মোহাম্মদ আলী
ঢাকা-১৭ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বিজয়ী
১২৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী ঢাকা-১৭ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।
ঢাকা-১৭ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান অনানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলা গণতন্ত্রের নামে আ. লীগের তামাশা: ফখরুল
অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান (লাঙল) পেয়েছেন ১৩২৮ ভোট; জাকের পার্টির প্রার্থী (গোলাপ ফুল) কাজী মো. রশিদুল হাসান পেয়েছেন ৯২৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) প্রার্থী মো. আকতার হোসেন পেয়েছেন ৬৪ ভোট।
স্বতন্ত্র তরিকুল ইসলাম ভূঁঞা (ট্রাক) পেয়েছেন ৫২ ভোট; বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রেজাউল ইসলাম স্বপন (ডাব) পেয়েছেন ৪৩ এবং তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) প্রার্থী শেখ হাবিবুর রহমান পেয়েছেন ২০২ ভোট।
রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা-১৭ উপনির্বাচনে মোট ৩৭ হাজার ৪২০ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। এ নির্বাচনে ভোটার উপস্থিতি ১১ দশমিক ৫১ শতাংশ রেকর্ড করা হয়েছে।
সোমবার সকাল ৮টায় উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।
ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আটজন প্রার্থী।
চলতি বছরের ১৪ মে জনপ্রিয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক এমপির মৃত্যুতে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে আসনটি শূন্য হয়।
তবে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভূঁঞা সোমবার (১৭ জুলাই) সকালে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরুর পর তরিকুল এ ঘোষণা দেন।
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী ‘হিরো আলম’ অভিযোগ করেন যে তার এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের বেশ কয়েকজনকে আ. লীগ নেতাকর্মীরা হয়রানি করেছে।
এছাড়া বিকালে বনানী এলাকায় একটি ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় ‘হিরো আলম’ শারীরিকভাবে লাঞ্ছিত হন।
ঘটনাস্থল থেকে ইউএনবি ফটোগ্রাফার জানিয়েছেন, হিরো আলম বিকালে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
অন্যদিকে, নির্বাচন কমিশন (ইসি) ঢাকায় কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঢাকা-১৭ উপনির্বাচন পর্যবেক্ষণ করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন ঢাকা-১৭ আসনে ৮৫৩টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে।
১ জুন নির্বাচন কমিশন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে, যা ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের মৃত্যুতে শূন্য হয়।
আরও পড়ুন: ‘আইনশৃঙ্খলা বাহিনীর সামনে’ হিরো আলম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন: তার প্রধান নির্বাচনী এজেন্ট
হিরো আলমের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: ইসি আলমগীর
১ বছর আগে
সাতক্ষীরায় ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার ২ শ্রমিক নিহত
সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার দুই শ্রমিক নিহত হয়েছেন।
৩ বছর আগে
রডের বদলে বাঁশ, সেই ইউপি সদস্য বরখাস্ত
লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) আওতায় ইউড্রেইন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা ইউপি সদস্য মোহাম্মদ আলীকে (আলম) সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
৪ বছর আগে