সরকারি অফিস
আজ সরকারি অফিস খোলা
আজ শনিবার। সপ্তাহের এই দিনটি সরকারি অফিস সাধারণত ছুটি থাকলেও আজ অফিস খোলা রেখে কার্যক্রম চলবে।
মূলত আসন্ন ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ঈদের আগে দুই শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। সেই দুই শনিবারের একটি আজ।
গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় দুই শনিবার অফিস খোলা রেখে ঈদের সময় টানা দশ দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই হিসেবে আগামী শনিবারও (২৪ মে) খোলা থাকবে সরকারি অফিস।
ঈদুল আজহার ছুটি ছিল ৫ থেকে ১০ জুন ছয় দিন। সাপ্তাহিক ছুটির আগে ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে দুই শনিবার ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত অফিস খোলা রাখা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিনিময়ে ১১ ও ১২ জুন ছুটি এবং পরের দুই দিন সাপ্তাহিক ছুটি মিলে মোট ১০ দিন ছুটি মিলেছে সরকারি চাকরিজীবীদের।
আদেশ অনুযায়ী, ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ৫ জুন, শেষ হবে ১৪ জুন।
আরও পড়ুন:ঈদুল আজহায় ১০ দিন ছুটি: প্রেস সচিব
উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ মে ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস-এর জনপ্রশাসন মন্ত্রণালয় অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হলো। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির ওই দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।
এতে আরও বলা হয়, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।
এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
খোলা থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
সরকারি অফিসের সঙ্গে মিলিয়ে শনিবার (১৭ মে) দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পৃথকভাবে এ সিদ্ধান্ত জানিয়েছে।
এর ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। একই সঙ্গে শেয়ার বাজারেও অন্যান্য কর্মদিবসের মতো লেনদেন চালু থাকবে।
আরও পড়ুন: প্রাথমিকে ছুটি কমিয়ে পাঠদানের সময় বাড়ানোর পরিকল্পনা
ডিএসই সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ মে (শনিবার) দিনটিতেও ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে।
এ ছাড়াও সরকারের সিদ্ধান্তের অংশ হিসেবে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে গ্রাহকরা এই দুই শনিবারে সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন এবং পুঁজিবাজারে স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবেন।
২০২ দিন আগে
ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলেছে আজ
পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক মিলে টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে আজ সরকারি অফিস খুলেছে।
রবিবার (৬ এপ্রিল) থেকে সরকারি অফিস, উচ্চ আদালত ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও রোজার আগের সময় সূচি ধরেই চলবে।
গত ২৮ মার্চ থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা ছুটি কাটানোর পর সরকারি চাকরিজীবীরা যোগ দিয়েছেন নিজ নিজ কর্মস্থলে।
ঈদ শেষে গ্রামের বাড়িতে থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই শনিবারের মধ্যে ঢাকায় ফিরেছেন।
এবার ঈদের আগে ২৮ মার্চ (শুক্রবার) ছিল শবে কদরের ছুটি। ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হয় ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচদিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) ছিল ২ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন: টানা ৯ দিন ছুটি শেষে রবিবার থেকে খুলছে সরকারি অফিস
এরপর মাঝখানে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল, সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি।
রোজা ও ঈদের ছুটি শেষে আগের নিয়মে ফিরবে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। রবিবার থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ। আর দেশে সরকারি-বেসরকারি ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী দুই লাখের বেশি।
২৪৩ দিন আগে
টানা ৯ দিন ছুটি শেষে রবিবার থেকে খুলছে সরকারি অফিস
ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে সরকারি অফিস খুলছে আগামীকাল রবিবার (৬ এপ্রিল)। সরকারি অফিস, উচ্চ আদালত ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও রবিবার থেকে রোজার আগের সময় ধরে চলবে।
গত ২৮ মার্চ থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
ঈদ শেষে গ্রামের বাড়িতে থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই শনিবারের মধ্যে ঢাকায় পৌঁছাবেন বলে মনে করা হচ্ছে।
ঈদের আগে ২৮ মার্চ (শুক্রবার) ছিল শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হয় ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচদিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) ছিল ২ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন: ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
এরপর মাঝখানে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল, সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি।
রোজা ও ঈদের ছুটি শেষে আগের নিয়মে ফিরবে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। রোববার থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় ১৫ লাখ। আর দেশে সরকারি-বেসরকারি ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী দুই লাখের বেশি।
২৪৪ দিন আগে
সরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পুনঃনির্ধারণ
সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কাজের সময় পরিবর্তন করেছে সরকার। পরিবর্তিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে বিjfল ৪টা পর্যন্ত চলবে দাপ্তরিক কাজ।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এর আগে চলতি বছরের ২২ আগস্ট সরকার জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সমস্ত সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের জন্য সকাল 8টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং সমস্ত ব্যাংকের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিসের সময় পুনঃনির্ধারণ করে।
আরও পড়ুন: সরকারি অফিস সকাল ৮টা থেকে বিকাল ৩টা
সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত
১১৩১ দিন আগে
সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত
ভবিষ্যতের জন্য বিদ্যুৎ সাশ্রয়ে সব সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যৈষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সাংবাদিকদের ব্রিফ করেন।
আরও পড়ুন: পুলিশ বাহিনীকে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ আইজিপির
সরকারের মিতব্যয়ী পদক্ষেপের অংশ হিসেবে বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো:
১. সব সরকারি অফিসে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমানোর জন্য সব মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
২. সংশ্লিষ্ট অফিসের জন্য বরাদ্দ করা জ্বালানির ২০ শতাংশ কম ব্যবহারের জন্য অর্থ বিভাগ একটি গেজেট প্রকাশ করবে।
৩. অনলাইনে সভা আয়োজন করতে হবে এবং জরুরি না হলে সশরীরে সভা এড়িয়ে যেতে হবে।
৪. অত্যাবশ্যক না হলে বিদেশ ভ্রমণ পরিহার করা।
৫. মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করা এবং খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং নিশ্চিত করা।
আরও পড়ুন: বিদ্যুৎ সাশ্রয়: মঙ্গলবার থেকে দেশে দৈনিক এক ঘণ্টা লোডশেডিং
৬. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবহনে ব্যক্তিগত গাড়ির ব্যবহার যৌক্তিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
৭. জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অর্থবছরের শুরু থেকেই অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
৮. প্রতিটি মন্ত্রণালয় ক্রয় পরিকল্পনা পর্যালোচনা করে রাজস্ব ব্যয় কমানোর উদ্যোগ নেবে।
বৈঠকে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব কবির বিন আনোয়ার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব কে এম আলী আজম, অর্থ বিভাগের জ্যৈষ্ঠ সচিব ফাতিমা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
১২৩৩ দিন আগে
ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে
ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবার থেকে দেশের সব সরকারি অফিস খুলেছে।
এ বছর সরকারি কর্মকর্তারা ৮ই জুলাই শুক্রবার থেকে থেকে ১১ জুলাই সোমবার পর্যন্ত টানা চারদিন ছুটি উপভোগ করেছেন।
তবে, ঢাকায় সচিবালয়ে কর্মকর্তাদের উপস্থিতি কম ছিল। কারণ অনেকে বৃহস্পতিবার পর্যন্ত তাদের ছুটি বাড়িয়ে নিয়েছেন । এরপর আবার শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় আগামী রবিবার (১৭ জুলাই ) থেকে অফিসে কর্মকর্তাদের উপস্থিতি বাড়বে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন।
এদিকে মঙ্গলবার থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও তাদের কার্যক্রম শুরু করেছে।
এ বছর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা পালিত হয়েছে ১০ জুলাই।
কয়েক হাজার মানুষ তাদের স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছেন।
১২৪২ দিন আগে
ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলেছে
ঈদুল ফিতরের ছুটি শেষে বৃহস্পতিবার সরকারি অফিসগুলো খুলেছে।
এ বছর সরকারি কর্মকর্তারা-কর্মচারীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ছুটি পেয়েছেন। ২৯ ও ৩০ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি। ১ মে ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ছিল ঈদের সরকারি ছুটি।
আজ সকালে বাস স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনগুলোতে কর্মস্থলে ফিরে আসা লোকদের ভিড় দেখা গেছে।
তবে ঢাকায় সচিবালয়ে কর্মকর্তাদের উপস্থিতি ছিল কম।
বৃহস্পতিবার থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আবার কার্যক্রম শুরু করেছে।
এ বছর মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত ৩ মে হয়েছে।
লাখ লাখ মানুষ স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছে।
পড়ুন: মহামারি শেষে উৎসবমুখর ঈদ
১৩১০ দিন আগে
সরকারি অফিসে নতুন যানবাহন ক্রয় বন্ধ
করোনভাইরাস পরিস্থিতিতে সরকারের ব্যয় কমানোর লক্ষ্যে চলতি বছর সব ধরনের সরকারি অফিসে নতুন যানবাহন ক্রয় বন্ধ থাকবে।
১৯৭৪ দিন আগে