অতি বৃষ্টি
অতি বৃষ্টির কারণে চবির ২২ বিভাগের পরীক্ষা স্থগিত
প্রবল বৃষ্টির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২২টি বিভাগের ২৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
প্রবল বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাট এলাকা জলমগ্ন হওয়ায় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সকাল থেকে বন্ধ রয়েছে শাটল ট্রেনও। এতে শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে পরীক্ষা স্থগিত করে বিভাগীয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বৃষ্টির কারণে চবিতে ১০ আগস্ট পর্যন্ত ক্লাস-পরীক্ষা স্থগিত
রবিবার (২৭ আগস্ট) বিকালে চবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষদ সূত্রে জানা যায়, ইতিহাস, দর্শন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ফারসি ভাষা ও সাহিত্য, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, রসায়ন, সমুদ্রবিজ্ঞান, পালি, ইসলামিক স্টাডিজ, ইংরেজি, সংস্কৃত, শিক্ষা ও গবেষণা, আরবি, মার্কেটিং, যোগাযোগ ও সাংবাদিকতা, মনোবিজ্ঞান, অ্যাকাউন্টিং, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স, ফাইন্যান্স, উদ্ভিদবিজ্ঞান ও পদার্থবিদ্যা বিভাগের রবিবারের (২৭ আগস্ট) পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।
সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তবে চারুকলা, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে পরীক্ষা হয়েছে।
এদিকে বৃষ্টিতে পুরোপুরি তলিয়ে গেছে চট্টগ্রামের ফতেয়াবাদ স্টেশন। এ কারণে শহর থেকে রবিবার কোনো শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যায়নি। ফলে বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনের মাস্টার জয়নাল আবেদিন জানান, অতিবৃষ্টির কারণে শাটল চলাচল বন্ধ রয়েছে। বটতলী রেলওয়ে স্টেশন থেকে রবিবার কোনো শাটল ট্রেন ছেড়ে যায়নি।
কখন চলাচল স্বাভাবিক হবে, তাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫ মে’র বিএড পরীক্ষা স্থগিত
ঘূর্ণিঝড় মোখা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোর রবিবারের পরীক্ষা স্থগিত
১ বছর আগে
অতি বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের আম চাষিরা ক্ষতির মুখে
ঠাকুরগাঁও আমের বাম্পার উৎপাদন হলেও গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে শত শত হেক্টর আমের বাগানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জেলার আম চাষিরা লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন।
৪ বছর আগে