প্রেমের সম্পর্ক
অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকিতে স্কুলছাত্রীর আত্মহত্যা!
বগুড়ার শেরপুরে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকিতে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী।
এ ঘটনায় আব্দুল মানিক নামে একজনকে মঙ্গলবার রাত ১২টার দিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) বগুড়া ক্যাম্পের সদস্যরা।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম।
তিনি বলেন, স্থানীয় স্কুলের নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে আব্দুল মানিক প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্কের একপর্যায়ে ওই ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্য গোপনে ধারণ করে মানিক।
আরও পড়ুন: হাজারীবাগে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
এছাড়াও ১৮ নভেম্বর মানিক ওই ছাত্রীর বাড়িতে গোপনে এসে আবারও মেলামেশা করতে চায় এবং ওই ছাত্রী বাধা দিলে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেবে ও বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।
মানিকের এমন ব্যবহারে মানসম্মানের ভয়ে ওই ছাত্রী ১৮ নভেম্বর বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বগুড়ার শেরপুর থানায় ২৯ নভেম্বর মামলা করেন এবং র্যাব-১২ বগুড়া অফিসে অভিযোগ করেন।
পরে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে সারিয়াকান্দি থানা এলাকা থেকে মূল অভিযুক্ত আব্দুল মানিককে গ্রেপ্তার করা হয়।
আব্দুল মানিক জিজ্ঞাসাবাদকালে ওই ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলেও নজরুল ইসলাম জানান।
আরও পড়ুন: ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
১ বছর আগে
প্রেমের সম্পর্কে জটিলতা: হাতিরঝিল লেকে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
হাতিরঝিল লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ২৪ বছর বয়সী এক যুবক। প্রেমিকার সঙ্গে ঝগড়ার জেরে এ আত্মহত্যা বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।
নিহত বজলু মিরাজ চৌধুরী ওরফে রাজ রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনের মৃত জামান চৌধুরীর ছেলে।
নিহতের মা শেখ নাদিরা বেগমের বরাত দিয়ে উপপরিদর্শক (এসআই) মো. করিবেল হাসান জানান, শুক্রবার মধ্যরাতে রাজ হাতিরঝিল সেতু থেকে পানিতে ঝাঁপ দিলে ডুবে মারা যায়।
আরও পড়ুন: বগুড়ায় ধর্ষণচেষ্টার শিকার তরুণীর আত্মহত্যা, গ্রেপ্তার ২
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
পারিবারিক সূত্রে জানা যায়, এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দিলে রাজ আত্মহত্যা করে।
আরও পড়ুন: কুয়েট শিক্ষার্থী অন্তুর আত্মহত্যা: প্রকৃত কারণ এখনও অজানা
২ বছর আগে
কুষ্টিয়ায় স্ত্রীসহ ৩ জনকে গুলি করে হত্যা, এএসআই আটক
কুষ্টিয়ায় গুলি করে স্ত্রী ও সৎ ছেলেসহ তিনজনকে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের এক উপসহকারী পুলিশ পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে।
রবিবার সকাল ১১টার দিকে কাস্টমস মোড় এলাকার একটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে এএসআই সৌমেন রায়কে আটক করেছে।
নিহত আসমা খাতুন (৩০) অভিযুক্ত সৌমেনের দ্বিতীয় স্ত্রী এবং শিশু রবিন (৬) আসমার আগের পক্ষের ছেলে। মারা যাওয়া আরেকজন আসমার প্রেমিকা বিকাশ কর্মী শাকিল খান (২৫)। তিনি কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের কারিগর পাড়ার মিজবারের ছেলে এবং অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার পর তারা গুলির শব্দ শুনতে পান। এ সময় এক শিশুকে পেছন থেকে গুলি করলে শিশুটি পড়ে যায়। এরপর নারী ও এক পুরুষকে খুব কাছ থেকে গুলি করা হয়। এ সময় মার্কেটের ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে ওই ঘাতককে তিন তলা একটি বাড়ির মধ্যে আটকে রাখে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার গুলিতে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বাঘাইছড়িতে জেএসএসের সামরিক কমান্ডারকে গুলি করে হত্যা
পুলিশের একটি সূত্র জানায়, বছর দেড়েক আগে সৌমেনের সাথে আসমার বিয়ে হয়। কিছুদিন আগে তাদের বিচ্ছেদ হয়। সম্প্রতি সৌমেন কুষ্টিয়ার হালসা পুলিশ ক্যাম্প থেকে বদলি হয়ে খুলনার ফুলতলা থানায় যোগদান করেন। এর আগেও আসমার আরেকটি বিয়ে হয়েছিল বলে জানা গেছে। শিশু রবিন আসমার প্রথম পক্ষের সন্তান ছিল।
নিহত শাকিলের পারিবারিক সূত্র জানায়, সৌমেন এর আগে একাধিকবার আসমার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য শাকিলকে হুমকি দেয়।
পরিবারের দাবি, শাকিলের সাথে আসমার প্রেমের সম্পর্ক থাকলেও তাদের বিয়ে হয়নি।
এদিকে, পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র দাবি করেছে, সম্পর্ক ছিন্ন করা এবং শাকিলের সাথে সম্পর্কে জড়িয়ে পরার কারণে প্রতিশোধ নিতে সৌমেন এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আরও পড়ুন: রাঙামাটিতে অফিসে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা সৌমেন রায় নামে একজনকে আটক করে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে মোস্তাফিজুর রহমান জানান, সৌমেন একাই খুব কাছ থেকে পরপর তিন জনকে গুলি করে হত্যা করে।
৩ বছর আগে
নাটোরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন
বিয়ের দাবিতে নাটোরের বড়াইগ্রামে সোমবার ছেলের বাড়িতে ৫ ঘণ্টা অনশন করেছেন এক কলেজছাত্রী।
৪ বছর আগে
মাগুরায় প্রেমিকার বাড়ির পাশ থেকে প্রেমিকের লাশ উদ্ধার
মাগুরা সদরের আঠারোখাদার অক্কুরপাড়া এলাকায় মঙ্গলবার সুদিপ্ত ওরফে ধলা কর্মকার (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে