গাঁজা চাষ
নড়াইলে গাঁজা চাষের অভিযোগে গ্রেপ্তার ১
নড়াইলে সবজি খেত থেকে গাঁজার গাছসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় নড়াগাতি থানার মুলশ্রী গ্রামের এক সবজি বাগানে অভিযান চালিয়ে পাঁচটি গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল হাসনাত ওয়াসিম (৪৫) মুলশ্রী গ্রামের মৃত হাসমত আলী শিকদারের ছেলে।
নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা শনিবার (২৭ মে) ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সুকান্ত সাহা বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ মুলশ্রী গ্রামে এ অভিযান পরিচালনা করেন। এসময় আবুল হাসনাত ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার সবজি বাগান থেকে পাঁচটি গাঁজা গাছ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
নড়াইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পা হারালো ভ্যানচালক
নড়াইলে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
১ বছর আগে
বাড়ির পেছনে গাঁজা চাষ, মাদক মামলায় কারাগারে চাষি
কুষ্টিয়ায় কুমারখালী উপজেলায় ১০ ফুট দীর্ঘ ২৫ কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার দক্ষিণ মনোহারপুর গ্রামের নওগাঁ পাড়ায় অভিযান চালিয়ে এটি উদ্ধার করে পুলিশ।
এ সময় উজ্জল হোসেন (৪৩) নামে একজনকে আটক করে পুলিশ। তিনি একই গ্রামের বদর উদ্দিনের ছেলে। পরে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গাঁজার গাছসহ যুবক আটক
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, বসত বাড়ির পেছনে কৌশলে গাঁজার চাষ করছিলেন রাজমিস্ত্রি উজ্জল হোসেন। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ২০০ গাঁজার গাছ জব্দ, আ‘লীগ নেতা আটক
পরে মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং দুপরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: বেগুন খেতের আড়ালে গাঁজা চাষ!
২ বছর আগে
ফেনীতে সবজির আড়ালে গাঁজা চাষ, গ্রেপ্তার ১
ফেনীর সোনাগাজীতে বাড়ির পাশে সবজির আড়ালে গাঁজা চাষ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ওই চাষির বাগান থেকে অন্তত তিনটি বড় গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. আবুল কালাম (৪২) সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের মৃত মীর আহম্মদের ছেলে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) খালেদ হোসেন জানান, কালাম একজন গাঁজাসেবী। গাঁজা সেবনের পাশাপাশি ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়েন তিনি। তাই নিজের বাড়ির পাশে খালপাড়ে সবজি চাষের সঙ্গে গাঁজা গাছের বীজ রোপণ করে চাষ শুরু করেন তিনি। স্থানীয়রা এতদিন গাঁজা গাছটিকে ফুলের গাছ ভাবলেও পরে গাঁজা চাষের বিষয়টি খবর পায় পুলিশ। এরপর শনিবার সন্ধ্যায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাঁজা গাছসহ কালামকে গ্রেপ্তার করে।
ওসি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আবুল কালামকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। এর আগেও তাঁর বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে থানায় একাধিক মামলা হয়েছে।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গাঁজা জব্দ,আটক ২
২ বছর আগে
বাড়ির আঙিনায় গাঁজা চাষ, চাষি গ্রেপ্তার
কুড়িগ্রামের রৌমারীতে বসতবাড়ির আঙিনা থেকে ২০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ চাষিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার কাইয়ুম (৪৪) রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামের মৃত নবীন শেখের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় গ্রেপ্তার ২, গাঁজা ও প্রাইভেট কার জব্দ
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল উপজেলা সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চাষি কাইয়ুমকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়ির আঙিনায় চাষ করা ২০ ফুট উচ্চতার দুটি গাঁজা জব্দ করা হয়। গাছ দুটির আনুমানিক ওজন ৫২ কেজি।
আরও পড়ুন: বেনাপোলে গ্রেপ্তার ১,গাঁজা জব্দ
ওসি জানান, গ্রেপ্তার গাঁজা চাষি কাইয়ুমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
২ বছর আগে
ছাদে ফুলের টবে গাঁজা চাষ: ১৯০টি চারাসহ আটক ১
ফেনীর দাগনভূঞা থেকে এক কেজি গাঁজা ও ১৯০টি গাছের চারাসহ এক চাষিকে আটক করেছে পুলিশ।
৩ বছর আগে
বেগুন খেতের আড়ালে গাঁজা চাষ!
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বৃদ্ধ কৃষক শহীদ মিয়া দিনের বেশির ভাগ সময় কাটান খেতে। কিন্তু তিনি বেগুন গাছের আড়ালে চাষ করেছেন গাঁজা। গ্রামবাসীর এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে আটক করে পুলিশ।
৩ বছর আগে
লালমনিরহাটে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১
জেলার কালীগঞ্জে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে বুধবার সন্ধ্যায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে