নাগরিকত্ব
জিয়াউলের দেশ-বিদেশে শত কোটির সম্পদ, আছে ভিনদেশের নাগরিকত্ব
বিতর্কিত ও বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান ট্যাক্স হেভেন খ্যাত এন্টিগুয়া অ্যান্ড বার্বুডা নামক দেশের নাগরিকত্ব গ্রহণসহ দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়োর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
এছাড়া ৫ বছর মেয়াদি বন্ডে প্রায় সাড়ে ১৩ লাখ মার্কিন ডলারের বিনিয়োগও রয়েছে জিয়াউলের।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তলে ধরেন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
তিনি বলেন, শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হওয়ায় আসামি মেজর জেনারেল জিয়াউল আহসান (বরখাস্ত) ও তার স্ত্রী নুসরাত জাহানের নামে কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে একটি নিয়মিত মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: একাদশ জাতীয় নির্বাচনে ‘কারচুপি’ তদন্ত করবে দুদক
৬৪ দিন আগে
রাষ্ট্রপতির নাগরিকত্বের বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য দ্বৈত নাগরিকত্বের বিষয়টি অত্যন্ত ‘স্পর্শকাতার’। এটি রাষ্ট্রপতির বিষয় এবং এ জাতীয় জল্পনা-কল্পনার বিষয়ে তার কিছু বলার নেই।
সোমবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা খুবই স্পর্শকাতর বিষয়।
আরও পড়ুন: আড়িয়াল বিল দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপের নির্দেশ পানিসম্পদ উপদেষ্টার
উপদেষ্টা বলেন, অনুমানের ভিত্তিতে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য চাইবেন না। ‘আমি কিছু বলতে পারব না।’
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এর সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে তা হবে শেষ পর্যায়ে।
তৌহিদ হোসেন বলেন, ‘কিন্তু আমি এটা নিয়ে কথা বলতে চাই না। এর একটি আইনগত দিক রয়েছে এবং রাষ্ট্রপতির নিজস্ব বিষয় রয়েছে। এটা আমার কাজ নয়।’
এ বিষয়ে আরও চাপ দেওয়া হলে উপদেষ্টা সাংবাদিকদের আইন উপদেষ্টার সঙ্গে কথা বলতে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে পারে।
আরও পড়ুন: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের ১৪ সেপ্টেম্বর সম্মান জানাবে সরকার: উপদেষ্টা নাহিদ ইসলাম
বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের তথ্যভাণ্ডার তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
২০০ দিন আগে
অভিবাসীদের ৮ বছরের মাঝে নাগরিকত্ব দিতে বিল আনছেন বাইডেন
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের প্রথম দিনেই এক সুদূরপ্রসারি অভিবাসন বিল আনার পরিকল্পনা করছেন। এতে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় এক কোটি ১০ লাখ মানুষকে আট বছরের মাঝে নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা থাকবে বলে আশা করা হচ্ছে।
১৫২৯ দিন আগে
রোহিঙ্গাদের ভোটাধিকার নিশ্চিত, নাগরিকত্ব পুনরুদ্ধারে মিয়ানমারের প্রতি আহ্বান
আগামী জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে চলা মিয়ানমার সরকারের বাংলাদেশে বসবাস করা রোহিঙ্গাসহ সব ভোট দেয়া উপযুক্ত রোহিঙ্গাদের ভোটাধিকার নিশ্চিত করা উচিত বলে শুক্রবার দাবি করেছে ফরটিফাই রাইটস।
১৭২২ দিন আগে