে বাঁচতে তাদের পরিবার মুখ খুলছে না।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও আমাদেরকে কিছু জানায়নি।
তিনি আরও জানান, শুনেছি ঘটনাটি অহেদপুর সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে ঘটেছে। সাধারণত ভারতের অভ্যন্তরে এমন কিছু ঘটলে বিএসএফ আমাদেরকে জানিয়ে থাকে। কিন্তু এখন পর্যন্ত তারাও আমাদের কোন কিছু জানায়নি।
আরও পড়ুন: বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ৫,৫০০ সিসিটিভি ক্যামেরা বসানো হবে: বিএসএফ
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোবারকপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ভটভটি চালক মাইনুল ইসলাম(৫০) উপজেলার দায়পুকুরিয়া ইউপি’র চাকলা এলাকার মাজেদ আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, দুপুর আড়াইটার দিকে কানসাট-ভোলাহাট সড়কের মোবারকপুর এলাকায় রাস্তার বাঁকে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর চালক মাইনুল ইসলাম আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৪, আহত ১৫
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত, আহত ১০
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোঁয়াবাড়ী চাঁদপুর কল্যানিজোলা আম বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত হাসান মারফত উপজেলার চককির্ত্তী ইউনিয়নের পিরানটোলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।
আরও পড়ুন: মাগুরায় শিশুর লাশ উদ্ধার
এর আগে গত ১০ অক্টোবর সকাল থেকে নিখোঁজ হয় শিশুটি। এ ঘটনায় শিশুটির পরিবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরীর জোবায়ের আহমেদ জানান, সকালে আম বাগানে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে।
অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছে বলে জানান ওসি।
আরও পড়ুন: আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ডোবায় ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ডোবায় ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত স্মৃতি (২) ওই গ্রামের হাবিব আলীর মেয়ে।
শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে খেলছিল স্মৃতি। খেলার এক পর্যায়ে শিশুটি পাশে থাকা টিউবওয়েলের পানি জমে তৈরি হওয়া ডোবায় পড়ে মারা যায়। পরে বাড়ির লোকজন ডোবার পানিতে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বিশ্বনাথে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
মতলবে মেঘনায় ডুবে শিশুর মৃত্যু
পদ্মায় নৌকাডুবিতে স্কুলছাত্রী নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফিল্টেরহাট এলাকায় পদ্মার শাখা নদীতে নৌকাডুবির ঘটনায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
নিখোঁজ সানজিদা উপজেলার চরজগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
পড়ুন: সিলেটে নৌকাডুবিতে নিখোঁজ আরেকজনের লাশ উদ্ধার
শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রজব আলী শেখ জানান, রবিবার(৪ সেপ্টেম্বর) দুপুরে একটি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিলেন ১৩ শিক্ষার্থী। ফিল্টেরহাট ঘাটে নৌকার মাঝি না পেয়ে তারা নিজেরাই নৌকা চালিয়ে নদী পার হয়ার চেষ্টা করে। একপর্যায়ে নদীর মাঝামাঝি পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে ১২ জনকে উদ্ধার করলেও সাজিদা নামের এক ছাত্রী নিখোঁজ রয়েছে।
তিনি বলেন, উদ্ধার অভিযান চলছে, তবে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এখনও তার মৃতদেহ খুঁজে পায়নি।
আরও পড়ুন: নৌকাডুবি: সুনামগঞ্জের হাওরে নিখোঁজ ২ কৃষক
গড়াই নদীতে নৌকাডুবি, নিখোঁজ ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাতে উপজেলার শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
নিহত শরিফুল ইসলাম ভদু (২৪) উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
স্থানীয়রা জানায়, শিংনগর সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জনের একটি চোরাচালানী দল গরু আনতে শিং নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।
আরও পড়ুন: কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মঙ্গলবার রাতে তারা গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে শরিফুল ইসলাম ভদু গুলিবিদ্ধ হয়ে ভারতীয় সীমান্তে নিহত হন। এ সময় অহিদুর নামে আরেকজন গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসে।
আরও পড়ুন: সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, এ ধরনের ঘটনার কথা শুনেছেন তবে এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি ও টাকাসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক লাখ ৮৭ হাজার ৫০০ জাল রুপি এবং ১১ হাজার ৯৫০ জাল টাকাসহ একজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শহবাবাজপুরে সোনামসজিদ ডিগ্রী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শামীম (৪০) উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পাকদুলালপুর এলাকার মুনসুর আলীর ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহাবাজপুরে সোনামোসজিদ ডিগ্রী কলেজের মূল ফটকের সামনে অভিযান চালায়। এসময় ভারতীয় এক লাখ ৮৭ হাজার ৫০০ জাল রুপি ও বাংলাদেশি ১১ হাজার ৯৫০ জাল টাকাসহ শামীমকে আটক করা হয়।
র্যাব জানায়, সীমান্ত এলাকায় গরু আমদানিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় রুপির প্রচলন বেশি। আটক শামীমের বাড়ি সীমান্তবর্তী হওয়ায় সে সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় চক্রের মাধ্যমে ভারত ও বাংলাদেশি জাল নোটের ব্যবসা করে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা, আইনজীবীদের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে মাকে গুলি করে হত্যা: পলাতক ছেলে অস্ত্রসহ গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ১৩০ জনের বিরুদ্ধে মামলা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হওয়ার ঘটনায় ১৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিহাব বাদী হয়ে রবিবার রাতে এই মামলাটি দায়ের করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা করা হয়েছে বলে ওসি জানান।
প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকালে শিবগঞ্জ উপজেলা কৃষকদলের ব্যানারে তেল, গ্যাস, সারসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, লোডশেডিং এবং ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নূরে আলমের হত্যার প্রাতবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শিবগঞ্জ বাজারের ইসলামী ব্যাংক মোড়ের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় রাস্তায় যানজটের সৃষ্টি হলে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে সমাবেশের পরামর্শ দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীদের ছোঁড়া ইটপাকেলে ইসলমী ব্যাংকের জানালার কাঁচ ভাঙচুর, এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচ জন আহত হয়। পরে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পড়ুন: আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেয়া যাবে না: ফখরুল
সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কাটা ঘায়ে নুনের ছিটা: বিএনপি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার চককির্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইরুল ইসলাম (১৯) একই গ্রামের কাদের হোসেনের ছেলে।
আরও পড়ুন: ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ জানান, সাইরুল সকাল ৯টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।