লাইফ সাপোর্ট
ডা. জাফরুল্লাহ লাইফ সাপোর্টে
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সোমবার সকালে গণস্বাস্থ্য নগর হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আরও পড়ুন: সরকারের ব্যর্থতায় মন্দিরে ভাঙচুর : ডা. জাফরুল্লাহ
এদিকে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মুস্তাফির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মুস্তাফি বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।
ডা. জাফরুল্লাহ দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
আরও পড়ুন: আদানি গ্রুপের সঙ্গে 'রাষ্ট্রবিরোধী' বিদ্যুৎ চুক্তি বাতিলের দাবি ডা. জাফরুল্লাহর
সরকারের দায়িত্ব শাবিপ্রবি শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া: ডা. জাফরুল্লাহ
১ বছর আগে
জাবিতে মোটরসাইকেলের ধাক্কায় আহত শিক্ষার্থী লাইফ সাপোর্টে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। এ সময় তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের মওলানা ভাসানী হলের কাছে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত জাহিদ ক্যাম্পাসের কাছে ‘গেরুয়া’ নামক এলাকায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে কয়েক গজ দূরে টেনে নিয়ে যায়। দর্শন বিভাগের ফেরদৌস মাহমুদ নিয়ন মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
জাহিদের কয়েকজন বন্ধু ও অন্যান্য শিক্ষার্থী তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় এবং পরবর্তীতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন: জাবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে আহত ৩০
জাহিদের বিভাগের সহকারী অধ্যাপক উজ্জল কুমার মন্ডল চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, ‘জাহিদের অবস্থা ভালো না। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার মাথার ডান পাশে ফাটল রয়েছে। মাথার বাম পাশে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে।’
এ প্রসঙ্গে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমি এনাম মেডিকেলে গিয়ে আহত ছাত্রকে দেখেছি। আমি বাইরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব।’
এদিকে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন।
আরও পড়ুন: কুমিল্লায় ভারতের দেয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর
১ বছর আগে
অভিনেতা মাসুম আজিজ লাইফ সাপোর্টে
অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
গোলাম কুদ্দুস বলেন, ‘মাসুম আজিজ ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই। তিনি বর্তমানে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।’
৩ অক্টোবর হৃদরোগজনিত সমস্যার কারণে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি করান হয় মাসুম আজিজকে। অবস্থার অবনতি বৃহস্পতিবার সকালে তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়।
আরও পড়ুন: আইসিইউতে অভিনেতা সোহেল রানা
দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগে আক্রান্ত।
মঞ্চ,টেলিভিশন আর সিনেমায় খ্যাতি রয়েছে মাসুম আজিজের। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন মাসুম আজিজ। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকে অভিনয় করেছেন মাসুম আজিজ।
আরও পড়ুন: অভিনেতা আমির সিরাজী লাইফ সাপোর্টে
দগ্ধ কৌতুক অভিনেতা রনি সুস্থ হয়ে উঠছেন
২ বছর আগে
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা লাইফ সাপোর্টে
করোনাভাইরাস মহামারি শুরুর পর ব্রিফিংয়ে এসে নিয়মিত সর্বশেষ তথ্য ও নানা পরামর্শ দিয়ে সারাদেশে পরিচিত মুখ হয়ে ওঠা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বর্তমানে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর হাসপাতালের (এনইউএসএইচ) আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।
রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবির ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেলো বঙ্গভ্যাক্স
অধ্যাপক আহমেদুল কবির বলেন, ‘পেটে ব্যথা এবং হালকা জন্ডিসে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে অস্ত্রোপচারের পর তার প্যানক্রিয়াটাইটিস হয়েছে। তার স্বাস্থ্যগত উদ্বেগের জন্য তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।’
ফ্লোরা গত এক সপ্তাহ ধরে এনইউএসএইচ-এ চিকিৎসা নিচ্ছেন।
এর আগেও একই কারণে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুন:হৃদরোগে আক্রান্ত ৯২ শিশুকে বিনামূল্যে চিকিৎসা দিল কাতার চ্যারিটি
বাংলাদেশে প্রথমবারের মতো মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট সম্পন্ন
২ বছর আগে
ভারতের উপহার: আরও ৪০ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পেল বাংলাদেশ
ভারত সরকারের উপহারের তৃতীয় চালানে আরও ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশের বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার সকালে ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবার কথা রয়েছে।
চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলায় যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহারের ঘোষণা দিযে়ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: ভারত ফেরত যাত্রীদের জন্য শর্ত শিথিল করল সরকার
সিঅ্যান্ডএফ উত্তরা মোটরসের প্রতিনিধি মেহেদী হাসান জানান, ভারত সরকারের উপহারের এই অ্যাম্বুলেন্স কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করা হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশ্যে আজই রওয়ানা হবে অ্যাম্বুলেন্সগুলো।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ‘ভারত সরকারের উপহার স্বরূপ তৃতীয় চালানে বৃহস্পতিবার সকালে ৪০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছায়। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বর মাসে পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে।’
আরও পড়ুন: বিশিষ্ট ভারতীয় ব্যক্তিদের সাথে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতার কথা স্মরণ করলেন দোরাইস্বামী
ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ, ৭ আগস্ট ৩০টি ও বৃহস্পতিবার (২৬ আগস্ট) ৪০ টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে দেশে এলো মোট ৭১ টি অ্যাম্বুলেন্স। উপহার হিসেবে আসা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।
৩ বছর আগে
করোনায় প্রাণ গেল পিআইবির সহকারী অধ্যাপক কামরুন নাহার রুমার
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সহকারী অধ্যাপক এবং সাবেক ক্রীড়া সাংবাদিক কামরুন নাহার রুমা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৯ বছর।
সোমবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন বলে নিহতের পরিবারের একটি সূত্র জানিয়েছে।
জানা গেছে, কামরুন নাহার রুমা গত পাঁচ দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন।
পিআইবিতে যোগদানের আগে রুমা ক্রীড়া সাংবাদিক হিসেবে দ্য বাংলাদেশ অবজারভার এবং দ্য ডেইলি অবজারভারে কাজ করেছেন।
রুমা দ্য ডেইলি অবজারভারের স্পোর্টস এডিটর মসিউর রহমানের স্ত্রী।
আরও পড়ুন: সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ আর নেই
সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জাহানারা বেগম আর নেই
৩ বছর আগে
প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ লাইফ সাপোর্টে
প্রখাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
তার স্ত্রী রায়না মাহমুদ জানায়, রবিবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল কিন্তু বিকালে অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এর আগে চার বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন চঞ্চল মাহমুদ। ডায়াবেটিসসহ অন্যান্য আরও স্বাস্থ্য জটিলতা রয়েছে।
সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন চঞ্চল মাহমুদ। দেশে ফ্যাশন আলোকচিত্রের অন্যতম পথিকৃৎ বলা হয় তাকে।
‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন। তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সঙ্গে যুক্ত আছেন।
আরও পড়ুন: ঈদুল আজহার শীর্ষ ১০ জনপ্রিয় বাংলা নাটক
ফের রিমান্ডে মডেল পিয়াসা ও মৌ
ফকির আলমগীর: এক খ্যাতিমান সঙ্গীত শিল্পীর উপাখ্যান
৩ বছর আগে
ফকির আলমগীর লাইফ সাপোর্টে
করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন এই সংগীতশিল্পী।
রাজীব বলেন, ‘বাবার স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়েছিল এবং আমরা তার দ্রুত সুস্থতার বিষয়ে আশাবাদী ছিলাম, দুর্ভাগ্যক্রমে বাবার অক্সিজেন স্যাচুরেশন ওঠানামা করায় চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশন নেয়ার পরামর্শ দেন।’
পড়ুন: অভিনেতা মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে মানহানি মামলা
তিনি বলেন, বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫ এর নিচে নেমে আসে, তবে ভেন্টিলেশন নেয়ার পর অক্সিজেন স্যাচুরেশন ৯০ এ উন্নিত হয়েছে।
রাজীব বলেন, একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সোমবার সকালে (১৯ জুলাই) মেডিকেল বোর্ড বৈঠকে বসবেন।
স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সাথে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রাখেন ৭১ বছর বয়সী এ শিল্পী। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদক দেয়।
পড়ুন: এই ঈদে ‘বউ ডায়েরিজ, ‘রেহানা’সহ জনপ্রিয় সব টিভি শো বায়োস্কোপে
কানে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’
৩ বছর আগে
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী আর নেই
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার রাত ১১টার দিকে তিনি মারা যান বলে ইউএনবিকে জানিয়েছেন বাংলা একাডেমির সেক্রেটারি এবং ভারপ্রাপ্ত মহাপরিচালক এএইচএম লোকমান।
একুশে পদকপ্রাপ্ত কবি পাকস্থলীর সমস্যার কারণে ২৭ এপ্রিল থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
আরও পড়ুন: রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক আর নেই
৭২ বছর বয়সী সিরাজীকে ২৫ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরে অন্ত্র এবং পাচনতন্ত্রের মারাত্মক জটিলতার কারণে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। ২৭ এপ্রিল তার একটি অপারেশন করা হয়েছিল।
এছাড়াও তিনি পেপটিক আলসার সহ অন্যান্য স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।
আরও পড়ুন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী মারা গেছেন
লোকমান বলেছেন, সিরাজীর মরদেহ তার ধানমন্ডির বাসা থেকে সকাল ১০ টায় বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হবে। তার প্রথম নামাজে জানাজা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। আজিমপুর কবরস্থানে তার দ্বিতীয় নামাজে জানাজার পরে তাকে সেখানে দাফন করা হবে।
কবি সিরাজী ২০ ডিসেম্বর ২০১৮ তে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
আরও পড়ুন:বরেণ্য সংগীত পরিচালক আলাউদ্দীন আলী মারা গেছেন
তিনি ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তিনি দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে পড়াশোনা করেছিলেন।
হাবীবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক লাভ করেন। এছাড়া কবিতায় অবদানের জন্য ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন তিনি।
৩ বছর আগে
বাংলাদেশকে ভারতের উপহার দেয়া প্রথম অ্যাম্বুলেন্সটি বেনাপোলে পৌঁছেছে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে উপহার দেয়া লাইফ সাপোর্ট সমৃদ্ধ ১০৯টি অ্যাম্বুলেন্সের প্রথম চালান বেনাপোলে এসে পৌঁছেছে।
৩ বছর আগে